A Thursday Movie Review, Story Explained, Rating

Bongconnection Original Published
3 Min Read

A Thursday Movie Review, Story Explained, Rating 

A Thursday Movie Review, Story Explained, Rating
Loading...

A Thursday Movie Review

Loading...
যদিও এই মুভির সঙ্গে A Wednesday র কোনো সম্পর্ক নেই, স্পিরিচুয়াল
সিক্যুয়েল হিসেবে মার্কেটিং ও করা হয়নি, তবে দুটোর মধ্যে সাদৃশ্য স্পষ্ট। কাল
দেখলাম, তো বলি কেমন লাগলো:
যা যা ভালো লেগেছে:

লিড পারফরম্যান্স: ইয়ামি গৌতম আক্ষরিক অর্থে নিজেকে রেইনভেন্ট করলেন। এই
সিনেমাটা না আসলে জানতেই পারতাম না উনি এত দারুন কাজ করতে পারেন। একার কাঁধে
সিনেমাটা টেনে নিয়ে গেছেন। শুধু ওনার জন্যই A Thursday একবার দেখাই যায়।

A Thursday Movie Star Cast

Yami Gautam, Neha Dhupia,
Atul Kulkarni, Dimple Kapadia, Maya Sarao

& others.
IMDb Rating – 7.5/10
স্টেটমেন্ট: সিনেমাটি বর্তমান সমাজের প্রেক্ষিতে একটি গুরুত্বপূর্ণ বক্তব্য
তুলে ধরে। আর আমার ধারণা নিতান্ত ক্রিমিনাল মাইন্ডেড লোকজন ছাড়া এই বক্তব্যটি
সবাই সাপোর্ট করেন। সঙ্গে সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল মিডিয়ার বিরক্তিকর দিক
গুলো এখানে দেখানো হয়েছে।


অতুল কুলকার্নি: পার্শ্বচরিত্রে আছেন, উনি বেশ ভালো কাজ করেছেন। A Wednesday তে
যেমন অনুপম খের ছিলেন negotiator, এখানে সেটা অতুল কুলকার্নি। ওনার জন্য ও
সিনেমাটা watchable হয়।
কিছু থ্রিলিং মোমেন্ট: কয়েকটা এজ অফ দা সিট মুহূর্ত আছে, মূলত ইয়ামি গৌতমের
দৌলতে। তো থ্রিলার সিনেমায় এরম এলিমেন্টস দরকার, আর সেটা কিছু ক্ষেত্রে
রয়েছে।

আ থার্স ডে মুভি রিভিউ 

যা যা ভালো লাগেনি:
নেহা ধুপিয়া: খুবই দূর্বল অভিনয়। এনার থেকে হাজার গুণ ভালো অভিনেত্রী
রয়েছেন, তাও এনাকে কেনো নেওয়া হলো জানি না।
খেই হারানো চিত্রনাট্য: A Wednesday তে একটা বেশ ছোট স্কেলে জমজমাট চিত্রনাট্য
ছিল। এখানে প্রধান মন্ত্রী, পুলিশ, কমান্ডো এসব এনে অনেক কিছু বলতে গিয়ে আসল
কাহিনী থেকে সিনেমাটি ফোকাস হারিয়ে ফ্যালে।
রহস্যময়তার অভাব: আবারও A Wednesday র রেফারেন্স দিচ্ছি। ওখানে নাসিরউদ্দিন
শাহ্ এর চরিত্র নিয়ে আমরা কিছু জানতাম না, কি করছে, কেনো করছে আর যখন তার কাজ
টা সে করে তখন একটা দুর্দান্ত হতবাক করে দেওয়া মুহূর্ত সৃষ্টি হয়। এখানে
শুরুতেই বোঝা যায় নয়না (ইয়ামি গৌতম) মেয়েটি খুব ভালো একজন মানুষ। তাই এটাও
বোঝা যায় যে নিশ্চই তার উপর কোনো অন্যায় হয়েছে। তার চরিত্রকে ভয়ংকর দেখানোর
জন্য একটা ঘটনা দেখানো হয়, তবে আমার ধারণা সেই ঘটনাটি যে সত্যি সত্যি ঘটেনি এ
বিষয় সব দর্শকই নিশ্চিত হবেন। এই সব কারণে সিনেমায় intrigue টা হারিয়ে গেছে।
সব মিলিয়ে A Thursday একটা ভালো প্রচেষ্টা কিন্তু একটা স্ট্রং স্ক্রিনপ্লে র
অভাবে সিনেমাটা নিজের ফুল পোটেনশিয়াল এ পৌঁছতে পারেনা। ফিল্মমেকার দের এটা
বোঝা দরকার যে আপনার মেসেজ মানুষের কাছে তখনই ঠিকমতো পৌঁছবে যখন আপনার সিনেমাটি
মানুষের মনে জায়গা করে নেবে। তাই আশা করবো A Thursday র মত স্টেটমেন্ট মেকিং
সিনেমাগুলো ভবিষ্যতে এ Thursday র চেয়ে A Wednesday র স্ট্যান্ডার্ডের
কাছাকাছি থাকার চেষ্টা করবে। ২ ঘণ্টার সিনেমা,
Hotstar
এ আছে, একবার দেখতেই পারেন।

Share This Article