Joler Ghate Lyrics (জলের ঘাটে) Poushali Banerjee | Radha Krishna Song

Bongconnection Original Published
2 Min Read


 Joler Ghate Lyrics (জলের ঘাটে) Poushali Banerjee | Radha Krishna
Song

Joler Ghate Lyrics (জলের ঘাটে) Poushali Banerjee | Radha Krishna Song
Loading...

Joler Ghate Lyrics is a Bengali Radha Krishna Kirtan Song. Music
Composed by Radharaman Dutta. This beautiful song is sung by
Poushali Banerjee.

রাধা-কৃষ্ণের দর্শন সকলের মনে আনন্দের সঞ্চার ঘটায় – তা সে ভক্তের মনেই
হোক, বা রাইয়ের সখীর মনে। জলের ঘাটে শ্যাম ও রাইকে একসঙ্গে দেখার সেই আনন্দ
ফুটে উঠেছে এই সিলেটি ধামাইল (Sylheti Dhamail) গানে। 

সিলেটি ধামাইল গান সৃষ্টি ও প্রচার করতে শুরু করেন সাধক কবি রাধারমণ দত্ত।
রাধারমণের নামেই তো রয়েছেন রাই ও শ্যাম, সম্মিলিত হয়ে! তাঁর গানের ধারায়ও
ফুটে ওঠে রাধা ও কৃষ্ণকে একসঙ্গে দর্শন করার অনুভূতি প্রতিবিম্বিত হয়। সেই
কারণেই তো ধামাইল গানে থাকে এক মধুর আনন্দমূখরতা। “জলের ঘাটে” গানটিতেও
রয়েছে সেই এই আবেগ, যা জলের ঘাটে ফুল বাগানে রাধা ও কৃষ্ণের প্রণয় চাক্ষুষ
করে সে অনুভব করেছে।


Song Credits:
Composition: Radharomon
Lyrics: Traditional
Re-arrangement and Programming: Sainik Dey
Flute: Roshan Putwar
Guitar: Sainik Dey

Joler Ghate Lyrics In Bengali

Loading...
জলের ঘাটে দেইখা আইলাম
কি সুন্দর শ্যাম ও রাই,
শ্যাম ও রাই, ভ্রমরায়
ঘুইরা ঘুইরা মধু খায়।
নিত্তি নিতি ফুল বাগানে
ভ্রমর আইসা মধু খায়,
আয় গো ললিতা সখি
আবার দেখি পুনরায়।
জলের ঘাটে দেইখা আইলাম
কি সুন্দর শ্যাম ও রাই।
মুখে হাসি হাতে বাঁশি
বাজায় বা বন্ধুয়ায়,
চাঁদ বদনে প্রেমের রেখা
কি বা শোভা দেখা যায়।

ভাইবে রাধারমণ বলে
পাইলাম না রে হায় রে হায়,
পাইতাম যদি প্রান বন্ধুরে
রাখতাম হৃদয় পিঞ্জিরায়।
জলের ঘাটে দেইখ্যা আইলাম
কি সুন্দর শ্যাম ও রাই,
শ্যাম ও রাই, ভ্রমরায়
ঘুইরা ঘুইরা মধু খায়।

Joler Ghate Lyrics In English 

Joler ghate deikha ailam
Ki sundor shyam o rai
Shyam o rai bhromoray
Ghuira ghuira modhu khay
Nitti niti ful bagane
Vromor aisha madhu khay
Aay go lolita sakhi
Abar dekhi punoray


গানটি ভালো লাগলে প্রিয়জন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ….
ভালো থাকুন, গানে গানে থাকুন…।
Thank You, Visit Again….

Share This Article