Saraswati Puja Mantra Lyrics In Bengali – সরস্বতী পূজার মন্ত্র 2024

Bongconnection Original Published
3 Min Read
Saraswati Puja Mantra Lyrics In Bengali - সরস্বতী পূজার মন্ত্র 2022
Loading...

Saraswati Puja Mantra Lyrics In Bengali

সরস্বতী পূজার দিন সকাল সকাল উপোস করে পূজো দেওয়ার একটা আলাদাই আনন্দ আছে । বিশেষত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল কিংবা কলেজে বেশ বড় করে এই পূজো হয় । পুজোর দিন পুষ্পাঞ্জলি থেকে প্রণাম সব মন্ত্রই কিন্তু বেশ গুরুত্বপূর্ণ । আজকাল পঞ্জিকার ব্যাবহার অনেক কমে গেছে । তাই আপনার সুবিধার্থে আমরা সরস্বতী পূজা
গুরুত্বপূর্ণ কিছু মন্ত্র নিয়ে এসেছি…


Saraswati Mantra For Students In Bengali

Loading...
ওঁ জয়জয় দেবী চরাচর সারে
কুচযুগশোভিত মুক্তাহারে
বীনারঞ্জিত পুস্তক হস্তে
ভগবতী ভারতী দেবী নমহস্তুতে।।
নমঃ ভদ্রকাল্যৈ নমো নিত্যং
সরস্বত্যৈ নমো নমঃ।
বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্হানেভ্য এব চ।।
এষ স-চন্দন পুষ্পবিল্ব পত্রাঞ্জলি সরস্বতৈ নমঃ।।

Pronam Mantra

নমো সরস্বতী মহাভাগে
বিদ্যে কমললোচনে
বিশ্বরূপে বিশালাক্ষ্মী
বিদ্যাংদেহী নমোহস্তুতে
জয়জয় দেবী চরাচর সারে
কুচযুগশোভিত মুক্তাহারে
বীনারঞ্জিত পুস্তক হস্তে
ভগবতী ভারতী দেবী নমহস্তুতে।।

মা সরস্বতীর ধ্যানমন্ত্র

ওঁ
তরুণশকলমিন্দোর্বিভ্রতী শুভ্রকান্তিঃ কুচভরনমিতাঙ্গী
সন্নিষণ্ণা সিতাব্জে।
নিজকরকমলোদ্যল্লেখনীপুস্তকশ্রীঃ সকলবিভবসিদ্ধৈ
পাতু বাগ্দেবতা নঃ।।
অর্থাৎ, “চন্দ্রের নূতন কলাধারিণী, শুভ্রকান্তি,
কুচভরনমিতাঙ্গী, শ্বেত পদ্মাসনে (উত্তমরূপে) আসীনা,
হস্তে ধৃত লেখনী ও পুস্তকের দ্বারা শোভমানা বাগ্দেবী
সকল বিভবপ্রাপ্তির জন্য আমাদিগকে রক্ষা করুন।”
আবার পদ্মপুরাণ-এ উল্লিখিত সরস্বতীস্তোত্রম্-এ বর্ণিত
হয়েছে,
শ্বেতপদ্মাসনা দেবী শ্বেতপুষ্পোপশোভিতা।
শ্বেতাম্বরধরা নিত্যা শ্বেতগন্ধানুলেপনা।।১
শ্বেতাক্ষসূত্রহস্তা চ শ্বেতচন্দনচর্চিতা।
শ্বেতবীণাধরা শুভ্রা শ্বেতালঙ্কারভূষিতা।।২
ইত্যাদি
অর্থাৎ, “দেবী সরস্বতী আদ্যন্তবিহীনা, শ্বেতপদ্মে
আসীনা, শ্বেতপুষ্পে শোভিতা, শ্বেতবস্ত্র-পরিহিতা
এবং শ্বেতগন্ধে অনুলিপ্তা।১ অধিকন্তু তাঁহার হস্তে
শ্বেত রুদ্রাক্ষের মালা; তিনি শ্বেতচন্দনে চর্চিতা,
শ্বেতবীণাধারিণী, শুভ্রবর্ণা এবং শ্বেত অলঙ্কারে
ভূষিতা।
ধ্যান বা স্তোত্রবন্দনায় উল্লেখ না থাকলেও সরস্বতী
ক্ষেত্রভেদে দ্বিভূজা অথবা চতুর্ভূজা এবং মরালবাহনা
অথবা ময়ূরবাহনা। উত্তর ও দক্ষিণ ভারতে সাধারণত
ময়ূরবাহনা চতুর্ভূজা সরস্বতী পূজিত হন। ইনি অক্ষমালা,
কমণ্ডলু, বীণা ও বেদপুস্তকধারিণী। বাংলা তথা
পূর্বভারতে সরস্বতী দ্বিভূজা ও রাজহংসের পৃষ্ঠে
আসীনা।
বঙ্গভূমে শ্রী শ্রী সরস্বতী পুষ্পাঞ্জলী মন্ত্রঃ
ওঁ জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগশোভিত মুক্তাহারে।
বীনারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী
নমহস্তুতে।। নমঃভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বত্যৈ নমো
নমঃ। বেদ-বেদাঙ্গ-বেদান্ত-বিদ্যা-স্থানেভ্য এব চ।। এস
স-চন্দন পুষ্পবিল্ব পত্রাঞ্জলি সরস্বতৈ নমঃ।।
প্রনাম মন্ত্রঃ নমো সরস্বতী মহাভাগে বিদ্যে
কমললোচনে। বিশ্বরূপে বিশালাক্ষ্মী বিদ্যাংদেহি
নমোহস্তুতে।। জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগশোভিত
মুক্তাহারে। বীনারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী
দেবী নমহস্তুতে।।
সরস্বতীর স্তবঃ শ্বেতপদ্মাসনা দেবী শ্বেত
পুষ্পোপশোভিতা। শ্বেতাম্ভরধরা নিত্যা
শ্বেতাগন্ধানুলেপনা।। শ্বেতাক্ষসূত্রহস্তা চ
শ্বেতচন্দনচর্চ্চিতা। শ্বেতবীণাধরা শুভ্রা
শ্বেতালঙ্কারবভূষিতা বন্দিতা সিদ্ধগন্ধর্ব্বৈর্চ্চিতা
দেবদানবৈঃ। পূঝিতা মুনিভি: সর্ব্বৈঋষিভিঃ স্তূয়তে
সদা।। স্তোত্রেণানেন তাং দেবীং জগদ্ধাত্রীং
সরস্বতীম্। যে স্মরতি ত্রিসন্ধ্যায়ং সর্ব্বাং বিদ্যাং
লভন্তি তে।।
Saraswati Puja Mantra Lyrics In Bengali - সরস্বতী পূজার মন্ত্র 2022

Saraswati Pushpanjali Mantra In English

Om joyo joyo devi chorachoro sare
Kuchojugo shobhito mukta hare
Binaronjito pustoko hoste
Vogoboti Bharati devi namostute
Namho Vodrokallyoi nomo nityang
Saraswatyoi nomo namho.
Ved vedanga vedanta vidya sthanevya ebo chaw
Esho saw-chandano pushpo billwo potranjoli saraswatyoi namho.

Share This Article