The Batman Review, Cast & Story – Robert Pattinson, IMDb, Rotten Tomatoes

Bongconnection Original Published
3 Min Read

 The Batman Review, Cast & Story – Robert Pattinson, IMDb, Rotten
Tomatoes

The Batman Review, Cast & Story - Robert Pattinson, IMDb, Rotten Tomatoes
Loading...

The Batman Movie Review

Loading...
রাতের শহর গথাম। চারিদিকে অন্ধকার। এই অন্ধকার অপরাধ, দুর্নীতির অন্ধকার। ম্যাট
রিভসের ‘The Batman’ এর এই অন্ধকার পচা গলা গথাম শহরের গন্ধ যেন আপনার ঘ্রাণে
মিশে যাবে। গথামের এই আক্ষরিক অন্ধকার আমার মনে হয় না এতো সুন্দর ভাবে আমি আগে
দেখেছি। এই গথাম টড ফিলিপসের ‘Joker’ এর গথামের থেকেও ভয়ঙ্কর। যেন শহরের খুশির
শেষ বিন্দুটুকু শুষে নিয়েছে এই অন্ধকার।


The Batman Movie Review

Robert Pattinson, Paul Dano, Andy Serkis, John Turturro, Peter Sargaard,
Colin Farrell, Zoe Kravitz

& others.
তাই ম্যাট রিভসের ব্যাটম্যান সুপারহিরোর আগে এক অসহায় নাগরিক। যে নিজের এই
শহরের অবক্ষয় দেখে ভেতরে ভেতরে ভেঙে পড়ছে আর নিজের সবটা এই শহরকে রক্ষা করার
চেষ্টা করছে। এই ব্যাটম্যান অনেকটা ব্যাক্তিগত যাত্রা। এখানে ব্যাটম্যানের
চোখের অসহায়তা ব্রুসের চোখে নেমে আসে। তার চোখের চারিদিকের কালোরং সেই
শূণ্যতাকে আরো স্পষ্ট করে। এখানে আমরা বারবার বুঝি ব্রুস আর ব্যাটম্যান একজনই
মানুষ। তার ব্যাক্তিগত সংগ্রাম, তার গথামকে বাঁচানোর লড়াই বা গথামের অবস্থা
দেখে অসহায়বোধ করা মাস্কের আড়ালে ও মুখোশ ছাড়াও একইভাবে বর্তমান। I felt it
is more personal. দুবছরের ব্যাটম্যানের যাত্রায় নিজের ক্ষত লোকাতে অপটু
ব্রুসকে দেখা আমরা এখানে। 


The Batman Review, Cast & Story - Robert Pattinson, IMDb, Rotten Tomatoes

দি ব্যাটম্যান মুভি রিভিউ 

Greig Fraser এর অসাধারণ সিনেম্যাটোগ্রাফি imax 
এর অভিজ্ঞতায় যেন পালক যোগ করে। এখনও কানে বাজছে Michael Giacchino এর
মিউজিক। পার্শ্বচরিত্রে সকলের অভিনয় খুব ভালো লেগেছে। বিশেষ করে বলতে হয়
Oswald এর চরিত্রে Collin Farrell এর কথা। Cat Women এর চরিত্রে
Zoë Kravitz কে কিছু লেগেছে! তার আর ব্যাটম্যানের রসায়ন অনেক
স্বতঃস্ফূর্ত এখানে। আর তার নিজস্ব একটা character arc ও সুন্দর ফুটিয়ে তোলা
হয়েছে। এবার আসি, রবার্ট প্যাটিনসনের কথায়। দারুণ ও স্বতন্ত্র। তার ব্রুস
ব্যাক্তিগত। আর তার সেই যাত্রা বেশ ভালো ভাবে তুলে ধরেছেন প্যাটিনসন।
সর্বশেষে বলতে চাই, ম্যাট রিভসের ‘The Batman’ এর সাথে নোলানের ব্যাটম্যান
ট্রিলজির তুলনা অর্থহীন। যেহেতু আমাদের কাছে সেটা খুব কাছের তাই হয়তো আমাদের
অনেকের মনে তুলনা আসতে পারে। তবে অনুরোধ করব এটিকে সম্পূর্ণ নতুনভাবে দেখতে।
এটি সম্পূর্ণ আলাদা ও নতুন  approach. Please, watch it in a fresh mind,
I can guarantee, you’ll not feel bored for a single sec in this 2 hr 55 min
long movie.
Tags –
Movie,
Hollywood,
Review

Share This Article