Robindronath Ekhane Kawkhono Khete Aashenni Web Series Review – Bongconnection, Hoichoi

Bongconnection Original Published
3 Min Read


 Robindronath Ekhane Kawkhono Khete Aashenni Web Series Review –
Bongconnection, Hoichoi

Robindronath Ekhane Kawkhono Khete Aashenni Web Series Review - Bongconnection, Hoichoi
Loading...

Robindronath Ekhane Kawkhono Khete Aashenni Web Series Review In
Bengali

Loading...


লিখেছেন – অরিত্র সেন 
তো অনেকের নেগেটিভ রিভিউ দেখে দোনোমনা করছিলাম তারপর ভাবলাম ধুস্সালা দেখেই
নি..কিন্তু দেখে দুটো জিনিস ফিল করলাম
১. যা রটে তার কিছুটা তো ঘটে
২. ডাল ভাত আর খিচুড়ি এক নয়- বাঙালীর বাজে স্বভাব কোনোদিন যাবে না

“দিছে ভাতের হোটেল নাম রাখছে রবি ঠাকুর!!—রহমান মিঞার মতো বহু দর্শকের এটাই
প্রশ্ন এবং তাঁর উত্তরও রয়েছে আতরের কাছে “আহা রবি ঠাকুর না,রবীন্দনাথ এইহানে
কুনোদিন খাইতে আসেন নাই” কিন্তু কেনো আসেননি? কিন্তু কেনো আসেননি সেটা না
মুখার্জী দেখিয়েছে আর না মানুষ বই পড়ে জানতে চাইছে!!

তো আমার ৫০-৫০ লেগেছে সেটাই বলবো,তবে হ্যাঁ হয়তো অনেকের সাথে দ্বিমত হবো তবে
সিরিজটা অবশ্যই বই পড়ে তারপর দেখুন নয়তো কিছু জিনিস অড টাইপ লাগবে
তো চলো শুরু করি..
প্লাস পয়েন্টই হোক
১. জয়তী চক্রবর্ত্তী ও ওস্তাদ রশিদ খানের গান সত্যি আলাদা মাত্রা দেয়
২. সুন্দরপুরের রহস্যময়তা এবং গা ছমছমে পরিবেশ ছাড়াও আন্দিজের যে ঘটনা বরফের
মধ্যে সারভাইভাল মাংস কাটা বা খুনের চেষ্টাটাকে যথেষ্ট বেটার দেখানো হয়েছে বেশ
ভালো লেগেছে

৩.কাস্টিং এ বাঁধন প্রপার,রাহুল বোস (Rahul Bose) দুই অনির্বাণ(Anirban Bhattacharya) যথেষ্ট চেষ্টা করেছেন,স্পেশালি অনির্বাণ চক্রবর্ত্তীকে অন্যভাবে
দেখলাম,অঞ্জন দত্তও বেশ ভালো

৪. বাঁধন সত্যি প্রপার,অন্তত আমার সিডাকটিভ লাগেনি,কারণ হয় লোকজন বেশী
এক্সপেক্ট করছে অথবা আমার ফুলশয্যা গাধার…..যাগ্গে ছাড়ুন…অনবরত স্মোকি
ভয়েসে রবীন্দ্রসঙ্গীত গাওয়ার আড়ালে তাঁর মানসিক বিকৃতি,ঠাকুর অবসেশনটা ধরলে
গল্পের ফ্লেভারটা পাবেন


Rabindranath Ekhane Kokhono Khete Asseni Web Series Review

Robindronath Ekhane Kawkhono Khete Aashenni Web Series Review - Bongconnection, Hoichoi
এবার মাইনাস পয়েন্ট
১.গানগুলো অবসেশনকে সিগ্নিফাই করলেও ক্যামন লবঙ্গ টাইপ লাগছে
২.আতর আলীতে চঞ্চল চৌধুরী আরো বেশী মানাতো এবং রাহুল আসল পরিচয়ের আগে তাঁকে আরো
একটু মিশুকে এক্সপেক্ট করাই যায়…
Also read, 

Robindronath Ekhane Kawkhono Khete Aashenni Web Series Download &
Watch Online


৩.আরো একটু ডিটেলিং দরকার ছিলো যেমন হোটেলের রহস্যময়তা,মুশকানের গোল্ডেন
ড্রিঙ্ক,স্যুপ অফ লাইফ,রহমানের গুড়ের চা,এগুলো পাইনি বা সানমুন হোটেলের নীচতলা
একটু বেশীই ক্লিন লেগেছে,এছাড়া দর্শকদের মনে প্রশ্ন জাগে যে ফালুর কাছে খবর আসে
কীভাবে সৃজিত এখানেও মিস করেছেন,বই এর “তাঁরা(আতর-নিরুপম/নুরে)খেয়াল করেনি যে
গাছের আড়াল থেকে দুটি চোখ সর্বদাই তাঁদের দেখছে” লাইনটিকে বোধহয় বেশী আমল দেননি
তাই এই বিপত্তি তাছাড়া শেফালী/সাফিনা যে রাতকানা বা বরফে জ্ঞান ফেরার সিকোয়েন্স
টা প্রশ্নের উদ্রেক করে
৪. ক্যামিওটার দরকার ছিলোনা আর করলে আরো ডিটেলিং এ মুশকানের অবসেশনের কারণ টা
দেখানো যেতো(কারণ বলবোনা বইপত্র পড়ুন)
মোটামুটি এইটুকুই মনে হলো আবারো গল্প পড়ে তারপর দেখুন..তারপরও ভালো না লাগলেও
কিছু ভালো গান পাবেন আর বাঁধন তো আছেই..আরামসে দেখুন.
ধন্যবাদ…
Also read, 
Tags –
Web Series,
Movie,
Hoichoi

Share This Article