Premer Kobita - ভালোবাসতে জানতে হয় - প্রেমের কবিতা - Love Poem Bengali
ভালো রাখতে হলে ভালোবাসতে জানতে হয়,
ব্যস্ততার মাঝে সময় করে,
সপ্তাহে ছুটির দিনটা রিক্সায় করে ঘুরতে হয়,
অফিস ফেরত পথে, অপেক্ষায় বসে থাকা মানুষটির জন্য এক গুচ্ছ গোলাপ ফুল আনতে হয়,
নির্ঘুম রাতে,হাতটা শক্ত করে ধরে
চায়ের কাপে সঙ্গ দিতে হয়,
বৃষ্টি ভেজা বিকেলগুলোতে দু একটা কবিতা
তার নামে উৎর্সগ করতে হয়।
অভিমানের কথোপকথন শেষ হলে
মলিন হাসি দিয়ে তার নিশ্চুপ মাথাটা
শান্ত কাধে আশ্রয় দিতে হয়,
চোখের পানিগুলো ঝরে যাবার আগে,
শান্ত্বনার হাতটা মাথায় রেখে বুঝাতে হয়।
সর্ম্পকের হালকা সুতো গুলো শক্ত বাঁধনে বাধতে হয়।
ঠোঁটে রোজ হাসি নিয়ে,পাশের মানুষটিকে বিশ্বাস করতে হয়,
বিশ্বাসের প্রতিটি স্থানে ভালো রাখতে হয়,
আর ভালো রাখতে হলে ভালোবাসতে জানতে হয়।