Mahalaya Bangla Kobita (মহালয়ার কবিতা)

Bongconnection Original Published
1 Min Read


Mahalaya Bangla Kobita (মহালয়ার কবিতা) 

Mahalaya Bangla Kobita (মহালয়ার কবিতা)
Loading...


দেবী তোমার আগমনের ..
প্রস্তুতি তাই ,
মহেশ তোমায় দিলেন বিদায় ..
মহিষাসুরের নিধন করে ,
চলেই এসো পিত্রালয় …

দেবী তুমি আসবে বলে
শিশিরবিন্দু ঘাসে ,
মাঠে মাঠে শোভা বাড়ায় ,
শুভ্রবরণ কাশে …

দেবী তোমার আগমনে …
খুশি সবার মন ,
মহালয়ার প্রতীক্ষাতে
মগ্ন ত্রিভূবন !

মা দুর্গা দশভূজা …
আসবে সপরিবারে !
ছুটির দিনে দেখব তোমায়
মণ্ডপে বারে বারে !

তোমার অরূপ রূপের
মহিমা করব অবলোকন …
বলপ্রদায়িনী মা গো আমায়
অভয় করো নিবেদন !

মহিষাসুরের সমাপন করে …
করেছ তমসা দূর !
আনন্দে মাতে এই ধরাধাম
বাজে আগমনী সুর !

বিঘ্নহর্তা , দেবসেনাপতি
গনেশ আর কার্তিক …
তোমার দুই পুত্রকে এনো
মনে থাকে যেন ঠিক …

আর দুই গুণবতী কন্যা
যারা রূপে আর গুণে অনন্যা ,
লক্ষ্মী আর সরস্বতী ..
বাড়াবে তোমার দ্যুতি !

বাহনগুলি ও সঙ্গে এনো ,
মনে থাকে মাগো যেন !
ওরা ছাড়া তোমার পূজা

পূর্ণ কি হয় কখনো !


আরো পড়ুন, 




কবিতাটি  ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না ।

ভালো থাকুন, কবিতায় থাকুন….

Thank You, Visit Again…


Share This Article