Lakshmi Puja Mantra In Bengali 2022 (লক্ষী পূজার মন্ত্র) Lokkhi Puja Mantra

Bongconnection Original Published
0

 Lakshmi Puja Mantra In Bengali 2022 (লক্ষী পূজার মন্ত্র) Lokkhi Puja Mantra



Lakshmi Puja Mantra In Bengali 2022 (লক্ষী পূজার মন্ত্র) Lokkhi Puja Mantra

Lokkhi Puja Mantra In Bengali

আজ মা লক্ষীর পূজো । প্রতিটি হিন্দু বাড়িতে এই পূজো প্রতি বছর নিষ্ঠা ও ভক্তি সহকারে উদযাপন করা হয় । সুখ ও সমৃদ্ধির দেবী মা লক্ষীর পূজো করার সময় বেশ কিছু মন্ত্রের প্রয়োজন হয় । তাই আপনার জন্য আমরা নিয়ে এসেছি লক্ষী পূজোর গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্র । 
তো, দেরি না করে চলুন শুরু করা যাক ....


লক্ষী পূজার মন্ত্র



Lakshmi Puja Mantra In Bengali (লক্ষী পূজার মন্ত্র) Lokkhi Puja Mantra


Lakshmi Puja Mantra In Bengali PDF



শ্রী শ্রী লক্ষ্মীর ধ্যান মন্ত্র :

ওঁ পাশাক্ষমালিকাম্ভোজ সৃণিভির্যাম্য সৌম্যয়োঃ
পদ্মাসনাস্থাং ধায়েচ্চ শ্রীয়ং ত্রৈলোক্য মাতরং।
গৌরবর্ণাং স্বরূপাঞ্চ সর্বালঙ্কার ভূষিতাম্,
রৌক্নোপদ্মব্যগ্রকরাং বরদাং দক্ষিণেন তু।


শ্রী শ্রী লক্ষ্মীর স্তব মন্ত্র :

ওঁ ত্রৈলোক্য-পূজিতে দেবী কমলে বিষ্ণুবল্লভে,
যথা ত্বং সুস্থিরা কৃষ্ণে তথা ভব ময়ি স্থিরা।
ঈশ্বরী কমলা লক্ষ্মীশ্চলা ভূতির্হরিপ্রিয়া,
পদ্মা পদ্মালয়া সম্পৎপ্রদা শ্রী: পদ্মধারিণী।
দ্বাদশৈতানি নামানি লক্ষীং সম্পূজ্য য: পঠেৎ,
স্থিরা লক্ষীর্ভবেত্তস্য পুত্রদারাদিভি: সহ।

শ্রী শ্রী লক্ষ্মীর প্রণাম মন্ত্র :

ওঁ বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে
সর্বতঃ পাহি মাং দেবী মহালক্ষ্মী।


Lakshmi Panchali Lyrics

Post a Comment

0Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)
To Top