বাংলা মোটিভেশনাল স্টোরি - Bengali Motivational Story
বাংলা মোটিভেশনাল স্টোরি
সবাই তোমার দুঃখ বুঝবে না। কোন দুঃখ তোমাকে কীভাবে কাবু করেছে তা বোঝার উপলব্ধি
সবার নেই। প্রশ্ন করবে, 'সামান্য এইটুকুতে এত কষ্ট পাওয়ার কী আছে?', বা বলবে,
'সবসময় সামান্য ব্যাপারে ফ্যাঁচ ফ্যাঁচ করে কেঁদো না তো!'
বড় হতে বলবে, ইমম্যাচিওর বলে লজ্জিত করবে।
Bengali Motivational Story
ওদেরকে এক্সপ্লেন করতে যেও না তোমার বুকে ওদের চোখে ওই 'সামান্য দুঃখ'; কী
মুষলধারে বৃষ্টি ঝরাচ্ছে। তাতে ওরা বুঝবে না তো কিছুই, বরং তোমার দুঃখের মজা
ওড়াবে আরও।
ভালোবাসার মোটিভেশনাল গল্প
তুমি বরং মনে রেখো, দুঃখের রকম একই হলেও তা সবাইকে সমান ভাবে স্পর্শ করতে পারে
না। যে দুঃখে তুমি কেঁদে কেটে শেষ হয়ে যাও, সেই একই দুঃখ অনেকে হাসতে হাসতে
কাটিয়ে দেয়। দুঃখ তোমায় বেশি স্পর্শ করে মানে তুমি অন্যদের তুলনায় একটু বেশি
সংবেদনশীল, একটু বেশি নরম। আর তার জন্য তোমার মজা ওড়ানোর অধিকার কারোর নেই।
আরো পড়ুন,
Tags -
Motivational Story,
Love Story