Satyameva Jayate 2 Review, IMDB Rating – John Abraham, Divya Khosla Movie

Bongconnection Original Published
8 Min Read


 Satyameva Jayate 2 Review, IMDB Rating – John Abraham, Divya Khosla
Movie

Satyameva Jayate 2 Review, IMDB Rating - John Abraham, Divya Khosla Movie
Loading...

Satyameva Jayate 2 Movie Review

Loading...
এই মার্ভেল যাহ! এই ডিসি যাহ! এটা সুপারহিরো মুভি ছাড়া অন্য কিছু হতে পারে
নাআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআ….
ভাই আমি আমার চোখ কান কিছু বিশ্বাস করতে পারছিনা! এটা মাস মুভি! এটা ৭০-৮০ র
বলিউডের ট্রিবিউট! অ্যাপ্রুভ না হওয়ার ভয় না থাকলে মার্জিত ভাষায় লিখতাম না
এই রিভিউ। স্পয়লার ছাড়া এ ছবির সঠিক ব্যাখ্যা করা যাবেনা, তাই আসুন কিছু
স্পয়লার সহ এই মাস্টারপিস টাকে পিস পিস করে কাটি:


হে ভগবান দৃশ্য ১: সিনেমার শুরুতেই যমজ জন আব্রাহামের এক ভাই যে হোম মিনিস্টার
(সত্য বলরাম আজাদ যে পরে ভিজিল্যান্ট হয়) সে অ্যান্টি করাপশন বিল আনে
বিধানসভায়। মাত্র ৪-৫ জন ছাড়া কেউ সমর্থন করেনা, তাই রিজেক্ট হয়ে যায়। এরপর
সত্য উঠে একটি কবিতা বলেন, যারা যারা বিলের বিরুদ্ধে ভোট দিয়েছিলেন, আচমকা
তারা প্রায় প্রত্যেকে তালি বাজাতে শুরু করেন! এরপর বাইরে অপসিশন পার্টি
মেম্বার বিদ্যাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেন যে সত্যের বিরুদ্ধে ভোট দেওয়ার
সিদ্ধান্ত নেয়া কতটা কঠিন ছিল, উত্তরে তিনি পাল্টা জিজ্ঞেস করেন একটা ১০ আর
একটা ১০০ টাকার নোট দেখলে কোনটা তুলবেন… সাংবাদিক বলেন ১০০। বিদ্যা বললেন আমি
দুটোই তুলবো, তাই নেত্রী হিসেবে বিলের বিরুদ্ধে ছিলাম, বাট স্ত্রী হিসেবে তালি
বাজিয়েছি! ভাই!!! এই কথা টা প্রশ্ন বা ঘটনার সঙ্গে কীভাবে সম্পর্কিত! মানে ও
যে সত্যর স্ত্রী সেটা বোঝাতে একটা ফালতু সংলাপ ঢোকালেই হয়ে গেলো!
হে ভগবান দৃশ্য ২: বিদ্যা আবার CM এর মেয়ে ও বটে! বিদ্যা কেনো সত্যর পার্টিতে
নেই তার পেছনে যুক্তি হল সে বাবার ছায়াতে থাকতে চায়না! তা শুধু ছায়া থেকে
বেরোতে, বাবা ও স্বামীর দলের বদলে করাপ্টেড প্রতিপক্ষ দলে যোগ দিতে হয়! এ কেমন
এম্পাওয়ারমেন্ট ভাই!

Satyameva Jayate 2 Review

হে ভগবান দৃশ্য ৩: মন্দিরের সিঁড়িতে একটি মেয়ে হোঁচট খেয়ে পরে যায়। তার মা
তাকে হাসপাতাল নিয়ে যায়, কিন্তু সেখানে ডাক্তার দের ধর্মঘট চলছে। ১০০০ অনুরোধ
সত্বেও ডাক্তারদের শয়তান নেতা ট্রিটমেন্ট হতে দেয় না। মেয়েটি মারা যায়। তার
মা প্রচন্ড রাগে ডাক্তারকে হুমকি দেয় যে তার ও এরম অসহায় ভাবে মৃত্যু হবে।
সবই ঠিক আছে, বাট হুমকি দিল ছন্দ মিলিয়ে! লেখকের চিন্তা ভাবনার উচ্চতা টা
ভাবুন একবার!

