Ami Sei Meye Lyrics (আমি সেই মেয়ে) Jayati Chakraborty

Bongconnection Original Published
0

 Ami Sei Meye Lyrics (আমি সেই মেয়ে) Jayati Chakraborty

Ami Sei Meye Lyrics (আমি সেই মেয়ে) Jayati Chakraborty

Ami Sei Meye Lyrics by Jayati Chakraborty

Ami Sei Meye Lyrics by Jayati Chakraborty is a new Bengali song. Music composed by Parag Baran. 

Ami Sei Meye Lyrics In Bengali

মনে করো আমি সবার অচেনা 
কোনো এক সেই মেয়ে,
যার চোখে আজ সূর্য নেমেছে 
বিদ্যুৎ হতে চেয়ে। 
মনে করো আমি সেই মেয়েটাই আজ 
সকালের খোলা জানলায় দেখো 
রেখেছি গন্ধ গাছ। 
আমি সেই মেয়ে, সেই মেয়ে 
আমি সেই মেয়ে, সেই মেয়ে।।

ধরো আমি সেই ডানপিটে মেয়েটাই  
টেরাকোটা রং শরীরে জড়াই 
আগুন মাখবে তাই,
অচেনা যে কোনো অজ-পাড়াগাঁয়ে 
কাদা মাখা ধুলো মাটি,
সেখানেই আমি তোমার জন্য
পেতেছি শীতলপাটি। 
আমি সেই মেয়ে, সেই মেয়ে 
আমি সেই মেয়ে, সেই মেয়ে।।

আমি সেই মেয়ে কাস্তে ধরেছি 
ভরা আউশের মাঠে, 
সেই মেয়েটার চোখ জ্বলে তবু 
মৌন মিছিলে হাঁটে। 
মনে করো যার বুকের মধ্যে 
ইচ্ছেমতির বাস,
আমি সেই মেয়ে সূর্যের সাথে 
আজন্ম সহবাস,
আমি সেই মেয়ে সূর্যের সাথে 
আজন্ম সহবাস। 
আমি সেই মেয়ে, সেই মেয়ে 
আমি সেই মেয়ে, সেই মেয়ে।

মনে করো আমি সবার অচেনা 
কোনো এক সেই মেয়ে,
যার চোখে আজ সূর্য নেমেছে 
বিদ্যুৎ হতে চেয়ে। 
মনে করো আমি সেই মেয়েটাই আজ 
সকালের খোলা জানলায় দেখো 
রেখেছি গন্ধ গাছ। 
আমি সেই মেয়ে, সেই মেয়ে 
আমি সেই মেয়ে, সেই মেয়ে।।

আমি সেই মেয়ে লিরিক্স : জয়তি চক্রবর্তী 



Post a Comment

0Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)
To Top