Pohela Boishakh Wishes, SMS, Greetings, Status In Bengali 2023 – পহেলা বৈশাখের শুভেচ্ছাবার্তা ছবি মেসেজ ১৪৩০

Bongconnection Original Published
8 Min Read


Pohela Boishakh Wishes, SMS, Greetings, Status In Bengali 2023 – পহেলা বৈশাখের শুভেচ্ছাবার্তা ছবি মেসেজ ১৪৩০

Pohela Boishakh Wishes, SMS, Greetings, Status In Bengali 2023 - পহেলা বৈশাখের শুভেচ্ছাবার্তা ছবি মেসেজ ১৪৩০
Loading...

Pohela Boishakh 2023 Wish In Bangla

আজ পহেলা বৈশাখ । বাংলা নতুন বছর ১৪৩০ এর প্রথম দিন । পুরোনো বছরের সকল
দুঃখ, গ্লানি, যন্ত্রণাকে ভুলে নতুনকে সাদরে আহ্বান করার সময় । আপনিও নিশ্চই নতুন
বছরের আনন্দে মেতে উঠেছেন ? 
কিন্তু প্রিয়জন আর বন্ধুদের ও তো শুভেচছা পাঠাতে হবে । তাই না ?
আপনার জন্যই আমরা তৈরি করেছি সেরা কিছু বাংলা নববর্ষ ও পহেলা বৈশাখ এর
SMS,
Status, Wishes

যা আপনি অনায়াসেই আপনার প্রিয়জনকে পাঠাতে পারেন । 


Poila Baisakh 2023 Wishes

Loading...
পুরানো সব স্মৃতি করে ফেল ইতি, পুরানো সব কষ্ট করে ফেল নষ্ট, পুরানো সব বেদনা আর
মনে রেখোনা, পুরোনের হয়েছে মরণ নতুন করে কর বরণ, সব কিছু মুছে ফেল মন থেকে, তাকাও
নব সুর্যের দিকে। সূর্যটা হাসে, তোমায় ভালবাসে। তাই তোমাকে আমি জানাই নতুন বছরের
শুভেচ্ছা। —–শুভ নববর্ষ—- 

দিন যদি চলে যায় দিগন্তের শেষে রাত যদি চলে যায় তারার দেশে ভেব না বন্ধু আমি
থাকব তোমাদের পাশে। !! শুভ নববর্ষ !! 
Pohela Boishakh Wishes, SMS, Greetings, Status In Bengali 2023 - পহেলা বৈশাখের শুভেচ্ছাবার্তা ছবি মেসেজ ১৪৩০
পানতা ইলিশ আর ভরতা বাজি বাঙ্গালীর প্রাণ.. নতুন বছর সবাই গাইবো বৈশাখের গান..
এসো হে বৈশাখ এসো এসো.. — শুভ নভবর্ষ — 
নিশি অবশান প্রায় ঐ পুরাতন বর্ষ হয় গত আমি আজি ধূলিতলে জীর্ন জীবন করিলাম নত |
বন্ধু হও শত্রু হও যেখানে যে রত খমা কর আজিকের মত পুরাতন বষড় সাথে পুরাতন অপরাধ
যত হর্দম হৈ হৈ, বৈ এল ঐ, কলার পাতায় ইলিশ পান্তা | ঈসান কোনে মেঘের বার্তা | শুভ
নববর্ষ। ..
বাউল গানের স্যন্ধা তালে নতুন বছর এসেছে ঘুরে, উদাসী হাওয়ার সুরে সুরে রংগা মাটির
পথটি জুড়ে । ……………….. শুভ নববর্ষ…. 
একটু আলো, একটু আধার বাতাসগুলো নদীর বুকে দিচ্ছে সাতার কিছু দুঃখ, কিছু সুখ
সবচেয়ে সুন্দর এই বাংলার মুখ! বাংলা বর্ষ ১৪২৯ এর পদার্পনে এস শানিত হই নবপ্রাণে
নিশি অবশান প্রায় ঐ পুরাতন বর্ষ হয় গত আমি আজি ধূলিতলে জীর্ন জীবন করিলাম নত |
বন্ধু হও শত্রু হও যেখানে যে রত খমা কর আজিকের মত পুরাতন বষড় সাথে পুরাতন অপরাধ
যত হর্দম হৈ হৈ, বৈ এল ঐ, কলার পাতায় ইলিশ পান্তা | ঈসান কোনে মেঘের বার্তা |
শুভ নববর্ষ

