X=Prem Bengali Movie Download, Review & Watch Online - Filmyzilla, 1080p HD
X=Prem Bengali Full Movie Download Free HD
দীর্ঘদিন পর বাংলা ছবির জগতে আবার নতুন ছবি নিয়ে হাজির পরিচালক
Srijit Mukherji
। এক সময়ে যিনি
Baishe Srabon কিংবা
Zulfiqar
এর মতো সিনেমা বানিয়ে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছিলেন । তিনি আবার নতুন ছবি করছেন
তাও আবার সাদা কালো ছকে । এই নিয়ে দর্শকদের মধ্যে তুমুল উত্তেজনা বেশ কিছুদিন
থেকেই । হ্যাঁ ছবির নাম Ex=Prem । সিনেমার নামের মতো গল্পেও কিন্তু রয়েছে একদম
নতুন ছোঁয়া । সায়েন্স এর ডানায় ভর করে এবারে সৃজিত মুখার্জি যে দর্শকদের নতুন
কিছু উপহার দিতে চলেছেন সেটা কিন্তু এই সিনেমার Trailer ই বলে দিয়েছিলো । মূল
চরিত্রে Arjun Chakraborty ছাড়াও বেশ কিছু নতুন মুখ দেখা যাবে যেমন
Madhurima Basak, Shruti Das এর মতো অভিনেত্রী রা ।
Cast : -
Arjun Chakraborty, Shruti Das, Madhurima Basak, Richard Bhakti Klein,
Anindya Sengupta
& others.
IMDb Rating - 8/10
X=Prem Full Movie Download Link Leaked On Telegram
আমাদের চারপাশে কত মানুষ, তাদের কত স্মৃতি! সুখের, দুঃখের কিংবা ভালোলাগা কত স্মৃতি ছড়িয়ে থাকে মস্তিষ্কে। ভালোবাসার মানুষটির নরম স্মৃতিও জড়িয়ে থাকে মিষ্টি আবেশের মত। মানুষটাকে কাছে না পেলেও স্মৃতিতেই হয় তার বসতি। কী হবে যদি সেই স্মৃতিটাকেই ছিনিয়ে নেওয়া হয়! ব্যাপারটা যেমন করুণ তেমন ভয়াবহ।শুরুর দিকে ছবিটার সঙ্গে সেভাবে কানেক্ট করতে অনেকেই হয়তো সমস্যায় পড়বেন । কিন্তু ছবি যত এগোবে, ধীরে ধীরে ঠিক স্লো পয়জনের মত প্রভাবিত করবে। যেন একটা অন্য জগতেই চলে যাবেন আপনি। এরকম ছবি বাংলায় খুব কম বা একদমই হয় নি, এটা হলফ করে বলা যেতেই পারে ।
Story :-
ছবির গল্পে খিলাত ( অনিন্দ্য সেনগুপ্ত) এক চরিত্র, যে এক দুর্ঘটনায় দশ বছরের
স্মৃতি হারিয়ে ফেলে। দশ বছর আগে ওর জীবনের ভালোবাসা জয়ীর( শ্রুতি দাস) কোনো
অস্তিত্ব ছিল না। কাজেই ভালোবাসার স্মৃতি ফিরিয়ে আনতে কী করল তারা? সেটা ধরেই
গল্প এগিয়েছে।
ছবির কয়েকটা দৃশ্যের কথা এখানে না বললেই নয়। একটা দৃশ্যে জয়ী বলছে খিলাতকে "
ক্যান আই হোল্ড ইওর হ্যান্ড?" তারপর তারা হাত ধরে এবং ব্যাকগ্রাউন্ডে অরিজিৎ সিং
এর গলায় সেই গান মূহুর্তটাকে জীবন্ত করে তোলে। ভালোবাসার মুহূর্তগুলোর কথা
খিলাতের কিছুই মনে নেই, কিন্তু জয়ীর আপ্রাণ চেষ্টা সেই অনুভূতিগুলোই ফেরত পাওয়ার।
সত্যি গায়ে কাঁটা দেয়।
এর চেয়ে বেশি জানতে হলে পুরো ছবিটা দেখতে হবে আপনাকে।
ছবিটি রিলিজের পর থেকেই অনেকেই এই ছবিটি দেখার জন্য ইন্টারনেট এ সার্চ করছেন ।
যদিও এই ছবিটি কিছু অংশ ছবি মুক্তির পর পরই বিভিন্ন পাইরেটেড সাইটে আপলোড হয়ে
গেছে তবুও আপনারা এই ছবিটি সিনেমাহলে গিয়ে দেখুন অথবা OTT তে রিলিজ হওয়া অব্দি
অপেক্ষা করুন । খুব তাড়াতাড়ি এই ছবিটি Hoichoi ও এ মুক্তি পেতে চলেছে ।
বার বার আমরা আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি যে পাইরেসি ওয়েবসাইট থেকে মুভি
ডাউনলোড/স্ট্রিমিং আপনাকে অনেক সমস্যায় ফেলতে পারে। আমরা জোরালোভাবে
আপনাকে পাইরেসি সাইট থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছি। সিনেমা দেখার জন্য
সবসময় নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিও, হইচই মতো আইনি সাইটের
বিকল্প রয়েছে।
যেকোন সিনেমা কিংবা ওয়েব সিরিজ দেখুন অফিশিয়াল সাইট থেকে। এই আর্টিকেলটি
শুধুমাত্র Information এর জন্য।