X=Prem Movie Trailer, Cast & Release Date - মুক্তি পেল এক্স প্রেম ছবির ট্রেলার
অবশেষে মুক্তি পেলো
Srijit Mukherji
পরিচালিত বহু প্রতীক্ষিত X=Prem ছবির ট্রেলার । আগামী জুন মাসে SVF Films এর
ব্যানারে এই ছবিটি মুক্তি পাবে থিয়েটারে ।
কিন্তু কয়েকমাস আগে থেকেই এই ছবির Poster রিলিজের পর থেকেই অনেকেই প্রত্যাশার
পারদ চরিয়েছেন ।
মূলত ভিন্ন ধাঁচের গল্পের সাথে সাদা কালো ফ্রেমে প্রেমের ছবি
Tollywood Industry তে গত কয়েক দশকে নেই বললেই চলে ।
সাম্প্রতিক সময়ে Srijit Mukherji বিভিন্ন নতুন প্রজেক্ট এ কাজ করলেও সেভাবে
দর্শকদের মধ্যে সাড়া ফেলেতে পারেননি । তবে এই ছবির লুক এন্ড ফিল কিংবা গান সবাইকে
কিন্তু চমকে দিয়েছে ।
এই ছবির বেশ কিছু গান ইতিমধ্যেই রিলিজ হয়েছে এবং দর্শকদের কাছে তা বেশ জনপ্রিয়
হয়েছে ।
Bhalobashar Morshum
Shreya Ghoshal এবং
Arijit Singh
এর গলায় যেন আলাদাই জগতে নিয়ে যায় ।
X=Prem Bengali Movie cast
Anindya Sengupta, Shruti Das, Arjun Chakrabarty, Madhurima Basak and
others.
Director :
Srijit Mukherji
কলেজ জীবনের প্রেম, সেই সম্পর্কের পরিণতি, আর তারপরে জীবনে নেমে আসা এক বিপর্যয়।
কী হল তারপর? কল্পবিজ্ঞান? আধুনিক চিকিৎসা পদ্ধতি? ভালবাসার নতুন মোড়? কোন দিকে
এগোবে ঘটনা? সৃজিত মুখার্জির বহু প্রতিক্ষিত সিনেমা X=প্রেম আনতে চলেছে অনেক
অজানা প্রশ্নের উত্তর। জুন মাসে আপনার নিকটবর্তী প্রেক্ষাগৃহে রিলিজ হতে চলেছে এই
সিনেমা। রইল তারই ট্রেলার।
Trailer
X=Prem Movie Release Date
June 3, 2022
Tags -
Bengali Movie,
Srijit Mukherjee, X=Prem