পহেলা বৈশাখ ছবি ১৪৩০

Pohela Boishakh Wishes, SMS, Greetings, Status In Bengali 2022 - পহেলা বৈশাখের শুভেচ্ছাবার্তাPohela Boishakh Wishes, SMS, Greetings, Status In Bengali 2023 - পহেলা বৈশাখের শুভেচ্ছাবার্তা ছবি মেসেজ ১৪৩০ছবি মেসেজ
পাখির ডানায় লিখে দিলাম নববর্ষের নাম বন্ধু তোমরা উড়ে দেখো পাবে সুখের ঘ্রান l
পুরোনো সব কষ্ট করে ফেলো নষ্ট! নতুন বছরের নতুন যাত্রা হয় যেনো সুখ আর
বিনুদুনময়! এই কামনায় তোমাদের জানাই শুভ_নববর্ষ


পহেলা বৈশাখের শুভেচ্ছা

দিনগুলি যেমনই হোক, ঠিকই যায় কেটে। তবুও বল কি লাভ, পুরনো স্মৃতি ঘেটে। এ বছর
পূর্ন হোক, তোমার সকল আশা। নববর্ষের এটাই আমার প্রত্যাশা। শুভ নববর্ষ- ১৪৩০


ইচ্ছে গুলো উড়ে বেরাক পাখনা দুটি মেলে, দিনগুলি তোর যাকনা কেটে এমনি হেসে খেলে।
অপূর্ন না থাকে যেন তোর কোন সখ, এই কামনার সাথে জানাই ‘শুভ পহেলা বৈশাখ’।

Bengali New Year 2023 Images

Pohela Boishakh Wishes, SMS, Greetings, Status In Bengali 2023 - পহেলা বৈশাখের শুভেচ্ছাবার্তা ছবি মেসেজ ১৪৩০
আকাশের সব নীল দিয়ে, প্রভাতের সব লাল দিয়ে, হৃদয়ের সব অনুভুতি দিয়ে, অরন্যের
সব সবুজ দিয়ে, সমুদ্রের সব গভীরতা দিয়ে তোমাকে জানাই…শুভ নববর্ষ!!

Pohela Boishakh SMS In Bengali

তোমার জন্য সকাল দুপুর, তোমার জন্য সন্ধ্যা, তোমার জন্য সকল গোলাপ, সব রজনীগন্ধা,
তোমার জন্য সব সুর, তোমার জন্য ছন্দ, নতুন বছর বয়ে আনুক অনাবিল আনন্দ… ‘শুভ
নববর্ষ’ .
আরো পড়ুন, 
নতুন বছোরের নতুন দিন, অল্প কিছু শুভেচ্ছা নিন। দুঃখ গুলো ঝেড়ে ফেলুন, নতুন কিছু
স্বপ্ন গড়ুন। নতুন বছর নতুন আশা, রইলো কিছু ভালোবাসা।
বিদায় নিল আজ পুরনো বছরের সূর্য। আসবে নতুন সকাল, নতুন দিন, নতুন স্বপ্ন, নতুন
আসা। আর নতুন হোক আজকের ভালবাসা। ‘শুভ নববর্ষ’ ।

পহেলা বৈশাখ ২০২৩ শুভেচ্ছা

যেটুকু ভুল ছিল সুধরে নিব, না পাওয়ার কষ্ট টুকু ভুলে যাব, সবারে বাসবো ভাল, এ
প্রত্যয়ে শুরু হোক নতুন বছর। *শুভ নববর্ষ* ।

তুমি সুন্দর, সুন্দর তোমার মন, তার চেয়ে সুন্দর হোক তোমার জীবন,পাশে থাকুক তোমার
সকল আপনজন। ‘শুভ নববর্ষ ” ।
নতুন ব্ছরের আগমনে যাক ক্লান্তি দুর হয়ে। জিবন হোক সুন্দর, অতিত জাও ভুলে। নতুন
বছর সাজাও তুমি নিজের মত করে। *শুভ নববর্ষ*

