Binisutoy Bengali Movie Review – Ritwick Chakraborty – Jaya Ahsan

Bongconnection Original Published
3 Min Read


Binisutoy Bengali Movie Review – Ritwick Chakraborty – Jaya Ahsan

Binisutoy Bengali Movie Review - Ritwick Chakraborty - Jaya Ahsan
Loading...

কলমে – সুদীপ রায় 
(Editor in chief)
Bongconnection Network

Binisutoy Bengali Movie Review

Loading...


ভালোবাসার ছন্দ গুলো একেক জনের কাছে একেক রকম হয়ে।কবিতার খাতা , প্রেম পত্র ,
ছোটবেলায় বাবার কিনে দেওয়া গানের ক্যাসেট , মায়ের গল্পের বই , বা ভোরে মাঠের
ধারের একেকটা শিউলির কমলা’টা যেমন একেক রঙে রঙিন ঠিক তেমনি।সম্পর্কের গল্প
গুলোর মধ্যে কোথায় যেনো একটা টান থাকে।যে টানটা টানটান হয়ে আসে , শেষ বিকেলে
ফিকে হয়ে আসা আলোয় ঠোঁটে ঠোঁটে কিংবা বাবার জল রঙের জানলার পাশে বসলে…
Rating – 9.2 /10
মাঝে মাঝে আকাশের প্যালেট ফিকে হয়ে আসে , আর আমরা হাঁপাতে হাঁপাতে একটা অপরিচিত
গলিতে ঢুকে পড়ি , যে গলিটার সামনে দাঁড়িয়ে অচেনা কাউকে বাড়ি ফিরতে দেখলে ,
ভালোবাসার কোনো কারণ না থাকলেও , মনের ভেতর ঘরে কেউ যেনো নতুন চাদর পেতে
দেয়।বাড়ি ফিরতে ভালো লাগে।একা ফিরলেও, একা ফেরা হয়না।


অতনু দা’র (Atanu Ghosh) ছবি আমার বরাবরই ভীষণ প্রিয়।অতনু দা ওই অচেনা গলিটার ঠিকানা জানে , বারবার
গিয়ে দাঁড় করিয়ে দেয় একটা কুয়াশা ঢাকা ঘরে , খুব যত্ন করে নতুন চাদর পেতে দেয় ,
কেউ আসবে বলে।অতনু দা সিনেমা দিয়ে বৃষ্টি নামাতে পারে।
কলকাতা শহরে থেকে থাকলে “বিনিসুতোয়” মিস করবেন না।আমরা তো বরাবরই পালাতে
ভালোবাসি।আবার রোজ সকালের ভিড়ে মিশে যাই খুব সহজেই…কিন্তু আমরা তো পালিয়ে
বেড়াই…অন্তরার কাছে , একটু আশ্রয়ের জন্যে।


Binisutoy Movie Review

Binisutoy Bengali Movie Review - Ritwick Chakraborty - Jaya Ahsan
ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty), জয়া আহসান (Jaya Ahsan) অভিনয় নিয়ে আলাদা করে কিছু বলার নেই।দুজনেই নিখুঁত।বাকি অভিনেতা অভিনেত্রী
রাও তাদের চরিত্রে ভীষণ ভালো , কিন্তু ঋত্বিক চক্রবর্তী কে যত দেখি , তত মনেহয়
, একটা মানুষ কতবার খুন করবে অভিনয় দিয়ে?

বিনিসুতোয় মুভি রিভিউ 

অতনু ঘোষের ছবিতে গল্পের সঙ্গে , আবহ বা গানও মনে রাখার মতো থাকে , রূপঙ্কর দার
গান তো এমনিই খুব ভালোবাসার একটা জায়গা , সেটা যখন অতনু দার ছবিতে আসে ,
ওইখানেই দর্শকের মৃত্যু হয় বারবার।
ছবিতে ক্যামেরার কাজও এতো নিখুঁত , যে কাজল কিংবা শ্রাবনীর চোখ দিয়ে যেনো আমরা
মনকেমনের আকাশ দেখতে পাই।যে কথা গুলো বলা যায়না , বা যে আকাশে উড়তে পারা যায়না
, সেখানেই উড়ে যেতে হয় , বারবার।
নন্দনটা যদি বাড়ির কাছে হতো না , আমি রোজ একবার করে দুপুর বেলা গিয়ে বসে পরতাম
এই সিনেমাটা দেখতে।তাও এ সপ্তাহে আরেকবার যাওয়ার ইচ্ছে আছে।
প্লিস , ছবিটা হলে গিয়ে দেখুন।এটা বড়ো পর্দায় দেখার মতন ছবি।আপনারা ভালো ছবি
গুলো বড়ো পর্দায় গিয়ে না দেখলে ভালো গল্প গুলো তো আর শোনা হবেনা…
“বিনিসুতোয়” র পুরো টিম কে অনেক ভালোবাসা এমন একটা ছবির জন্য।❤️
Also read, 
Bell Bottom Full Movie Download & Watch Online

Share This Article