Basanta Utsav History 2024 – বসন্ত উৎসব কি ? বসন্ত উৎসব কিভাবে শুরু হলো বাংলায়

Bongconnection Original Published
3 Min Read

Basanta Utsav History In Bengali

বসন্ত উৎসব কি? কিভাবে এলো বসন্ত উত্সব বাংলায়? আসুন জানি কিছু তথ্য
বসন্ত উৎসব অর্থ :
  আজি দখিন – দুয়ার খোলা , এসো হে , এসো হে , এসো হে আমার বসন্ত এসো । দিব হৃদয়দোলায় দোলা , এসো হে , এসো হে , এসো হে আমার বসন্ত এসো ॥ প্রকৃতি যখন তার দখিন – দুয়ার খুলে দেয় , বইতে শুরু করে ফাগুন হাওয়া , মধুর অমৃত বাণী শোনা যায় কোকিলের কণ্ঠে , রঙের উচ্ছ্বাস জাগে অশোক – পলাশ শিমুলে , বেরিয়ে আসে শীতের খোলসে ঢুকে থাকা কৃষ্ণচূড়া , রাধাচূড়া , নাগলিঙ্গম , আর এসব ফুলে ফুলে ভ্রমর করে খেলা ; তখনই যেন প্রবল বিক্রমে আগমন ঘটে রাজাধিরাজের, ঋতুরাজ বসন্তের । পহেলা ফাল্গুন দিনটিতে আনুষ্ঠানিকভাবে মর্ত্যলোকে অভিষেক ঘটে ঋতুরাজের , আর তাকে স্বাগত জানাতে প্রকৃতি নেয় এক বর্ণিল সাজ । গাছে
গাছে জাগে নতুন পাতা , নতুন ফুলের সমারোহ । সবাই যেন মত্ত শীতের শুষ্কতাকে প্রাণপণে আড়াল করার চেষ্টায় । অবশ্য ফুল যদি না – ও ফোটে , বসন্তের আগমনধ্বনিকে কোনোভাবেই চাপা দেয়া যায় না । কারণ কবি যে বলেই দিয়েছেন , ‘ফুল ফুটুক আর না – ই ফুটুক আজ বসন্ত । ‘
আরো পড়ুন,
Basanta Utsav History - বসন্ত উৎসব কি ? বসন্ত উৎসব কিভাবে শুরু হলো বাংলায়
Loading...


Basanta utsav In Bengali 2024

Loading...
দোলযাত্রা বা হোলি বসন্ত উৎসবের একদম প্রাচীনতম রুপ প্রোথিত আছে দোলযাত্রার মাঝে । ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয় দোলযাত্রা । আর এর প্রাণকেন্দ্রে থাকেন রাধা – কৃষ্ণ । তাদেরকে দোলায় বসিয়ে পূজা করা হয় ।
উত্তর ভারতে যেটিকে বলা হয় হোলি , বাংলায় সেটিই পরিচিত দোল হিসেবে । ইতিহাস ঘেঁটে জানা যায় , ভারতবর্ষের পূর্বাঞ্চলের প্রাচীন আর্য জাতির হাত ধরে এই উৎসবের জন্ম । খ্রিস্টের জন্মেরও বেশ কয়েকশো বছর আগে থেকে উদযাপিত হয়ে আসছে এই উৎসবটি । আনুমানিক খ্রিস্টপূর্ব ৩০০ অব্দে পাথরের উপর খোদাই করা এক পাথরে
পাওয়া গেছে এই উৎসবের নমুনা । এছাড়া হিন্দুদের পবিত্র গ্রন্থ বেদ ও পুরাণেও রয়েছে এই উৎসবের উল্লেখ ।
ইতিহাস ঘেঁটে জানা যায় , ভারতবর্ষের পূর্বাঞ্চলের প্রাচীন আর্য জাতির হাত ধরে এই উৎসবের জন্ম । খ্রিস্টের জন্মেরও বেশ কয়েকশো বছর আগে থেকে উদযাপিত হয়ে আসছে এই উৎসবটি ।

Basanta Utsav Paragraph In Bengali

আনুমানিক খ্রিস্টপূর্ব ৩০০ অব্দে পাথরের উপর খোদাই করা এক পাথরে পাওয়া গেছে এই উৎসবের নমুনা । এছাড়া হিন্দুদের পবিত্র গ্রন্থ বেদ ও পুরাণেও রয়েছে এই উৎসবের উল্লেখ । এছাড়াও এই উৎসবের ফিরিস্তি রয়েছে আরো বহু জায়গায় । তৃতীয় – চতুর্থ শতকে বাৎস্যায়ন রচনা করেছিলেন তার জগদ্বিখ্যাত ‘ কামসূত্র ‘ । সেখানে
দেখা যায় দোলায় বসে নর – নারীর আমোদ – প্রমোদের বিবরণ । সপ্তম শতকের দিকে রাজা হর্ষবর্ধনের শাসনামলে সংস্কৃত ভাষায় লেখা হয়েছিল একটি প্রেমের নাটিকা , সেখানেও ছিল হোলির বর্ণনা । সপ্তম শতকে রচিত শ্রীকৃষ্ণের ‘ রত্নাবলী ‘ এবং অষ্ট….
আরো পড়ুন,

Share This Article