Bristi Pore Tapur Tupur Kobita Lyrics (বৃষ্টি পড়ে টাপুর টুপুর) Bengali Poem

Bongconnection Original Published
5 Min Read

 Bristi Pore Tapur Tupur Kobita Lyrics (বৃষ্টি পড়ে টাপুর টুপুর) Bengali
Poem

Bristi Pore Tapur Tupur Kobita Lyrics (বৃষ্টি পড়ে টাপুর টুপুর) Bengali Poem
Loading...


Bristi Pore Tapur Tupur Poem Lyrics by Rabindranath Tagore

কবিগুরু
Rabindranath Tagore
(রবীন্দ্রনাথ ঠাকুর) আমাদের জীবনের সবকিছুর সঙ্গে জুড়ে রয়েছেন । পাঠ্যবই থেকে
প্রাত্যহিক জীবনের খুঁটিনাটি সবকিছুর মধ্যেই তিনি বর্তমান । আজ আপনার জন্য রইলো
ছোটবেলার ছোটদের সেই কবিতা বৃষ্টি পড়ে টাপুর টুপুর …..


Bristi Pore Tapur Tupur Poem Lyrics In Bengali

Loading...
দিনের আলো নিবে এল,
সুয্যি ডোবে-ডোবে।
আকাশ ঘিরে মেঘ জুটেছে
চাঁদের লোভে লোভে।
মেঘের উপর মেঘ করেছে–
রঙের উপর রঙ,
মন্দিরেতে কাঁসর ঘন্টা।
বাজল ঠঙ ঠঙ।
ও পারেতে বিষ্টি এল,
ঝাপসা গাছপালা।
এ পারেতে মেঘের মাথায়
একশো মানিক জ্বালা।
বাদলা হাওয়ায় মনে পড়ে
ছেলেবেলার গান–
“বিষ্টি পড়ে টাপুর টুপুর,
নদেয় এল বান।’
আকাশ জুড়ে মেঘের খেলা,
কোথায় বা সীমানা!
দেশে দেশে খেলে বেড়ায়,
কেউ করে না মানা।
কত নতুন ফুলের বনে
বিষ্টি দিয়ে যায়,
পলে পলে নতুন খেলা
কোথায় ভেবে পায়।
মেঘের খেলা দেখে কত
খেলা পড়ে মনে,
কত দিনের নুকোচুরি
কত ঘরের কোণে।
তারি সঙ্গে মনে পড়ে
ছেলেবেলার গান —
“বিষ্টি পড়ে টাপুর টুপুর,
নদেয় এল বান।’
মনে পড়ে ঘরটি আলো
মায়ের হাসিমুখ,
মনে পড়ে মেঘের ডাকে
গুরুগুরু বুক।
বিছানাটির একটি পাশে
ঘুমিয়ে আছে খোকা,
মায়ের ‘পরে দৌরাত্মি সে
না যায় লেখাজোখা।
ঘরেতে দুরন্ত ছেলে
করে দাপাদাপি,
বাইরেতে মেঘ ডেকে ওঠে —
সৃষ্টি ওঠে কাঁপি।
মনে পড়ে মায়ের মুখে
শুনেছিলেম গান —
“বিষ্টি পড়ে টাপুর টুপুর,
নদেয় এল বান।
মনে পড়ে সুয়োরানী
দুয়োরানীর কথা,
মনে পড়ে অভিমানী
কঙ্কাবতীর ব্যথা।
মনে পড়ে ঘরের কোণে
মিটিমিটি আলো,
একটা দিকের দেয়ালেতে
ছায়া কালো কালো।
বাইরে কেবল জলের শব্দ
ঝুপ্‌ ঝুপ্‌ ঝুপ্‌ —
দস্যি ছেলে গল্প শোনে
একেবারে চুপ।
তারি সঙ্গে মনে পড়ে
মেঘলা দিনের গান —
“বিষ্টি পড়ে টাপুর টুপুর,
নদেয় এল বান।’
কবে বিষ্টি পড়েছিল,
বান এল সে কোথা।
শিবঠাকুরের বিয়ে হল,
কবেকার সে কথা।
সেদিনও কি এম্‌নিতরো
মেঘের ঘটাখানা।
থেকে থেকে বাজ বিজুলি
দিচ্ছিল কি হানা।
তিন কন্যে বিয়ে ক’রে
কী হল তার শেষে।
না জানি কোন্‌ নদীর ধারে,
না জানি কোন্‌ দেশে,
কোন্‌ ছেলেরে ঘুম পাড়াতে
কে গাহিল গান —
“বিষ্টি পড়ে টাপুর টুপুর,
নদেয় এল বান।’

বৃষ্টি পড়ে টাপুর টুপুর লিরিক্স 

Diner alo nibhe elo
Surjo dube dube
Akash ghire megh juteche
chader lubhe lubhe
Megher upor megh koreche
Ranger upor rang
Mandirete kashor ghonta
Bajlo thong thong
Oparete bisti elo
Japsha gachpala
E-parete megher mathay
Eksho manik jala
Badla haway mone pore
Chelebelar gaan
Bristi pore tapur tupur
Node elo ban
Akash jure megher khela
Kothay ba shimana
deshe deshe khele beray
Keu kore na mana
Koto natun fuler bone
BIsti diye jay
Pole pole natun khela
Kothay bhebe pay
Megher khela dekhe koto
Khela pore mone
Koto diner nukochuri
Koto ghorer kone
Tari shonge mone pore
Chelebelar gaan.
Bristi pore tapur tupur
Node elo ban
Mone pore megher dake
guruguru buk
Bichanatir ekti pashe
Ghumiye aache khoka
Mayer pore douratti shey
Na jay lekhajokha
Ghorete duronto chele
Kore dapadapi
Bairete megh deke uthe
Sristi uthe kapi
MOne pore mayer mukhe
shunechilam gaan
Bisti pore tapur tupur
Node elo ban
mone pore shuworani
Duworanir kotha
Mone pore obhimani
Konkabotir betha
Mone pore ghorer kone
Mitimiti alo
Ekta diker deyalete
Chaya kalo kalo
Baire kebol joler shobdo
Jhup jhup jhup
Doshyi chele golpo shune
Ekebare chup
tari shonge mone pore
Meghla diner gaan
Bisti pore tapur tupur
Node elo ban
Kobe bisti porechilo
Ban elo shey kutha
Shibthakurer biye holo
Kobekar shey kotha
Sedin-o ki emnitoro
Megher ghonagota
Dicchilo ke hana
Tin konye biye kore
Ki holo tar sheshe
Na jani kon deshe
Kon cheler ghum parate
Ke gahilo gaan
Bisti pore tapur tupur
Node elo ban

Share This Article