Lionel Messi Quits Barcelona – বার্সেলোনা ছাড়লেন মেসি – Messi Leaving Barca

Bongconnection Original Published
3 Min Read


Lionel Messi Quits Barcelona – বার্সেলোনা ছাড়লেন মেসি – Messi Leaving
Barca

Lionel Messi Quits Barcelona - বার্সেলোনা ছাড়লেন মেসি - Messi Leaving Barca
Loading...


Lionel Messi Quits Barcelona

Loading...
Barcelona র যেনো একটা যুগের অবসান হলো, বিদায় নিলেন সময়ের অন্যতম শ্রেষ্ঠ
খেলোয়াড় Lionel Messi
কি অবাক হচ্ছেন ? ভাবছেন হয়তো ভুল পড়ছেন ?
একদম ই তা নয় । অবশেষে শেষ হলো ১৭ বছরের সম্পর্ক ।
 Spannis club Barcelona র পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, মেসির
সঙ্গে তাদের আর নতুন চুক্তি সম্ভব নয় ।
যার ফলে আগামী মরশুমে আর বার্সেলোনার হয়ে খেলতে দেখা যাবে না লিওনেল মেসিকে ।
দেখতে পাওয়া যাবেনা স্প্যানিশ ক্লাবের হয়ে দুরন্ত সেইসব গোল ।
অনেকটা যেন প্রেমিক প্রেমিকার মতোই বিচ্ছেদ হলো ।


Lionel Messi Leaving FC Barca


Lionel Messi Quits Barcelona - বার্সেলোনা ছাড়লেন মেসি - Messi Leaving Barca
বৃহস্পতিবার ক্লাবের বৈঠকে হাজির ছিলেন মেসি । দীর্ঘ কয়েক ঘন্টার বৈঠকে র পরও
সুরাহা হয়নি সমস্যার । তারপরেই ক্লাবের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, আর
বার্সেলোনার হয়ে খেলেছেন না মেসি ।
মুহূর্তেই এই খবর ছড়িয়ে পড়ে চারিদিকে । বিশ্বজুড়ে অগণিত মেসি প্রেমীরা শুরু করে
সোশ্যাল মিডিয়ায় পোস্ট ।
অনেকে আবার Barcelona কেই এই ঘটনার জন্য দায়ী করেছেন ।
গত বছরের শেষ দিক থেকেই মেসির সঙ্গে ক্লাবের সমস্যার সূত্রপাত হয় । ধীরে ধীরে তা
তলানিতে ঠেকে ।
 তার বেশ কিছুদিন পর থেকেই মেসি ক্লাব ছাড়ার কথা বিভিন্ন মাধ্যমে বলেছেন ।
কিন্তু বাস্তবে যে তা সম্ভব তা কখনোই ভেবে ওঠেননি মেসির বড় বড় ভক্তরাও ।

Messi Leaves Barcelona

Lionel Messi Quits Barcelona - বার্সেলোনা ছাড়লেন মেসি - Messi Leaving Barca

Where Is Messi Going

ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, বার্সেলোনা ও মেসি দুই পক্ষই এক
সমঝোতায় এসেছিলেন । কিন্তু স্প্যানিশ লীগের নিয়ম অনুযায়ী কিছু আর্থিক বিধি নিষেধ
থাকার ফলে তা আর সম্ভব হয়নি ।
আর সেই কারণেই মেসির আর Barcelona তে থাকা সম্ভব হচ্ছে না । দুই পক্ষই এই
জন্য দুঃখ প্রকাশ করেছেন । ক্লাবের সাফল্যের জন্য মেসিকে আন্তরিক ধন্যবাদ
জানিয়েছেন বার্সেলোনা । সেই সাথে ব্যাক্তিগত ও পেশাদারি জীবনের জন্য অনেক শুভ
কামনাও করেছে ক্লাবের কর্তৃপক্ষ ।
সে ঘটনা যাই হোক, দীর্ঘ ১৭ বছর ধরে যেসব মেসি প্রেমী ভক্ত বার্সেলোনা কে সাপোর্ট
করেছেন তাদের দুঃখের অন্ত নেই । সময়ের অন্যতম শ্রেষ্ঠ ফুটবলার লিওনেল মেসি এখন
পরবর্তী কি সিদ্ধান্ত নেন, সেই দিকেই তাকিয়ে আছে আপামর ফুটবল বিশ্ব । 
Tags –
Football,
Messi, Barcelona

Share This Article