Satyameva Jayate 2 Review, IMDB Rating - John Abraham, Divya Khosla Movie
হে ভগবান দৃশ্য ৪: সত্য ভিজিলান্ট হিসেবে প্রথম খুন করে। CM মহাশয়
পুলিশ জন আব্রাহামের (জয় বলরাম আজাদ) কথা তোলেন, বেশ ছন্দ মিলিয়ে! এবার জয়ের
এন্ট্রি! এক বিশাল ভীড়ের সামনে কিছু গুন্ডা একটি মেয়েকে ধর্ষণে উদ্যত হয়,
কেউ কিছু বলেনা! জয় আসে, গুন্ডার কলার চেপে আবার ছন্দ মিলিয়ে কথা বলে! মারপিট
শুরু হয়। কিন্তু মাঝে কোথা থেকে যেন জাতীয় সঙ্গীত বেজে ওঠে! জয় চুপচাপ
দাঁড়িয়ে যায়! গুন্ডারা লাঠি বেঞ্চ অস্ত্র সব নিয়ে এই সুযোগে মারতে থাকে,
জয়ের কিচ্ছুটি হয়না। গান শেষ হতেই আবার জয় ফর্মে ফেরে। একহাতে চলমান বাইক
থামিয়ে, যাত্রী সহ বাইক মাথার উপর তুলে ছুঁড়ে ফেলে দেয়! তারপর শেষে আবার
গুন্ডা টাকে ছন্দ মিলিয়ে কথা বলে ভয় দেখিয়ে চলে যায়।

সত্যমেব জয়তে ২ রিভিউ 

হে ভগবান দৃশ্য ৫: বিষাক্ত খাবার খেয়ে মসজিদে বাচ্চারা অসুস্থ হয়ে পরে।
হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার ও ভুয়ো, তারা মারা যায়। এই বিষাক্ত খাবার ও
অক্সিজেনের জন্য দায়ী দুই মন্ত্রী রাতে গাড়ি করে যাচ্ছেন। সত্য আসে, খালি
হাতে গাড়ির বনেট উপড়ে ফেলে, সেখানেই না থেমে গাড়ির ব্যাটারী ও উপড়ে ফেলে
দেয়! ভাই তোর হাতে গরম লাগেনা!!! বলেছিলাম না, সুপারহিরো! মিলছে তো!
হে ভগবান দৃশ্য ৬: একটি ব্রিজ ভেঙে পরে। শয়তান কন্ট্রাক্টর বাজে মাল দিয়েছে!
তাই সেই সত্যের পরবর্তী টার্গেট। কিন্তু তার আবার ছেলের বিয়ে, তার নিরাপত্তার
ভার জয়ের উপর। এবার সত্য আর বিদ্যা ও আমন্ত্রিত। জয় ACP, তাঁর উপর সুরক্ষার
ভার, সত্য হোম মিনিস্টার, বিদ্যা প্রতিপক্ষ দলের বড় নেত্রী, প্রত্যেকে সেন্টার
স্টেজ দখল করে একজন ব্যবসায়ীর বাড়ির অনুষ্ঠানে একসাথে নাচতে শুরু করলেন! ভাবা
যায়!!!
হে ভগবান দৃশ্য ৭: এটা সর্বকালের সেরা দৃশ্য! এরম কিছু আমি না জীবনে দেখেছি, না
আবার দেখবো বলে মনে হয়! বাবা জন আব্রাহামের (দাদাসাব) স্ত্রী একটি দুর্ঘটনার
সম্মুখীন হয়ে হাসপাতালে ভর্তি। তো তিনি নিজেই নিজের স্ত্রী কে সরাসরি এক হাত
থেকে রক্ত দিচ্ছেন। এমতাবস্থায় হাসপাতালে গুন্ডারা তলোয়ার নিয়ে আক্রমণ করে।
উনি হুঙ্কার দিয়ে ওঠেন, একজন গুন্ডা তাতেই ছিটকে যায়! বাকিরা আক্রমণ করতে
তলোয়ার হাতে এগিয়ে আসে, দাদা সাব এক হাতে রক্ত দিতে দিতেই অন্য হাতে
গুন্ডাদের পিটিয়ে শেষ করে দ্যান! নিজেও মারা যান। এই ঘটনার দিন থেকে ওনার
স্ত্রী কোমায় চলে যান। সত্য আর জয় তখন কিশোর।

