Bangla Khobor : Latest Bangla Khobor, Bengali News Online – 24Ghanta, Anandabazar,News18

Bongconnection Original Published
5 Min Read


 Bangla Khobor : Latest Bangla Khobor, Bengali News Online – 24Ghanta,
Anandabazar,News18

 
 
Bangla Khobor : Latest Bangla Khobor, Bengali News Online - 24Ghanta, Anandabazar,News18
Loading...
 
বর্তমান সময়ে News খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যা আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ।
যদিও যে কোন ভাষারই news এ সমানভাবে গুরুত্বপূর্ণ। কিন্তু বাংলা মানেই বিভিন্ন ঘটনার সর্বোচ্চ TRP । এই জন্যই হয়তো National News Channel গুলোর সবথেকে বেশি চ্যানেল বাংলা তে রয়েছে । এছাড়া বাংলার বিভিন্ন জায়গায় Local News Channel তো রয়েছেই ।
এখন ঘটনা হলো, এত নিউজ চ্যানেলের ভিড়ে আপনি কোন চ্যানেল দেখবেন বা কোন খবরে বিশ্বাস রাখবেন সেটা কিন্তু আপনাকেই বেছে নিতে হবে ।

পৃথিবীর প্রায় 160 টি দেশের 25 কোটির ও বেশি মানুষ বাংলা ভাষায় কথা বলেন । কি ভাবতে অবাক লাগছে না ?হ্যা ব্যাপারটা সত্যি একটু অবাক করার মতোই । ঠিক তেমনি অবাক করার মতো আরেকটি ব্যাপার হলো এই 25 কোটি মানুষের মধ্যে প্রায় 10 লাখ মানুষ প্রতিদিন বাংলা খবর পড়তে ভালোবাসেন । হয়তো Hindi, English এ অনেক বড় বড় দৈনিক পেপার কিংবা মিডিয়া হাউস রয়েছে কিংবা রয়টার্স, পিটিআই এর মতো আন্তর্জাতিক মিডিয়া এজেন্সি রয়েছে তারা বিভিন্ন ভাষায় খবর প্রকাশিত করে থাকেন ।

কিন্তু বিষয়টা হলো, আজকাল সোশ্যাল মিডিয়া বলুন কিংবা বিভিন্ন লোকাল চ্যানেলের দাপটে অনেক ভুয়ো খবর কিংবা মিথ্যে খবর জনমানসে চলে আসে । আর সেইসব খবর পড়ে সাধারণ মানুষ হয়ে পড়েন আতঙ্কিত এইসব ভুয়ো খবর Facebook, Whatsapp এর সৌজন্যে অতি দ্রুত হয়ে যায় ভাইরাল । আর এইসব লোকাল চ্যানেল কিংবা ছোট মিডিয়া হাউসে যেসব ছেলে মেয়ে সাংবাদিকতা করেন তাদের না থাকে সাংবাদিকতা বিষয়ের ওপর যথাযোগ্য অভিজ্ঞতা , না থাকে যথাযত জ্ঞান । যার ফলে রেপ, কিংবা ফাঁসির ঘটনায় অনেক ক্ষেত্রেই বডির ছবি পাবলিশ হয়ে যায় । ভারতীয় মিডিয়া আইন অনুযায়ী এই ধরনের খবরের ক্ষেত্রে ছবি প্রকাশিত করা উচিত নয় বা করলেও ঝাপসা করে দেওয়া উচিত । কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই ধরনের নিয়মের তোয়াক্কা না করেই খবর প্রকাশ করা হয় ।

তো, ভাবছেন কোন নিউজ চ্যানেলগুলো কিংবা পেপার গুলো ফলো করবেন ? 

তো, চলুন একবার দেখে নেওয়া যাক বাংলার কিছু সেরা নিউজ পেপার ও চ্যানেল

 

24 Ghanta Bangla Khobor 

Loading...

