Radhe Shyam Movie Review, Rating & Story | রাধে শ্যাম রিভিউ | Prabhas | Pooja Hegde

Bongconnection Original Published
4 Min Read

 Radhe Shyam Movie Review, Rating & Story | রাধে শ্যাম রিভিউ | Prabhas
| Pooja Hegde

Radhe Shyam Movie Review, Rating & Story | রাধে শ্যাম রিভিউ | Prabhas | Pooja Hegde
Loading...


Radhe Shyam Movie Review

Loading...
“কিসমত তুমহারি হাতে কি লাখিরিন না, তুমহারি করমো কা নাতিজা হ্যায়” (আপনার
ভাগ্য নিহিত আপনার কর্মের মধ্যে, আপনার হাতের তালুতে নয়), সত্যিই!!
বাহুবলী স্টার প্রভাসের কেরিয়ারে সবচেয়ে বিগ বাজেটের রোমান্টিক (Romantic Film) ছবি রাধে শ্যাম নিয়ে দর্শকদের উচ্ছাস গত কয়েক মাসে ছিলো চোখে পড়ার মতো ।
বারবার রিলিজ ডেট পিছিয়ে অবশেষে বড় পর্দায় মুক্তি পেয়েছে এই ছবিটি । 
এককথায় যদি কেউ উত্তর দিতে বলে ছবিটি কেমন ?
তাহলে কিন্তু উত্তর আসবে দেখার মতো নয় ।
500 কোটি টাকা বাজেটের একটা ছবি যে এতটা ডিসাপয়েন্ট করতে পারে, তা বোধহয় এর আগে
জানা ছিলোনা অনেকেরই । 
তবে শুধু যে খারাপ তা একদমই নয়, মন্দের ভালো ও কিছু আছে । আর তা হলো :

Radhe Shyam Movie Star Cast

Prabhas,
Pooja Hegde, Bhagyashree, Sachin Khedekar, Kunaal Roy Kapoor, Jagapathi Babu,
Priyadarshi Pulikonda

& others 
Rating – 6. 5/10
IMDb Rating –  7/10           
          

এটি ফ্যান্টাসি এবং ইতিবাচকতার স্পর্শ সহ একটি বিশুদ্ধ প্রেমের গল্প। কিছু খুব
সুন্দর রোমান্টিক মুহূর্ত আছে, এবং হাস্যরসের যথেষ্ট স্পর্শ আছে; অভিনয় এবং
পরিচালনা যদিও খুবই মাঝারি মানের ।  কিন্তু বিগ বাজেটের ছবি হিসেবে কিছু
সত্যিই ভাল ভিজ্যুয়াল আছে । যা দেখার সময় সত্যিই মন ভালো করে দেয় । বিশেষত
ট্রেনের কিছু দৃশ্য বা গানের কিছু ব্যাকগ্রাউন্ড সিন । 

Radhe Shyam Movie Review, Rating & Story | রাধে শ্যাম রিভিউ | Prabhas | Pooja Hegde

রাধে শ্যাম রিভিউ

প্রভাস পুরোপুরি অ্যাকশন হিরো ইমেজ থেকে বেরিয়ে এসে নিজেকে একজন রোমান্টিক
হিরো হিসেবে প্রেজেন্ট করার চেষ্টা করেছেন ।  তবে তাকে হিন্দিতে আরও বেশি
কথা বলতে হবে, যদি তিনি ডাবিং ছাড়াই তার ভবিষ্যতের ছবি মুক্তি করার পরিকল্পনা
করেন। তাছাড়া রোমান্টিক হিরো হিসেবে তার হাঁটাচলা কিংবা বডি ল্যাংগুয়েজ একদম
মানান সই নয়।
অথচ, দক্ষিণ ভারতের ই অন্য দুজন সুপারস্টার Mahesh Babu এবং
Allu Arjun
রোমান্টিক ছবিতে অনবদ্য অভিনয় করেন ।
প্রভাসের ক্ষেত্রে এই ছবিতে তার এক্সপ্রেশন কিন্তু একজন যোদ্ধার মতো । 
অন্যদিকে পূজা হেগরে নিজের গ্ল্যামারাস লুকের মাধ্যমে চেষ্টা করেছেন ছবিতে
নিজের ছাপ ফেলার । কিন্তু সামান্থা বা রাষ্মীকা যেভাবে নজর কেড়ে নেয়, সেটা
কোথাও একটা মিসিং । 
Radhe Shyam Movie Review, Rating & Story | রাধে শ্যাম রিভিউ | Prabhas | Pooja Hegde
মুভিটিতে ফ্যান্টাসি এবং দক্ষিণ ভারতীয় উচ্চতার নিজস্ব ছোঁয়া রয়েছে, তবে
নাটকীয়তা অনেক কম। আর ট্রেলর, গান এবং ছবির মধ্যে পার্থক্য রাখার
জন্য নিশ্চয়ই অনেক দৃশ্য কেটে ফেলা হয়েছে। স্পষ্টতই, নির্মাতারা বেশ
কিছু বিরক্তিকর ও অপ্রয়োজনীয় সিন কেটে সিনেমার লেন্থ কিছুটা কম করার চেষ্টা
করেছেন ।
আরেকটি বিষয়, 2টি গান আগে রিলিজের চেয়ে সম্পূর্ণ ভিন্ন অর্থে ব্যবহার করা
হয়েছে। সত্যিই আকর্ষণীয় মার্কেটিং কৌশল! 👏 আমি যে হিন্দি সংস্করণটি দেখেছি,
তাতে 1টি গান নেই… অরিজিৎ সিংয়ের (Arijit Singh) সবচেয়ে সুন্দর
গানগুলির মধ্যে একটি।
এটি ছিল এই বছরের একটি বহু প্রতীক্ষিত সিনেমা এবং এই Weekend এ  মুক্তির
জন্য অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। তবে, শেষ রক্ষা হলো কই ? দূর্বল
গল্পের কারণে মাঝপথে খেই হারিয়ে ফেললো রাধে শ্যাম ।
যারা ছবিটি হলে গিয়ে দেখার পরিকল্পনা করেছেন, একটু ওয়েট করুন OTT তে
দেখলে রাগ কম হবে । 😀
আরো পড়ুন,

Share This Article