জামাই ষষ্ঠী কবিতা 2023 – Jamai Sasthi Kobita

Bongconnection Original Published
1 Min Read


জামাই ষষ্ঠী কবিতা 2023 – Jamai Sasthi Kobita 

জামাই ষষ্ঠী কবিতা 2023 - Jamai Sasthi Kobita
Loading...

জামাই ষষ্ঠী নিয়ে কবিতা 2023

জামাই ষষ্ঠী 
আম কাঁঠালের গন্ধে ভরে
এল আবার জষ্ঠি
বাবাজীবন দিন গোনেন
কবে জামাই ষষ্ঠী
কবে যাবেন শশুর বাড়ি
ঝুলিয়ে দইমিষ্টি
শশুরবাড়ির ভোজের স্বপ্নে
প্রানে ভরে তুষ্টি
কিপটে তো নয় মোটেই তেনার
শশুরবাড়ির গুষ্ঠি
খাওয়ার পাতে রাখেন তারা
উদার চোখে দৃষ্টি
তার সাথে উপরি পাওয়া
শালীর ফস্টিনষ্টি
শালার সাথেও গল্প জমে
নিয়ে ফুটবলের হিস্ট্রি
ধুতি পরে তৈরি জামাই
হঠাৎ একি অনাসৃষ্টি
যাবার বেলায় নামল তেড়ে
ঝমঝমিয়ে বৃষ্টি ।।

জামাই ষষ্ঠী বাংলা কবিতা

Loading...



আজিকে জামাই ষষ্ঠী 
          – লক্ষণ ভান্ডারী 
আজিকে জামাই-ষষ্ঠী পূণ্য শুভদিনে,
জামাইকে দিতে হয় নব বস্ত্র কিনে।
জামাই ষষ্ঠীর দিন ভারি ধূম পড়ে,
হাসিখুশি বাক্যালাপ সারাদিন ধরে।
সামাজিক প্রথা এই জানি ভালমতে,
এ নিয়ম আসে চলে যুগ যুগ হতে।
আনন্দের স্রোত বয় প্রতি ঘরে ঘরে,
আয়োজন করে কত জামাতার তরে।
বেগুন পটল ভাজা, ঝোল ইলিশের,
আলুভাজা উচ্ছেভাজা, চাটনি আমের।
যত্ন সহকারে কত হয়েছে রন্ধন,
ইলিশের মাথা দিয়ে সুস্বাদু ব্যঞ্জন।
চিনিপাতা দই আর সাথে রাজভোগ,
খিলিপান তার সাথে করা হয় যোগ।
আজিকে জামাই-ষষ্ঠী পূণ্য শুভক্ষণ,
কবিতা লিখেন কবি শ্রীমান লক্ষ্মণ।

Share This Article