Tansener Tanpura Season 2 Download & Watch Online Episodes - Hoichoi, Mx Player

Bongconnection Original Published
0

 Tansener Tanpura Season 2 Download & Watch Online Episodes - Hoichoi, Mx Player


Tansener Tanpura 2 Download & Watch Online Episodes - Hoichoi - Season 2

Tansener Tanpura Season 2 Download Free



রহস্য, রোমাঞ্চ আর এডভেঞ্চার এই জনার এর সিনেমা বা সিরিজ বাঙালির কাছে বরাবরই প্রিয় । এই জন্যই ব্যোমকেশ কিংবা ফেলুদার ছবি এত জনপ্রিয় হয় ।
আর এই ধারাকে এগিয়ে নিয়ে যেতেই পরিচালক Soumik Chattopadhyay তৈরি করেছেন তানসেনের তানপুরা ।
গত বছর এই সিরিজের Season 1 রিলিজ হয় Hoichoi Tv তে এবং রিলিজের পরবর্তী সময় থেকেই দর্শকদের কাছে বেশ জনপ্রিয় হয় । মুখ্য চরিত্রে অভিনয় করা Vikram Chatterjee র অভিনয় ও প্রশংসিত হয় দর্শকমহলে ।
কিন্তু সিজন 1 যেখানে শেষ হয়, মূলত সেখান থেকেই মূল গল্পের ও রহস্যের সূত্রপাত হয় । আর যবনিকা পাত অর্থাৎ সিজেন 1 ওখানেই শেষ হয় ।
যার ফলে জনপ্রিয় এই Web series এর সিজেন 2 এর জন্য চাতক পাখির মতো অপেক্ষায় ছিলেন বহু মানুষ । অবশেষে নির্মাতারা Hoichoi প্লাটফর্মে নিয়ে এসেছে এই সিরিজের সিজেন 2 । 


Tansener Tanpura Part 2 Watch Online


Tansener Tanpura 2 Download & Watch Online Episodes - Hoichoi - Season 2

Cast : 
Vikram Chatterje, Rupsa Chatterjee, Jayati Bhatia, Sujan Mukherjee, Bhaskar Banerjee, Debshankar Haldar, Subhasish Mukherjee, Anuradha Mukherjee, Angana Roy and Satyam Bhattacharya

Story : 

Alap এবং Shruti কলকাতার এক কলেজে একসঙ্গে পড়াশোনা করে এবং সেখান থেকেই তারা ওকে ওপরের প্রেমে পড়ে । এদিকে শ্রুতির মা বিখ্যাত সংগীত শিল্পী । আলাপ শ্রুতিকে বলে তার মায়ের কাছে সে গান শিখবে । অবশেষে তারা হাজির হয় শ্রুতির বনেদি বাড়িতে ।
শ্রুতির মায়ের কাছে শুরু হয় আলাপের গান শেখা । কিন্তু আলাপের এই বাড়িতে আসার কারণ কি শুধুই সংগীত শেখা ? নাকি অন্য কিছু রয়েছে ? 
আসলে এই বাড়িকে ঘিরে রয়েছে এক আশ্চর্য্য ব্যাপার । তানসেনের তানপুরা শ্রুতির দাদু পেয়েছিলেন কোন এক সময়ে এবং সেটি যাতে চুরি এবং বেহাত না হয় সে জন্য জটিল এক ধাদার তৈরি করে গেছেন । 

তানসেনের তানপুরা সিজন ২ ডাউনলোড 


Tansener Tanpura 2 Download & Watch Online Episodes - Hoichoi - Season 2


Tansener Tanpura Season 2 Watch Online



আলাপ কি পারবে তানসেনের সেই তানপুরা উদ্ধার করতে ?
আর আলাপ জানতেই পারলো কিভাবে এই তানপুরার ব্যাপারে ? এছাড়াও অতীতের বেশ কিছু ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছে এই তানপুরা । সিজেন 2 তে এই সব প্রশ্নের সমাধান হবে । তাই দেরি না করে ঝটপট দেখে ফেলুন তানসেনের তানপুরা Part 2 




পুরো সিরিজটি দেখুন অফিসিয়ালি Hoichoi থেকে। 


Post a Comment

0Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)
To Top