Murder In The Hills Web Series Review – Hoichoi, Anjan Dutt, Arjun Chakraborty

Bongconnection Original Published
4 Min Read


 Murder In The Hills Web Series Review – Hoichoi, Anjan Dutt, Arjun
Chakraborty

Murder In The Hills Web Series Review - Hoichoi, Anjan Dutt, Arjun Chakraborty
Loading...

Murder In The Hills Web Series Review

Loading...


ভাবুন তো, কোন একজন ব্যক্তি তার জন্মদিনে বেশ কিছু বন্ধুদের আমন্ত্রণ করে বললেন
আজ তাদের একে একে সকলের খুন হবে ! কিন্তু ঘটনাচক্রে খুন হয়ে গেলেন নিজেই ।
ব্যাপারটা কেমন হয় ? খুব আজগুবি মনে হচ্ছে কি ?
সে যতই আজগুবি মনে হোক না কেন, সম্প্রতি বাংলার সবথেকে বড় OTT Platform
Hoichoi
রিলিজ করেছে তাদের নতুন ওয়েব সিরিজ ‘Murder In The Hills’ ।
Anjan Dutt
এর পরিচালনায় এই সিরিজটি কতটা জনপ্রিয় হবে তা তো দর্শক বলবে । 
কিন্তু একজন সিনেমা প্রেমী কিংবা ওয়েব সিরিজ প্রেমী হিসেবে এই সিরিজকে বেশ ভালো
বলতেই হচ্ছে ।
প্রথমত, দার্জিলিং আর শৈল শহরের মেঘ – কুয়াশার অপরূপ সৌন্দর্য দেখতে বেশ ভালো
লাগে । 
Anjan Dutt তার বেশিরভাগ কাজে দার্জিলিং শহরকে শো কেস করানোর চেষ্টা করেন ।
এবারেও তার ত্রুটি হয়নি। বরং পুরো সিরিজ জুড়ে গল্প আবর্তিত হয়েছে পাহাড়ের ওপরেই ।

Murder In The Hills Hoichoi Web Series Review

Murder In The Hills Web Series Review - Hoichoi, Anjan Dutt, Arjun Chakraborty
Sandipta Sen, Aninditaa Bose তাদের ভালো অভিনয় দিয়ে প্রমান করেছেন
টলিউডের বড় নামের ভিড়েও তারা ভালো ও বেশ নিপুণ অভিনেত্রী । তাছাড়া
Arjun Chakraborty
এই সিরিজের একটি বড় পাওনা ।
Love Aaj kal
দেখার পর যারা ভেবেছিলেন অর্জুনের কেরিয়ার শেষ । তাদের কিন্তু এবারে বেশ ভালো
লাগবে ।
সাংবাদিকতার আড়ালে বেশ একটা গোয়েন্দা গোয়েন্দা গন্ধ পাবেন তার চরিত্র অর্থাৎ
অমিতাভ র মধ্যে । 

Sourav বরাবরের মতোই অভিনয় করেছেন । যারা
Hoichoi
তে
Charitraheen
দেখেছেন তারা জানেন সৌরভ বেশ ভালো অভিনেতা ।
তবে এই সিরিজের বাড়তি পাওনা কিন্তু Rajdeep Gupta

মার্ডার ইন দি হিলস ওয়েব সিরিজ রিভিউ 

Murder In The Hills Web Series Review - Hoichoi, Anjan Dutt, Arjun Chakraborty
Japani Toy কিংবা
Mismatch
এর মতো Web Series দিয়ে কেরিয়ারের শুরু হলেও এই সিরিজে পুলিশের ভূমিকায় তার অভিনয়
অনেকেরই নজর কারবে ।
Background music বলতে দার্জিলিং এর নেপালি গান ‘Yeh Darjeeling Hain Hamro Dost‘  বেশ ভালো লাগে শুনতে ।
ক্যামেরা ডিপার্টমেন্ট বেশ ভালো করেছে । তবে কিছু কিছু দৃশ্যে আর একটু কালার
কারেকশন হলে ভালো লাগতো ।
Amazon Prime video
তাদের নতুন এক সিরিজে North East India কে এত সুন্দর করে প্রেজেন্ট করেছে
। সেটা বাংলায় এবার হোক আশা করবো ।
Rating – 5.5 / 10
Story
এবারে আসি সিরিজের মূল গল্পে –
গল্পের শুরু হয় এককালের বিখ্যাত অভিনেতা Tony Roy কে নিয়ে । একসময় যিনি
Satyajit Roy
থেকে শুরু করে Hollywood এর নামকরা পরিচালকদের সঙ্গে কাজ করছেন । কিন্তু
বর্তমানে তিনি দার্জিলিং এ তার পৈতৃক বাড়িতে থাকা শুরু করেছেন । বিখ্যাত অভিনেতা
হওয়ার সুবাদে দার্জিলিং এর সকল মানুষের কাছে তিনি প্রিয় পাত্র ।
নিজের 66 তম জন্মদিনে তিনি তার বাড়িতে আমন্ত্রণ জানান দার্জিলিং এর DSP, স্থানীয়
স্কুল টিচার, প্রেমিকা Dr. Pradhan, প্রাক্তন জাতীয় দলের ফুটবলার
Bob Das সকলকেই । ঘটনাক্রমে সেই পার্টিতে এসে উপস্থিত হন কলকাতার
রিপোর্টার অমিতাভ । 
নিজের জন্মদিনের পার্টিতে মজা করতে করতে সকলকে খুনের কথা বলেন Tony Roy কিন্তু
ঘটনাক্রমে মৃত্যু হয় তার নিজের ই । যদিও পোস্ট মর্টেম এ হার্ট Attack  বলে
উল্লেখ করা হয় এবং সবাই সেটা স্বাভাবিক ভাবেই মেনে নেন।
কিন্তু অমিতাভর কাছে বিষয়টি সহজ মনে হয়না । তার ধারণা এটা খুন ?
সে কি পারবে তার এই ধারণ কে সত্যি প্রমান করবে ?
নাকি সবটাই নিছক ধারণা ই ?
কেনই বা Tony নিজের জন্মদিনে সকলকে খুন করার কথা বললেন ? তিনি যদি খুন ই হন তাহলে
কে করেছে এই খুন ?
কারো ব্যাক্তিগত শত্রুতা ? নাকি রয়েছে অতীতের কোন ঘটনার যোগাযোগ ?
আরে, সব উত্তর কি এখানেই খুঁজছেন নাকি ? 
যান, গিয়ে সিরিজটি দেখুন Hoichoi থেকে

Share This Article