লকডাউনের জামাই ষষ্ঠী - Lockdown Er Jamai Sasthi - Bangla Golpo

Bongconnection Original Published
0

 লকডাউনের জামাই ষষ্ঠী - Lockdown Er Jamai Sasthi  - Bangla Golpo


লকডাউনের জামাই ষষ্ঠী - Lockdown Er Jamai Sasthi - Bangla Golpo

জামাই ষষ্ঠী


বিল্টু দা: ওগো শুনছো কাল তো জামাই ষষ্ঠী ।

বৌদি: হ্যা তো কি হয়েছে, সকাল-সকাল তুমি আমি বাবুকে নিয়ে বেরিয়ে পড়বো

বিল্টু দা: কিন্তু যাবো কি করে? কাল থেকে তো আবার লকডাউন!!🙃

বৌদি: ও তুমি চিন্তা করো না... সকালে বেরিয়ে বাজার করে শপিংমলে ঢুকে কিছু কেনাকাটা করে তারপর শরীর খারাপের বাহানা দিয়ে ট্যাক্সি করে বিন্দাস চলে যাব বাপের বাড়ি।😉

বিল্টু দা: জিও বস। এই না হলো আমার বউ 🌝❤️



রাত পোহালেই জামাই ষষ্ঠী । আর এই বছর নতুন জামাইয়ের সংখ্যা নেহাৎ কম নয় । লকডাউনে চুপিসারে কায়দামতো অনেকেই শুভ কাজটি সেরে ফেলেছেন । সে আলাদা কথা আমাদের কাউকেই নেমন্তন্ন করেনি । এই নিয়ে আবার অনেকের মনে খারাপের অন্ত নেই । পাড়ার সিসিটিভি কাকিমার ও অনেক দুঃখ, তিনি বিয়েতে যেতে পারেননি । আসলে নেমন্তন্ন ই পাননি । নতুন জামাইরা আবার লকডাউনের সুবাদে বাড়িতেই দীর্ঘ হানিমুন কাটানোর পর ষষ্ঠীতে শ্বশুর বাড়ি যাবার জন্য হয়তো মুখিয়ে আছেন । আর নতুন বৌমা সে তো সেই যে বিয়ে করে এলো আর যেতেই পারছিল না । সে এবার বাপের বাড়ি যাবে, শ্বাশুড়ির নামে দু চার কথা মাকে বলতে পারবে এই ভেবে তার ও খুশির অন্ত নেই । দুঃখ একমাত্র বাড়িতে থাকা ছোট ননদের । তার তো এখনো বিয়ে হয়নি। তাই বর ও নেই । নেই জামাই ষষ্ঠীর বালাই । আর দাদার শ্বশুর বাড়ি তাও আবার ষষ্ঠীতে দাদা বৌদির সাথে পেছন পেছন গেলে বিষয়টা ভালো দেখায় না ।
তাই তার আবার খুব মন খারাপ ।
কিন্তু সবচেয়ে খুশি করোনা নামক এক ভাইরাস, যে আবার কোভিড - 19 নামে পরিচিত ।
এই যে জামাইরা সেজেগুজে শশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে, রাস্তায় বেশ কয়েকবার মাস্ক খুলবে । একে গরম দুয়ে নতুন শশুর বাড়ীতে নিজেকে সলমন খান কিংবা রণবীর কাপুর প্রমান করবার এক চরম প্রচেষ্টা । এতেই বেজায় খুশি করোনা । বৌদি আবার বাপের বাড়ি যাবার অতি আনন্দে মাস্ক আর সানিটাইজার দুটোই হয়তো ভুলে যাবে । 
আর আপনি ? দেশের খুব সচেতন নাগরিক হওয়ার সুবাদে 
রাস্তায় থালা বাজিয়ে বলবেন - 'গো করোনা গো' ।

লেখাটি মজার ছলে লেখা কেউ গায়ে মেখে নেবেন না ।
শুভ হোক সকলের জামাই ষষ্ঠী, বং কানেকশনের শুভ কামনা রইলো । তবে পারলে এবছর ভার্চুয়াল ষষ্ঠী করুন । আপনি, বৌদি, শ্বশুর, শাশুড়ি সকলেই তাতে সেফ 😊 । 


আরো পড়ুন, সুন্দর প্রেমের গল্প

Tags - Bangla Golpo, Jamai Sasthi, Bengali Story 

Post a Comment

0Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)
To Top