Black Panther Wakanda Forever Movie Review, Cast, IMDB - ব্ল্যাক Panther মুভি রিভিউ

Bongconnection Original Published
0

 Black Panther Wakanda Forever Movie Review, Cast, IMDB - ব্ল্যাক Panther মুভি রিভিউ

Black Panther Wakanda Forever Movie Review, Cast, IMDB - ব্ল্যাক Panther মুভি রিভিউ

Black Panther Wakanda Forever Movie Review

বাচ্চা কিডন্যাপ করা গড় আর টানা ৯ সপ্তাহ ধরে She -Hulk এর অত্যাচার( Daredevil) এর এপিসোড টা বাদ) সহ্য করার পর কেউই মার্ভেল এর ওপর হতাশার বহিঃপ্রকশ করতে কার্পন্য করেননি। এইরকম টালমাটাল অবস্থায় নিঃশব্দে ফিরে এলেন মার্ভেল এর রহস্যময় ব্ল্যাক প্যান্থার। এবং বলা যায় এই পরীক্ষায় তারা নির্দ্বিধায় ৯০ শতাংশ পেয়ে পাস।

Black Panther Wakanda Forever Cast

Chadwick Boseman, Letita Wright, Michael B. jordan, Tenoch Huerta, Dominique Thorne, Angela Bassett & others.

স্যার Chadwick Boseman এর real life death এর পর Wakanda হয়ে পরে অভিভাবকহীন। এমতাবস্থায় তাদের সামনে হঠাৎ আত্মপ্রকাশ করে এক আশ্চর্য শত্রু। সমুদ্রের নীচে বসবাসকারি সুপ্রাচীন মায়া সভ্যতার অন্তর্গত Namor ও তার সাম্রাজ্য ওয়াকান্ডার মতই Vibrinium এর বলে বলীয়ান। বিপরীত মতবাদে বিশ্বাসী দুই পক্ষের মধ্যে শুরু হয় মরণপণ লড়াই। অন্যদিকে Tony Starc কে আদর্শ করে বড় হয়ে ওঠা ১৯ বছরের কিশোরী রিরি উইলিয়ামস ও জড়িয়ে পরে এই দ্বন্দ্বে। আর এর মধ্যেই ওয়াকান্ডা খুঁজে পায় তার পরবর্তী BLACK PANTHER( যারা ট্রেইলার দেখেছেন নিশ্চয়ই বুজেছেন কে)। 

Wakanda Forever Trailer

 

 Marvel er CGI বা BGM নিয়ে প্রশ্ন তোলা বৃথা। তবে এই সিনেমার bgm অনবদ্য বললেও কম বলা হয়। বিশেষ করে যেখানে যেখানে Namor এর Appearance হয়েছে সেখানে CGI ও ব্যকগ্রাউন্ড মিউজিক অন্য মাত্রা পেয়েছে। সিনেমায় দারুন অ্যাকশন এর সঙ্গে যথেষ্ঠ ইমোশনাল এলিমেন্ট বর্তমান। সব মিলিয়ে এই সিনেমা অবশ্যই মার্ভেল এর অনুভূতিকে ফিরিয়ে আনবে।
সিনেমায় একটি পোষ্ট  ক্রেডিট সিন বর্তমান।


আরো পড়ুন,

Post a Comment

0Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)
To Top