Shiter Kobita Bangla - শীতের কবিতা - Winter Poem In Bengali

Bongconnection Original Published
0

 Shiter Kobita Bangla - শীতের কবিতা - Winter Poem In Bengali



Shiter Kobita Bangla - শীতের কবিতা - Winter Poem In Bengali


Shiter Premer Kobita


শীতের শহর আজ 
 - অভিজিৎ দাস

*************************
আবার একটা শীতের নির্ঘুম রাত,
চারদিক নিকষ ঘন কালো অন্ধকার !
তুমি কি এখন রাত্রি মাখার কাজে ব্যস্ত? 
একবার ফিরে এসো কোয়েলি 
দেখো সারা শহরে আগত ক্রিসমাসের 
ঝলমলে আলো মেশানো ঝকঝকে তারা!

গভীর থেকে গভীর হয়ে আসা নিঃস্তব্দতা 
নিঝুম রাতের অন্ধকারে যেন 
খুব বেশি আপনজন মনে হয়!
উদাসী মন আঁকড়ে ধরতে চায় তোমাকে, 
ব্যর্থ হয়, পারেনা !

কোয়েলি, একটি বার আগের মতো হাসো প্লিজ !
এই শীতের রাতে তুমি হও... 
আমার কুমকুম উষ্ণ প্রেম, 
তোমার গন্ধ, তোমার উষ্ণতায় ছোয়াব ঠোঁট.. 
আজ তোমার উষ্ণতা আমার শীতবস্ত্রের 
প্রয়োজনীয়তাকে শিকেয় তুলে রাখুক.. 

কোয়েলি, আমি রবীন্দ্রনাথ নই
যে এই স্মরণীয় রাতে তোমার জন্য 
কবিতার বন্যা বইয়ে দেবে!
দেবদাস ও নই আমি, 
যে তোমার জন্য মৃত্যুকে বরন করে নেবে !
আমি যে আমার মতই, খুবই সাধারণ !
তাই তোমাকে হাজারোবার ছোবো কোয়েলি 
ইচ্ছায় অনিচ্ছায় আদিম প্রশ্রয়ে শরীরের গভীরে, 
অতৃপ্ত পাষানের মতো তৃষ্ণার্ত আগুন নিয়ে !

আসো দু'জনে হারিয়ে যাই অজানার দেশে, 
সেখানে সংগীতের তালে তালে নিজেদের হারাবো 
ধূমায়িত কফির চুমুকে চুমুকে.. 
হাতে হাত ধরে বাদামের মতো জীবনটাকে ভাঙবো, 
আর খুঁজে নেব জীবনের মানে !

এসো তবে এক সাথে জাগি, 
শীতের শহর আজ একটু অন্য রকম.. 
কোয়েলি একবার মিষ্টি করে হাসো 
আমরা স্বকীয়া-পরকীয়াকে প্রশ্নবিদ্ধ করে.. 
সৃষ্টির উৎসবে দেবতার পদতলে -
আরও একবার নষ্ট হই !
তারপর.......




Post a Comment

0Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Please Select Embedded Mode To show the Comment System.*

To Top