Satyameva Jayate 2 Cast

Isha Talwar
Nora Fatehi

IMDb Rating – 6.4 /10
হে ভগবান দৃশ্য ৮: বিদ্যা এক জায়গায় ভাষণ দিচ্ছেন। এমন সময় জনগণের মধ্যে
থেকে একটি মেয়ে বেরিয়ে আসে এবং সর্বসমক্ষে জানায় তার ধর্ষণ হয়েছে এবং খুব
প্রভাবশালী পরিবারের ছেলেরা এতে জড়িত এবং একজন বড় পোস্টের পুলিশ অফিসার তাদের
হয়ে কাজ করে। এই বলে সে নিজের সারা গায় কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়।
বিদ্যা ছুটে আসতে আসতে দেরী হয়ে যায়। ভীড়ের মধ্যে থেকে একজনও মেয়েটিকে
আটকানোর চেষ্টা করেনি! যাই হোক, এবার সেই শয়তান পুলিশ লোক দেখানো অ্যারেস্ট
করে অপরাধীদের ধরে নিয়ে যায় গাড়িতে। সেদিন আবার দুর্গা পুজোর দিন! যে
রাস্তায় ওদের ধরে নিয়ে যাচ্ছে বিদ্যা আর তার কম বাবাও সেই রাস্তায় নাচ গান
করে পুজো দিচ্ছেন! দুই জন আব্রাহাম গাড়ির উপর ঝাঁপিয়ে সবার সামনে ৩ গুন্ডা আর
শয়তান পুলিশ কে মেরে ফেললো! ওনাদের সবাই চেনে, মুখে মাস্ক নেই, তাও তাদের
বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়না! ওদিকে সত্য আর জয়ের মা হাসপাতালে কোমায়
আছেন বলেছিলাম না? উনি হঠাৎ করে জ্ঞান ফিরে পান। সে পেতেই পারেন, কিন্তু
এতদিনের রোগীকে কি বাড়ির লোক ছাড়া ডিসচার্জ করা যায়? উনি শুধু হাসপাতাল
ছাড়লেন তাই না, সুন্দর শাড়ি পরে, সাজগোজ করে হাঁটতে হাঁটতে এই পুজোর জায়গায়
এসে উপনীত হলেন! এও সম্ভব!
হে ভগবান দৃশ্য ৯: এই ক্যাপ্টেন আমেরিকা, দেখে যা রে দেখে যা। তোর তো
হেলিকপ্টার আটকাতে সুপার সোলজার সিরাম লাগে, একটা সাপোর্ট লাগে। আমাদের জন
আব্রাহামের কিস্যু লাগেনা। দুই ভাই মিলে কোনো সাপোর্ট ছাড়াই হাত দিয়ে টেনে
উড়ন্ত হেলিকপ্টার মাটিতে বসিয়ে দিল! একে বলে ক্ষমতা, বুঝলি!
দেখুন, মিলাপ জাভেরির সিনেমা থেকে বিশেষ কিছু আশা করা যায়না। কিন্তু এত জঘন্য!
এত বাজে স্ক্রিনপ্লে, সংলাপ, এত নিম্নমানের অভিনয়! তখনকার সিনেমার গান গুলো
দেখ ভাই! এই সিনেমা নাকি পরিচালক প্রকাশ মেহরা (Zanzeer, Hera Pheri, Muqaddar Ka Sikandar
etc.) কে ট্রিবিউট! ভাই! মাস ফিল্ম মানে কি যা খুশি তাই করা! কে জানে বাবা,
কমেন্ট সেকশনে হয়তো দেখবো এটাকে ও কিছু লোক ডিফেন্ড করবে! এসে বলবে মাস মুভি,
এত লজিক দেখবেন না! মাস দর্শকের IQ টা ঠিক কি ধরে এই মাস মুভিটি বানানো হয়েছে
সেটা জানবার ইচ্ছে প্রকাশ করে আপাতত বিদায় নিলাম!
Also read,

Share This Article