Robindronath Ekhane Kawkhono Khete Aashenni Web Series Download & Watch Online - Filmyzilla, Hoichoi, Filmywap
বাঙালির কাছে রহস্য বা Thriller গল্প,
Movie, Web Series বরাবরই প্রিয় । এইজন্যই হয়তো Byomkesh, Feluda কিংবা Kiriti Roy
এতটা জনপ্রিয় প্রতিটা বাঙালির কাছে । আর এই জন্যই প্রতিটি বই, সিনেমা এতটা হিট।
সম্প্রতি
Hoichoi
বাংলার সবথেকে বড় OTT প্ল্যাটফর্ম রিলিজ করেছে তাদের নতুন সিরিজ 'Rabindranath
Ekhane Kokhono Khete Asenni' ।
Srijit Mukherjee
পরিচালনায় এই সিরিজটা বেশ কয়েকমাস আগেই ঘোষণা করেছিল
Hoichoi
।
মূলত Bangladesh এর বিখ্যাত লেখক Muhammad Nazim Uddin
বেস্ট সেলার নোভেল 'রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি থেকেই এই সিরিজটি তৈরি
হয়েছে ।
একে, বেস্ট সেলার নোভেল, দুইয়ে জনপ্রিয় ও দুর্দান্ত সব অভিনেতা । সব মিলিয়ে
দর্শকদের এই সিরিজটিকে নিয়ে প্রত্যাশার পারদ বেশ তুঙ্গে ।
ইতিমধ্যেই এই সিরিজকে নিয়ে বিভিন্ন বিশেষজ্ঞরা তাদের মতামত দিয়েছেন । Trailer
রিলিজ হওয়ার পরে আরো অনেক বেশি প্রত্যাশার পারদ চড়েছে ।
Robindronath Ekhane Kawkhono Khete Aashenni Web Series Download Free
Cast :
Anirban Bhattacharya,
Rahul Bose, Anirban Chakraborty, Azmeri Haque Badhon, Anjan Dutt
& others.
Director -
Srijit Mukherjee
রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি ওয়েব সিরিজ ডাউনলোড
Story :
ছবির মতো সুন্দর এক মফস্বল শহর সুন্দরপুর। "রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেন নি"- এই অদ্ভুত নামের এক রেস্টুরেন্টই মূলত সকলের কাছে সুন্দরপুরকে বিশেষ করে
তুলেছে। রবীন্দ্রনাথের মালিক, "মুশকান জুবেরি" নামক একজন অতি রহস্যময়ী
নারী।
রবীন্দ্রনাথে কেউ একবার খেলে, কোনো এক অদৃশ্য টানে তাকে বারবার ফিরে আসতে হয়
এখানে। এখানকার ঘোর লাগানো খাবারের স্বাদ উপেক্ষা করার ক্ষমতা যেন কারোরই নেই।
বলার অপেক্ষা রাখে না, ভদ্রমহিলা নিজেই রবীন্দ্রনাথের প্রধান রাঁধুনী। তবে
রন্ধনশিল্পের কোন পর্যায়ের চর্চা এখানে করা হয়, তা রহস্যই বটে।
Robindronath Ekhane Kawkhono Khete Aashenni Web Series Watch Online Free
মুশকান জুবেরি সুন্দরপুরের স্থায়ী বাসিন্দা নন। এমনকি তার সত্যিকারের পরিচয় কি,
তাও জানেনা কেউ। তিনি নিজেকে আভিজাত্যে ঘেরা এক রহস্যের জালে এমনভাবে আবৃত করে
রেখেছেন যে, কেউ সে রহস্যের জাল ভেদ করার সাহসটুকু পর্যন্ত করে না। আবার, কিছু
অতি কৌতুহলী মানুষ, তাকে ঘিরে রাখা অদৃশ্য সুরক্ষিত বলয়টাকে স্পর্শ করতে গিয়েই
নিজেদের মনে এই ধারণার জন্ম দিতে বাধ্য হয় যে, তার ভেতর অতিমানবীয় ক্ষমতা
আছে।
এদিকে একদল মানুষ মুশকানকে ডাইনী বলে আখ্যায়িত করলেও, এলাকার প্রভাবশালী নেতা
এবং পুলিশের কর্মকর্তারা তাকে বেশ তোয়াজ করেই চলে। কারণ, সুন্দরপুরের মতো একটা
জায়গায়, জমিদার বাড়িতে, একা থাকা এক অতি সুন্দরী, চিত্ত হরণকারী নারী, যার
হাতের রান্নার আবার জাদুকরী স্বাদ, কয়জনই বা এমন একজনের সান্নিধ্য লাভের সুযোগ
হাতছাড়া করতে চাইবে?
Rabindranath Ekhane Khokhono Khete Asenni Download
এরই মধ্যে সুন্দরপুরে আগমন হয়, নুরে ছফা নামের এক আগন্তুকের, যিনি প্রথমদিকে
নিজেকে পত্রিকার সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে রবীন্দ্রনাথ ও তার মালিকের
সম্পর্কে প্রাথমিক তথ্য সংগ্রহ করতে থাকেন। কিন্তু, কাহিনী সামনের দিকে
গড়াতেই বেড়িয়ে আসে নুরে ছফার আসল পরিচয় এবং তার সুন্দরপুরে আসার অবিশ্বাস্য
কারণ। মুশকান জুবেরির আঁচলের আড়ালে লুকিয়ে থাকতে চাওয়া স্থানীয় নেতা এবং
পুলিশের কর্মকর্তারা এক পর্যায়ে বাধ্য হয় নুরে ছফার অনুগত হতে।
ভূত- প্রেত নয় বরং, আস্তে আস্তে উন্মুক্ত হতে থাকে ভয়ঙ্কর সব তথ্য।
কিন্তু, রহস্য উন্মোচনের সর্বশেষ পরিণতি কি সত্যিই সুখকর কিছু হবে?
কি সেই সব রহস্য ? মুশকান জুবেরী সত্যি কি শুধু একজন হোটেল মালিক ? নাকি তার
সাথে জুড়ে রয়েছে বড় কোন রহস্যের জাল ? নূরে ছফা কি পারবে মুশকান জুবেরীর আসল
তথ্য সকলের সামনে আনতে ?
জানতে হলে আপনাকে দেখতেই হবে পুরো সিরিজটি। ....
Watch & Download this Series - Click Here
সিরিজটি রিলিজ হওয়ার পর থেকেই বিভিন্ন পাইরেটেড ওয়েবসাইট বেআইনি ভাবে তাদের
সাইটে এই সিজটি আপলোড করেছেন যেমন (
Filmyzilla, Filmywap, Skymovieshd, Filmymeet, Tamilrockers, Coolmoviez,
Jalshamoviez, Mp4moviez, Filmyhit)....
আমরা বারংবার আমাদের দর্শক ও পাঠকদের জানাই, আপনারা সকল প্রকার বেইমানি
ওয়েবসাইট থেকে দূরে থাকুন। যেকোন ওয়েব সিরিজ, মুভি দেখুন অরিজিনাল ও
অথেন্টিক ওয়েবসাইট, App থেকে।