Abar Bochhor Koori Pore Movie Review – আবার বছর কুড়ি পরে বন্ধুত্বের পুনর্মিলন

Bongconnection Original Published
3 Min Read

 Abar Bochhor Koori Pore Movie Review – আবার বছর কুড়ি পরে বন্ধুত্বের
পুনর্মিলন 

Abar Bochhor Koori Pore Movie Review - আবার বছর কুড়ি পরে বন্ধুত্বের পুনর্মিলন
Loading...

Abar Bochhor Koori Pore Review

Loading...
কুড়িটা বছর পিছিয়ে গিয়ে স্কুলজীবনের সেই স্মৃতি হৃদয়ের কোণে এক মধুময় ভালোলাগার
ছোঁয়া রেখে যায়….
স্কুলের সেইসব দিনগুলো যেখানে পড়াশুনোর পাশাপাশি কত কী যে স্মৃতি বন্ধু,
প্রতিযোগিতা, ভালোলাগা, সাফল্য, ব্যর্থতা……..সবকিছুই যেন বিশ বছর পর
হাতছানি দিয়ে ডাকে….

জীবনের  ডায়েরির পাতা উল্টে আজ সেইসব দিনগুলোকে আমরা সকলেই কিছু না কিছু
অংশে মিস করি…..

জীবন সংগ্রামের ইতিবৃত্তে কেও সফল…আবার কেওবা আংশিক
সফল…সংসার,চাকরি,ব্যবসা,পরিবার ও জীবনের জানা-অজানা কাহিনী নিয়ে সকলে
শশব্যস্ত ….পুরোনো স্মৃতি, পুরোনো বন্ধু, পুরোনো মানুষ দেখলে সত্যিই
সেইসব  ফেলে আসা দিনের কথা মনে পরে যায়, যা শত চাইলেও কোনদিনও ফিরে আসবে
না…ফিরে পাওয়া যাবে না….এইসব হৃদয় ব্যাকুল স্মৃতির অভিব্যক্তি মনকে ও
হৃদয়কে দোদুল্যমান করলেও, তার সুদূরপ্রসারী প্রভাব মনকে ভীষণভাবে ব্যথিত করে
তোলে….


সেইসব ফেলে আসা অতীতের কিছু অক্সিজেন আমরা সকলে পেতে চাই কোনো না কোনো
ভাবে….হোক না সে  মরীচিকা…

Abar Bochhor Koori Pore Movie Star Cast

Star Cast :- 
Abir Chatterjee,
Rudranil Ghosh, Arpita Pal,
Tanushree Chakraborty, Tanika Basu, Arya Dasgupta

& others.
Rating – 7.5/10 
ছবিটার সেই ভাবে কোনো বড়ো আকারের প্রমোশন নেই।হয়তো অনেকেই জানেওনা যে শহরে
এমন একটা ছবি মুক্তি পেয়েছে।
কিছু কিছু ছবি থাকে , যেগুলো আজীবন থেকে যায় আমাদের সঙ্গে।এই ছবিটাও তেমনি
একটা ছবি।
স্কুল , স্কুলের বন্ধু , ফেলে আসা মুহূর্ত , ফেলে আসা প্রেম , বন্ধুত্বের
গন্ধে ভরপুর একটা ভালো ছবি।
অনেকদিন পর কোনো বাংলা ছবিতে দেখলাম , মিউজিকের ভীষণ ভালো ব্যবহার।পুরোনো
দিনের ছবিতে যেমন সবকটা গান ভালো থাকতো , এ ছবিতেও তাই।গানের জন্যেই ছবিটা
দেখে ফেলা যায়।আমার মতো “রূপম” পাগল মানুষের জন্যে “আলোর শহর” গানটা বিরাট
বড়ো একটা উপরি পাওনা।
যে গল্পগুলো আমরা অনেকেই বয়ে নিয়ে বেড়াই , বা বেড়াতে ভালোবাসি বলা ভালো , এ
ছবি সেই গল্পগুলোর একটা কোলাজ। স্কুলের টিফিনবক্সের রুটির গন্ধ , মনখারাপ ,
হাসি-মজা সমস্তটাই সুন্দর করে ধরে রাখা আছে ছবিটা।মনে থেকে যাওয়ার মতো বেশ
কিছু সংলাপ আছে।
মন-খারাপ , মন-ভালো করা , মিষ্টি একটা ছবি , যেটা ছেলেবেলা তে ফিরিয়ে নিয়ে
যাবে বারবার। 

আবার বছর কুড়ি পরে মুভি রিভিউ 

Abar Bochhor Koori Pore Movie Review - আবার বছর কুড়ি পরে বন্ধুত্বের পুনর্মিলন
একটাই অনুরোধ , ওটিটি তে কবে আসবে তার জন্যে অপেক্ষা না করে , থিয়েটারে গিয়ে
ছবিটা দেখুন।

আবার বছর কুড়ি পরে সিনেমা দেখে অশ্রুসজল চোখে আমাদের নিজেদের জীবনের সফল-বিফল
ছাত্রজীবনের ছেলেবেলাকে মানসচক্ষে পর্যবেক্ষন করলাম….
✉⌛☎💾💿🚲🏩🚕✈🚍
চারদেয়ালে বন্দি আমরা সবাই 
চারকোনার ওই কোলাজ ফ্রেমে 
চলো ফিরে যাই,
মুহূর্তরা এগোচ্ছিল শুধু সময় নাবিক 
পেছনে হাঁটে,
সঙ্গে ফেলে আসা জাহাজের খোঁজ। 
আজ এই গান কি শুনবি না?
আর একবারও গাইবি না ? 
বন্ধু, তুই যে আমার চেনা। 
পিছু টানলেও কি ফিরবি না ?
ডাইরির পাতা যে গোনা,
বন্ধু, তুই যে বড্ড চেনা।।
Tags –
Bengali Movie,
Abir Chatterjee,
Rudranil Ghosh, Abar Bochhor Koori Pore

Share This Article