প্রজাতন্ত্র দিবসের কবিতা – Republic Day Bengali Poem 2024

Bongconnection Original Published
2 Min Read

প্রজাতন্ত্র দিবসের কবিতা - Republic Day Bengali Poem 2022
Loading...

Republic Day Bengali Poem

প্রজাতন্ত্র দিবসের এই বিশেষ দিনে অনেকেই প্রজাতন্ত্র দিবস নিয়ে কবিতা খুঁজছেন । কি তাই তো ? তাই আপনার জন্য আমাদের বিশেষ নিবেদন ….

প্রজাতন্ত্র দিবসের কবিতা 

Loading...

ব্যক্তিত্ব আজ ধুলোয় মিশেছে
ভেঙেছে মোর মনের খাঁচা
গণতন্ত্র আজ বিপন্ন হয়েছে
প্রজাতন্ত্র আজ বাচছে একা ।

বাকস্বাধীনতা লোপ পেয়েছে
রাগ অভিমান সোশ্যাল মিডিয়ায় বন্দি
মোমবাতি মিছিলে আগুন ঝরিয়ে
বাস্তব করছে নিস্তব্দের সাথে সন্ধি ।

শীতঘুমে আসন্ন সমাজ আজ
ডেকে আনছে সর্বনাশ
কলমে তাই বারুদ ভরেছি
বিদ্রোহে সব করবো নাশ ।

Republic Day Poem In Bengali

প্রজাতন্ত্র দিবসের কবিতা - Republic Day Bengali Poem 2024
প্রজাতন্ত্রের প্রজা 
         – দীপক কুমার বেরা
বহু কষ্টে অর্জিত
সাধের একটা দিন
একটা মুক্তির দিন –
26-শে জানুয়ারি,
সাধারণতন্ত্র দিবস,
প্রজাতন্ত্র দিবস“।
ফুল, মালা আর পতাকা নিয়ে
ছেলেবেলায় করেছি প্রভাতফেরি।
মেঠো পথ হয়েছে সরগরম
আকাশ বাতাস মুখরিত মন্ত্র
বন্দেমাতরম,…বন্দেমাতরম।
মাঠ ঘাট পথ ছেড়ে আজ, প্রজাতন্ত্র!
তুমি রাজধানী দিল্লির রাজপথে
বিশাল “ইন্ডিয়া গেট” শোভিত
সুসজ্জিত ঐ প্রসস্ত সরণিতে।
 মাঠ ঘাট পথ ছেড়ে আজ প্রজাতন্ত্র
তুমি রাজধানী দিল্লির রাজপথে
বিশাল ইন্ডিয়া গেট শোভিত
সুসজ্জিত ওই প্রশস্ত সরণিতে ।
একদিকে দেখি কুচকাওয়াজরত
সামরিক – আধাসামরিক বাহিনী
রাজপথে বার্ষিক চলমান প্রদর্শনী ।
অন্যদিকে, রাজ্য থেকে আগত
সাংস্কৃতিক আলেখ্য, লোককৃষ্টি।
হে প্রজাতন্ত্র!… তোমাকে নিয়ে
কী রংবাহারি অপরূপ সৃষ্টি!
একদিকে দেখি, কুচকাওয়াজরত
সামরিক, আধা-সামরিক বাহিনী,
রাজপথে বার্ষিক চলমান প্রদর্শনী,
রঙিন বর্ণাঢ্য শোভাযাত্রার প্রদর্শনী।
আমাদের দেশ ভারতবর্ষ বুদ্ধিমান
একই সঙ্গে শক্তিমান, সংস্কৃতিমান।
বাইরে আমরা বজ্রের মতো কঠিন
ভেতরে কুসুমের মতো কোমল মনটা,
আহা! কী অর্থবহ!… এই দ্বৈত সত্তা।
“প্রজাতন্ত্র দিবস” এর রাজকীয় প্রদর্শনী,
রাষ্ট্রের মহিমা প্রচারের কী নিপুণ প্রদর্শনী!
সাঁজোয়া গাড়ি এগিয়ে চলে…
এগিয়ে চলে… এগিয়ে চলে
দুশমনকে খতম করবে বলে!
আমরা অবাক বিস্ময় নিয়ে
সেইসব সুসজ্জিত ট্যাবলো দেখি,
আর হাততালি দিই,……
আর, দাসখত লিখে দিই!
“প্রজাতন্ত্র দিবস” এর সোনালী সকালে
বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র,
ভারতবর্ষের… আমরা নাগরিকরা,
কী অদ্ভুত ভাবে,…কী সুনিপুনভাবে,
কতো অবলীলায়,… কেমন ভাবে যেন
সত্যিকারের “বাধ্য প্রজা” হয়ে যাই!!
Tags –
Bangla Kobita, Bengali Poem, Republic Day

Share This Article