 

 

Bangla Khobor : Latest Bangla Khobor, Bengali News Online - 24Ghanta, Anandabazar,News18

একটা সময় ছিলো যখন 24 ঘন্টা চ্যানেলের জনপ্রিয়তা ছিলো সর্ব্বোচ্চ । সে টি আর পি বলুন কিংবা খবরের মান সবেতেই ছিলো আলাদা ছোঁয়া । যদিও কিছু মানুষের মতে বাংলার বামফ্রন্ট সরকার থাকাকালীন 24 ঘন্টা ছিলো তাদের নিজস্ব চ্যানেল । যদিও এসব কথার কোন বাস্তবতা নেই ।

জি 24 ঘন্টা সর্বভারতীয় মিডিয়া নেটওয়ার্ক ZEE এর আওতায় রয়েছে। আর Zee ভারতের অন্যতম সেরা মিডিয়া নেটওয়ার্ক । তাই এই চ্যানেলের খবরের সত্যতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন না করাই হয়তো ভালো । তবুও, একটা কিন্তু থেকেই যায় ।

News18 Bangla 

দীর্ঘদিনের সমস্ত বাংলা নিউজ চ্যানেলকে পেছনে ফেলে যে চ্যানেল দ্রুত নাম্বার 1 পজিশনে চলে এসেছে সেটি হলো News18 Bangla । 2014 পর থেকে যখন 24ঘন্টা তার জনপ্রিয়তা হারিয়ে ফেলে তখন বাংলার এক নম্বর নিউজ চ্যানেলের তকমা পায় ABP Annanda । কিন্তু 2019 পর এবিপি আনন্দ কেও হারিয়ে বাংলার সবচেয়ে বেশি ভিউয়ার গেইন করে News18 Bangla । এটি মূলত সর্বভারতীয় সংবাদ মাধ্যম News18 এর বাংলা ভাষার চ্যানেল । তো, বুঝতেই পারছেন এত বড় সংবাদ সংস্থা তার ওপর ভরসা না করে থাকা যায় ? 

Bangla Khobor Abp Aanada 

 
Bangla Khobor : Latest Bangla Khobor, Bengali News Online - 24Ghanta, Anandabazar,News18
 
এক সময় Star Ananda থাকলেও পরবর্তী সময়ে নাম পাল্টে বাংলার অন্যতম জনপ্রিয় সংবাদ চ্যানেলের হয়ে ওঠা যারা দেখেছেন তারা জানেন কোন চ্যানেলের কথা বলছি । হ্যাঁ, ঠিকই ধরেছেন এবিপি আনন্দ । 
আর এই এবিপি আনন্দ র জনপ্রিয়তার পেছনে যে মানুষটির অবদান না বললেই নয় তিনি হলেন Suman De । যারা বাংলা খবর নিয়মিত দেখেন তারা নিশ্চই জানেন ঘন্টাখানেক সঙ্গে সুমন (Ghanta Khanek Songe Suman) অনুষ্ঠানটি কতটা জনপ্রিয় । ভারতের অন্যতম সেরা মিডিয়া হাউস ABP NEWS এর এটি বাংলা ভার্সন । বহু বছর ধরে বাঙালি এই চ্যানেলটিকে দেখছেন । তাই বাংলার মানুষের একটা আলাদা ভরসা এবং ভালোবাসার জায়গা Abp Ananda
 
এতক্ষন বলছিলাম নিউজ চ্যানেলের কথা , এবারে আসি বাংলার সেরা কিছু Print Media অর্থাৎ Newspaper এর কথায় । আর এখানেই সবার শীর্ষে জায়গা করে রেখেছে Anandabazar Patrika (আনন্দবাজার পত্রিকা) এছাড়া উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় দৈনিক পেপার হলো Uttarbanga Sangbad (উত্তরবঙ্গ সংবাদ) তাছাড়া রয়েছে Bartaman Paper, Aaj Bikel এর মতো বেশ কিছু দৈনিক পেপার । 

 

Bangla Khobor : Latest Bangla Khobor, Bengali News Online - 24Ghanta, Anandabazar,News18
 

বাংলার এবং বাঙালির বিশ্বাসের সঙ্গে এই চ্যানেল এবং নিউজ পেপার গুলো বহুদিন ধরে রয়েছে । তাই অন্য যেকোন মিডিয়া হাইস বা চ্যানেলের থেকে এইসব চ্যানেল বা দৈনিক এ প্রকাশিত খবর প্রতিটি বাঙালির কাছে বেশি গ্রহণযোগ্য । সে, রাজনৈতিক খবর হোক কিংবা বিনোদন বা খেলাধুলো সবেতেই এদের বিস্তার নেহাত মন্দ নয়

 

Share This Article