সেরা নতুন প্রেমের কবিতা 2023 - Notun Premer Kobita - Bengali Romantic Poem

Bongconnection Original Published
0

 সেরা নতুন প্রেমের কবিতা 2023 - Notun Premer Kobita - Bengali Romantic Poem 


সেরা নতুন প্রেমের কবিতা 2023 - Notun Premer Kobita - Bengali Romantic Poem

নতুন প্রেমের কবিতা 2023


" প্রেমের কবিতা"
            - চৈতালি পাইন (বিন্দু) 

আমার জন্য লিখো প্রিয়
একটা প্রেমের কবিতা, 
সত্যি না হোক ক্ষতি নেই 
কাল্পনিকই তা হোক না। 
ভরা শ্রাবণে ভিজো তুমি 
হাতটা ধরে সাথে, 
উদাসী চোখ দুটো থাকবে 
যখন অপেক্ষায় তোমারই, 
সন্তর্পনে এসে তখন 
ধরো তুমি জড়িয়ে। 
প্রসাধনীতে সজ্জিত করবো 
যখন নিজেকে, 
সাজিয়ো তখন প্রিয় আমায়  
ভালোবাসার পাপড়িতে। 
সহ্য করো আমার যত 
পাগলামি আর ক্ষ্যাপামি, 
রাগ করলে জড়িয়ে ধরো 
তোমার বুকের মাঝখানে। 
আমার মনে আছে জমা 
এলোমেলো যত শব্দমালা 
তাদের নিয়ে লিখো না হয় 
একটা প্রেমের কবিতা। 
আমার নামে লেখো তুমি 
হাজার খানেক কবিতা 
কাল্পনিকই তা হোক না।

আধুনিক প্রেমের কবিতা


"তোমার চোখ"
          -  চৈতালি পাইন (বিন্দু) 

তোমার ওই গভীর চোখে 
তাকিও না আমার দিকে, 
ছন্দহারা হয়ে হারাবো যে আমি। 

কত অজানা কথা বলে 
তোমার ঐ মায়াবী চোখ, 
দিশেহারা হয়ে যাই আমি 
পাইনা খুঁজে কোনো তল। 

সীমাহীন দিগন্ত জুড়ে 
তোমার ওই চাহনি 
মনে জাগায় মধুর জালা। 

আকাশের বিশালতা 
সমুদ্রের গভীরতাকেও মানায় হার। 
কেনো এত আকর্ষণ ঐ দুচোখে ?

অনাগত ভবিষ্যৎ আমার 
লুকিয়ে আছে ওই দুটি 
চোখের মাঝে। 

তোমার চোখে লেখা আছে 
হাজার প্রেমের কবিতা 
আমার নামে, 
যুগ যুগান্তর ধরে পড়তে চাই আমি 
তোমার চোখে লেখা আছে 
যে কবিতা। 

তোমার ক্লান্তিহীন চাহনিতে 
কথারা করে আকুলি-বিকুলি, 
দিনভর বুকের মাঝে 
মনের আনাচে কানাচে, 
ভাষারা করে খেলা, 
শুধু দুচোখ বেয়ে ঝরে পড়ে 
ভালোবাসার ব্যাকুলতা। 

তোমার চাহনির কথোপকথনে 
শব্দ বিহীন আলিঙ্গনে 
কত শব্দের বাসর উঠে জেগে।


আরো পড়ুন,

।। একটি অ-প্রেমের কবিতা ।।
                  - ইফতেখার আহমেদ চৌধুরী
তুমি বললে -
একটা কবিতা শোনাও
আমি বললাম -
এক শব্দের কবিতা শুনেছো কখনো?
তুমি বললে - 
নাতো ... সেটা আবার ক্যামন?
আমি বললাম -
'ভালবাসি'
তুমি বললে -
ধ্যাত! এটা কি হোলো কোন কাব্য?
এটা ঠিক তোমারি মতো
কবিতার নামে যতসব অশ্রাব্য ! 
আমি বুঝে পেলাম না
কি বলবো আর কি ভাববো
তবুও করলাম মার্জনা শেষমেশ
কারণ বুঝেও না বোঝা
নারীর চিরায়ত বদ-অভ্যেস ।। 


প্রথম প্রেমের কবিতা


ঋণী থাকতে চাই 
       - লিপি বড়ুয়া 

কিছু ঋণের কাছে আমি সুখ খুঁজে পাই 
কিছু ঋণের কাছে আজন্ম ঋণী থাকতে চাই । 

এই যে তোমার চুপ থাকা নীরবতা 
এটাই আমার কাছে প্রেমের গভীরতা ।

তোমার মুখের মুচকি হাসিটা
আমার কাছে প্রেমের কবিতা ।

তোমার নীল রঙা বাহারি পাঞ্জাবিটা
আমার স্বপ্ন আঁকা চোখের চঞ্চলতা ।

তোমার চোখের আবেগমাখা দৃষ্টিটা
আমার আকুলতার আলোকছটা।

তোমার আনমনা হাঁটার ভঙ্গিটা
আমার হৃদয়ে কাঁপন তোলা ছন্দটা।

তোমার কপালে ছড়ানো ছিটানো অসীম আনন্দ 
আমার কাছে ফাগুনের পলাশরাঙা চিরবসন্ত ।

তোমার আবেগমাখা স্পর্শের অনুভূতি 
আমার কেবলই হারিয়ে যাওয়ার আকুতি ।

তোমার অকারণ আবদারের চাওয়া
আমার কাছে উদাস দক্ষিণ হাওয়া।

তোমার অনাগত আগামীর স্বপ্নিল কবিতা 
আমার কাছে অনন্ত  সুখের বারতা।।



আরো পড়ুন,

Post a Comment

0Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)
To Top