Tui Asbi Kobe Bol Lyrics (তুই আসবি কবে বল) Mekhla Dasgupta

Bongconnection Original Published
0

 Tui Asbi Kobe Bol Lyrics (তুই আসবি কবে বল) Mekhla Dasgupta 

Tui Asbi Kobe Bol Lyrics (তুই আসবি কবে বল) Mekhla Dasgupta


Tui Asbi Kobe Bol is new Bengali song. This song is sung by Mekhla Dasgupta & music composed by Indraadip Dasgupta.

Tui Asbi Kobe Bol Lyrics In Bengali 


পড়ছে মনে, চোখের কোণে
ব্যথার সোনা জল
হাওয়ারই ঝোঁকে, ঝরা পালকে
বানভাসি অঞ্চল

তুই আসবি কবে
আসবি কবে বল
তুই আসবি কবে
আসবি কবে বল

স্বরলিপি ভাঙলো কে
অভিসারী দুই চোখে
কতটুকু পাই তোকে,
তুই বল

বালুচরী দিন জোটে
সারা গায়ে ফুল ফোটে
কেন ভাষা নেই ঠোঁটে
তুই বল

একটি কথা, সন্ধি পাতায়
কান্না টলমল
এক লহমার, এই তো আমার
মন খারাপের ছল

তুই আসবি কবে
আসবি কবে বল
তুই আসবি কবে
আসবি কবে বল

আর কতটা সময় বল
পেরিয়ে তোকে ছুঁই
দখিন বারান্দায়
শুকিয়ে এলো জুঁই (×২)

বিকেল রঙের, রোদ ধরেছে
আসবি বলে তুই
বিকেল রঙের, রোদ ধরেছে
আসবি বলে তুই

নীলচে খামে, রাত্রি নামে
হৃদয়ে সকাল
খুঁজছি তোকে, সন্ধ্যাতারায়
খুঁজছি কতকাল

তুই আসবি কবে
আসবি কবে বল
তুই আসবি কবে
আসবি কবে বল

তুই আসবি কবে বল লিরিক্স 




Post a Comment

0Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)
To Top