Draupadi Murmu – President Election Results – ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

Bongconnection Original Published
2 Min Read

 Draupadi Murmu – President Election Results – ভারতের প্রথম আদিবাসী
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

Draupadi Murmu - President Election Results - ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
Loading...


Draupadi Murmu President Of India

ভারতের 15 তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন ঝাড়খণ্ড এর প্রাক্তন রাজ্যপাল তথা
ময়ূরভঞ্জের কন্যা দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu) ।
ভারত স্বাধীনতা অর্জনের 75 বছর পর প্রথম কোন আদিবাসী মহিলা রাষ্ট্রপতি নির্বাচিত
হলেন ।
বিজেপি তথা এন ডি এ জোটের তরফ থেকে এবারের ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে দাঁড়িয়ে
ছিলেন দ্রৌপদী মুর্মু।
TMC
তথা তৃণমূল কংগ্রেস ও অন্যান্য বিরোধী দলের হয়ে জোট প্রার্থী ছিলেন যশবন্ত সিনহা
(Yashwant Sinha)। 

President Of India 2022

Loading...
রাষ্ট্রপতি হিসেবে জয়ের জন্য প্রয়োজনীয় ভোটের সংখ্যা ছিলো 5,40,996 । ভোট গগনার
তৃতীয় রাউন্ড শেষ হওয়ার পরই 5,77,777 ভোটের সংখ্যা পেরিয়ে যান।
বিরোধী প্রার্থী যশবন্ত সিনহার প্রাপ্ত ভোটের সংখ্যা 2,61,062 টি । 

Draupadi Murmu - President Election Results - ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

President Election Results 2022

দলগত ভাবে বিজেপি এবং শরিক দলগুলি ছাড়াও অন্যান্য অনেক দলই
Draupadi Murmu কে সমর্থন করেছেন।
হিসেবে করে দেখা গেছে যেসব দল সমর্থন করবে না বলে জানিয়েছিল তাদের ও 17 জন সংসদের
ভোট পেয়েছেন দ্রৌপদী ।
আগামী 24 শে জুলাই শেষ হচ্ছে বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের মেয়াদ । তার
মেয়াদকাল শেষ হবার পরই ভারতের 15 তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ নেবেন দ্রৌপদী।
তার জয়ের পরই বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী রা তাকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন ।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী Mamata Banerjee থেকে দিল্লির মুখ্যমন্ত্রী
Arvind Kejriwal টুইটারে তাকে শুভেচ্ছা জানিয়েছেন ।
Tags –
Draupadi Murmu, President Election Results, Rashtrapati Election Result
2022

Share This Article