Durga Puja Pic 2022 | Durga Puja Images (দূর্গাপূজার ছবি)
Durga Puja Pic Download
বাঙালির বারো মাসে তেরো পার্বন । আর এই কথাটি যেন সর্বাঙ্গীন সত্য । আসলে বাঙালির
প্রায় প্রতি মাসেই কোন না কোন পূজো বা উৎসব লেগেই থাকে । আর এই উৎসব প্রিয়
বাঙালির শ্রেষ্ঠ উৎসব
দুর্গাপূজা (Durgapuja) কোচবিহার থেকে কাকদ্বীপ । নদীয়া থেকে নিউ ইয়র্ক (New York, USA) দেশে
বিদেশে বাঙালিরা বছরের এই পাঁচটি দিনের জন্য যেন অপেক্ষা করে থাকবে ।
কারণ, বছরের এই পাঁচটি দিন সবাই সব ভুলে আনন্দে মেতে ওঠে । প্রবাসী বাঙালিরা দেশে
ফিরে আসে । যারা আসতে পারে না তারা নিজের নিজের জায়গাতেই আনন্দ করার চেষ্টা করে ।
আজকাল তো Kolkata র বহু প্রতিমা বিদেশে নিয়ে যাওয়া হয় । বাঙালির কৃষ্টি
যেন আজ শুধু বাংলাতেই সীমাবদ্ধ নেই । আজ তা আন্তর্জাতক উৎসবে পরিণত হয়েছে ।
পঞ্চমী থেকে বিজয়া দশমী বাঙালি উৎসবের মাঝে একাত্ম হয়ে যায় ।
ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, প্যান্ডেল ঘুরে ঠাকুর দেখা সবেতেই রয়েছে আলাদাই এক আমেজ
।
তো, চলুন দুর্গাপূজার সেরা কিছু ছবি দেখে নেওয়া যাক ...
Durgapuja Images HD
Bengali Durga Puja Wallpaper
দুর্গা ঠাকুরের ছবি ডাউনলোড
দূর্গা প্রতিমার ছবি ২০২২
দূর্গা প্রতিমার ডিজাইন
আশা করছি আপনাদের এই ছবিগুলো ভালো লেগেছে । ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না ।
ভালো থাকুন । হ্যাপি দুর্গাপূজা...।