Bengali New Year 2023 Wishes

তোমার জন্য সকাল-দুপুর, তোমার জন্য সন্ধা, তোমার জন্য সকল গোলাপ এবং রজনীগন্ধা।
তোমার জন্য সব সুর তোমার জন্য ছন্দ। নতুন বছর বয়ে আনুক অনাবিল আনন্দ। শুভ
নববর্ষ।
নীলিমার নীলে, হেমন্তের সোনালি ধানের শীষে। সারাবেলা মাতাল হাওয়া যেমন করে ভাসে
তেমনি করে সবার জীবন কাটুক আনন্দ আর উচ্ছাসে । *শুভ নববর্ষ*।
কথার শেষে নতুন বেশে আসছে কোন ভেলা আনন্দে ভেসে।নতুন বছর আসছে প্রকৃতির মাঝে, তাই
তো মন সেজেছে রঙিন বেশে। ‘‘শুভ নববর্ষ’।
Pohela Boishakh Wishes, SMS, Greetings, Status In Bengali 2023

Pohela Boishakh Bengali Status

রেশমী চুরি আর রঙিন শাড়ি । ইলিশ ভাজি আর পান্তা হাড়ি । ঢাক ঢোল আর তবলা। নতুন
সাজে সাজল বাংলা। এলরে পহেলা বৈশাখ। *শুভ নববর্ষ*।
আবার আসবে বৈশাখ মাস, চৈত্রের অবসানে। নববর্ষের নতুন হাওয়া, উষ্ণতা দিবে প্রানে।
মনের সকল গ্লানি ভুলে, জিবন নতুন ভাবে গড়বে, আবার নতুন সপ্ন দেখবে নববর্ষের টানে।
শুভ নববর্ষ।
পানতা ইলিশ আর ভর্তা বাজি বাঙ্গালীর প্রাণ…>> নতুন বছর সবাই গাইবো
বৈশাখের গান.. .>> এসো হে বৈশাখ এসো এসো… ^~^~শুভ নভবর্ষ~^~^
পাখির ডানায় লিখে দিলাম নববর্ষের নাম বন্ধু তোমরা উড়ে দেখো পাবে সুখের ঘ্রান ।
পুরোনো সব কষ্ট করে ফেলো নষ্ট! নতুন বছরের নতুন যাত্রা হয় যেনো সুখ আর বিনোদনময় !
এই কামনায় তোমাদের জানাই (‘শুভ_নববর্ষ_1429’)।

পহেলা বৈশাখ শুভেচ্ছা মেসেজ 

Pohela Boishakh Wishes, SMS, Greetings, Status In Bengali 2023 - পহেলা বৈশাখের শুভেচ্ছাবার্তা ছবি মেসেজ ১৪৩০
বসন্তের আগমনে কোকিলের সুর ! গ্রীষ্মের আগমনে রোদেলা দুপুর ! বর্ষার আগমনে সাদা
কাঁশফুল ! তাই তোমায় উইশ করতে মন হল ব্যাকুল ! *’শুভ নববর্ষ’*.
পাখির ডানায় লিখে দিলাম নববর্ষের নাম বন্ধু তোমরা উড়ে দেখো পাবে সুখের ঘ্রান l
পুরোনো সব কষ্ট করে ফেলো নষ্ট! নতুন বছরের নতুন যাত্রা হয় যেনো সুখ আর
বিনুদুনময়! এই কামনায় তোমাদের জানাই শুভ_নববর্ষ
ইচ্ছে গুলো উড়ে বেরাক পাখনা দুটি মেলে, দিনগুলি তোর যাকনা কেটে এমনি হেসে খেলে।
অপূর্ন না থাকে যেন তোর কোন সখ, এই কামনার সাথে জানাই ‘শুভ পহেলা বৈশাখ’।
আরো পড়ুন,
আকাশের সব নীল দিয়ে, প্রভাতের সব লাল দিয়ে, হৃদয়ের সব অনুভুতি দিয়ে, অরন্যের
সব সবুজ দিয়ে, সমুদ্রের সব গভীরতা দিয়ে তোমাকে জানাই…শুভ নববর্ষ!!
তোমার জন্য সকাল দুপুর, তোমার জন্য সন্ধ্যা, তোমার জন্য সকল গোলাপ, সব রজনীগন্ধা,
তোমার জন্য সব সুর, তোমার জন্য ছন্দ, নতুন বছর বয়ে আনুক অনাবিল আনন্দ… ‘শুভ
নববর্ষ’ .

Share This Article