Mahalaya 2022 Date & Time – মহালয়ার তারিখ ও সময়সূচি

Bongconnection Original Published
2 Min Read

 Mahalaya 2022 Date & Time – মহালয়ার তারিখ ও সময়সূচি

Mahalaya 2022 Date & Time - মহালয়ার তারিখ ও সময়সূচি
Loading...


Mahalaya Date & Time 2022

বাঙালির কাছে আশ্বিন মাস মানেই হালকা হালকা শীতের প্রথম অনুভূতি ও সেই সঙ্গে
দূর্গা পূজা । যদিও দুর্গাপূজার শুরু হয় মহালয়ার পুণ্য প্রভাত থেকেই ।
হিন্দু পুরাণ ও রীতি অনুযায়ী এই দিন মা দূর্গার চক্ষুদান করা হয় । চারিদিকে পূজোর
গন্ধ আর হৈ হুল্লোড় এর মাঝেই মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষের সূচনা
হয় । অনেকেই মনে করেন এই বিশেষ দিনেই দেবতাদের সঙ্গে অসুর যুদ্ধ করে ।

মহালয়া কত তারিখ ?

Loading...
হিন্দু ধর্মে মহালয়ার দিন পিতৃ পুরুষদের উদ্দেশ্যে অনেকেই তর্পণ অর্পণ করেন ।
তর্পণ মানে খুশি করা ।
মহালয়ার আরেকটি বিশেষত্ব হলো ভোর ভোর ওঠে রেডিওতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের গলায়
মহালয়ার পাঠ শোনা ।
যদিও বর্তমান সময়ে টিভি ও সোশ্যাল মিডিয়ার দাপটে রেডিওতে মহালয়া শোনা অনেকটাই
পুরোনো হয়ে গেছে ।
তবুও প্রতিটি বাঙালির কাছে মহালয়া মানেই এক আলাদাই আবেগ । 
তো, চলুন দেখে নেওয়া যাক চলতি বছরে মহালয়া কবে ?

Mahalaya 2022 Date And Time In Kolkata

এই বছর মহালয়া
২৫ সেপ্টেম্বর (৮ ই আশ্বিন), রবিবার

মহালয়া 2022 তারিখ

মহালয়ার তিথি – ২৪ শে সেপ্টেম্বর রাত 2 টো বেজে  ৩৯ মিনিট থেকে ২৫ শে
সেপ্টেম্বর রবিবার ৩ টে বেজে ১৭ মিনিট পর্যন্ত । 
আরো পড়ুন,



Tags –
Mahalaya,
Durga Puja

Share This Article