Aye Khuku Aye Movie Download & Watch Online, Review – Filmywap, Jalshamoviez

Bongconnection Original Published
4 Min Read

 Aye Khuku Aye Movie Download & Watch Online, Review – Filmywap,
Jalshamoviez

Aye Khuku Aye Movie Download & Watch Online, Review - Filmywap, Jalshamoviez
Loading...


Aye Khuku Aye Movie Download Free HD 

প্রসেনজিত চট্টোপাধ্যায় তাঁর নিজের কথা অনুযায়ী ইন্ডাস্ট্রির CEO। তাই তাঁর
কোনো ছবি যখন মুক্তি পায়, তার থেকে প্রত্যাশাটা বেশি হওয়াই স্বাভাবিক। আর তার
ওপর যদি “আয় খুকু আয়” এর মত একটু অন্য ধরনের ছবি হয় তাহলে তো কথাই নেই। তাহলে
কেমন হলো সিনেমাটা? দেখে নেওয়া যাক।
ভিন্ন ধারার গল্পের দিকেই এখন এগিয়ে চলেছে Bangla Film Industry । একের পর এক
রিমেকের দাপটে নতুন গল্পের ছোয়া প্রায় হারিয়ে যেতে বসেছিলো বাংলা সিনেমায় ।
দর্শক ও ধীরে ধীরে মুখ ঘুরিয়ে নিতে বাধ্য হয়েছিল।


তবে
Tonic,
Kishmish
বা
Belashuru
র মতো ছবি কিন্তু দর্শকদের আবার হলমুখী করেছে ।
এবার Jeet এর প্রোডাকশন হাউস ও কিন্তু সেই রাস্তায় হাটতে চলেছে । Grassroot
Entertainment এর প্রযোজনায় এই প্রথম ভিন্ন ধারার বাবা মেয়ের গল্পকে বড় পর্দায়
দেখা যাবে ।
Sauvik Kundu র পরিচালনায় এই প্রথমবার পর্দায় বাবা মেয়ের চরিত্রে দেখা যাবে
Prosenjit Chatterjee
ও Ditipriya Roy কে ।

Aye Khuku Aye Full Movie Download 720p, 1080p HD 

Loading...
Prasenjit Chatterjee,
Ditipriya Roy, Rahul Dev Bose, Sankar Debnath, Sohini Sengupta, Mithila, &
others.

Director – Sauvik Kundu
IMDb Rating – 8.5/10
Aye Khuku Aye Movie Download & Watch Online, Review - Filmywap, Jalshamoviez
সিনেমাতে প্রসেনজিত এর দুটি চরিত্র। একটি তিনি নিজেই। অন্যটি নির্মল দা ওরফে
“টেকো প্রসেন”। নির্মলদার প্রাণের চেয়েও প্রিয় মেয়ে বুড়ি এবং বন্ধু অন্ধ
গোঁসাই। এই নিয়ে চলে প্রতিদিনের দিনযাপন। এর মধ্যেই অভাব অনটনে সুখে দুঃখে
বেঁধে বেঁধে থাকার গল্প শুরু হয় পর্দা জুড়ে। এরপর কোভিড এর কবলে পড়ে কাজ যায়
বহু মানুষের এবং সেই ছোবল এসে পড়ে নির্মল এর সংসারেও। এরপরেই ঘটনা বাঁক নেয়
অন্যদিকে এবং তার পরিণতি কি হয়, জানতে গেলে দেখতে হবে সিনেমাটি।

Aye Khuku Aye Full Movie Watch Online Free

অভিনয়ের দিক থেকে প্রত্যেকের কাজ যথেষ্ট ভালো। দ্বিতিপ্রিয়া বুড়ির চরিত্রে একদম
পাশের বাড়ির মেয়েটির মতোই স্বাভাবিক এবং স্বচ্ছন্দ। খুব কম সময়ের জন্য হলেও ,
তাতেই নজর কেড়ে নেন সোহিনী পুতুলদির চরিত্রে। অন্ধ গোঁসাই এর চরিত্রটিতে শংকর
দেবনাথ একদম যথাযথ। তবে সিনেমাটির মেরুদণ্ড অবশ্যই প্রসেনজিত এবং তিনিই শেষ
ফ্রেম পর্যন্ত সিনেমাটি ধরে রাখেন। নির্মলদার চরিত্রে একদম মাপমত ইমোশন এবং
প্রসেনজিতের নিজের চরিত্রে সেই স্টার সুলভ আচরণ – দুইদিকেই তিনি সফল। সিনেমায়
গানগুলি বেশ সুন্দর। তবে, টাইটেল ট্র্যাকটি খুবই দুর্বল এবং মনে রাখার মত নয়।

আয় খুকু আয় সিনেমা Download

ছবিটি রিলিজের পর থেকেই অনেকেই এই ছবিটি দেখার জন্য ইন্টারনেট এ সার্চ করছেন ।
যদিও এই ছবিটি কিছু অংশ ছবি মুক্তির পর পরই বিভিন্ন পাইরেটেড সাইটে আপলোড হয়ে
গেছে তবুও আপনারা এই ছবিটি সিনেমাহলে গিয়ে দেখুন অথবা OTT তে রিলিজ হওয়া অব্দি
অপেক্ষা করুন । খুব তাড়াতাড়ি এই ছবিটি ZEE5 ও এ মুক্তি পেতে চলেছে ।
অনেকেই এই ছবিটি দেখার জন্য ইনটারনেটে খুঁজছেন। এই ছবিটি রিলিজের সাথে সাথেই
বেশ কিছু বেআইনি সাইটে আপলোড হয়ে গেছে। যেমন… 
FilmyzillaFilmywap, Tamilrockers, Skymovieshd, Coolmoviez, Jalshamoviez

বার বার আমরা আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি যে পাইরেসি ওয়েবসাইট থেকে মুভি ডাউনলোড/স্ট্রিমিং আপনাকে অনেক সমস্যায় ফেলতে পারে। আমরা জোরালোভাবে আপনাকে পাইরেসি সাইট থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছি। সিনেমা দেখার জন্য সবসময় নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিও, হইচই  মতো আইনি সাইটের বিকল্প রয়েছে।
যেকোন সিনেমা কিংবা ওয়েব সিরিজ দেখুন অফিশিয়াল সাইট থেকে। এই আর্টিকেলটি শুধুমাত্র Information এর জন্য। 

Share This Article