Ganesh Pranam Mantra In Bengali (গণেশ প্রণাম মন্ত্র)
Ganesh Puja Mantra In Bengali
যেকোন কাজে সাফল্য তথা সিদ্ধি দান করেন গণেশ।
তাই গণেশ চতুর্থীর দিন পূজা উপলক্ষে সুখ ও সমৃদ্ধি কেও উদযাপন করা হয় । আপনার পরিবার যাতে সুখে শান্তিতে থাকে এবং কোন বিপদ আপদ আপনাকে স্পর্শ না করে সেইজন্য আমরা নিয়ে এসেছি গণেশ পূজোর মন্ত্র ।
xt-align: center;">গণেশ মন্ত্র
একদন্তং মহাকায়ং লম্বোদরং গজাননম্। বিঘ্ননাশককরং দেবং হেরম্বং প্রণমাম্যহম্।।
সরলার্থ:- যিনি এক-দাঁত-বিশিষ্ট, যার শরীর বিশাল, লম্বা উদর, যিনি গজানন এবংবিঘ্ননাশকারী, সেই হেরম্বদেব গণেশকে প্রণাম জানাই।
Ganesh Puja Pushpanjali Mantra In Bengali
ধ্যান মন্ত্র
ওঁ খর্বং স্থূলতনুং গজেন্দ্রবদনং লম্বোদরং সুন্দরং প্রস্যন্দম্মদগন্ধলুব্ধ
মধুপব্যালোলগন্ডস্থলম্।
দন্তাঘাত বিদারিতারিরুধিরৈঃ সিন্দুরশোভাকরং , বন্দেশৈল সুতাসুতং গণপতিং
সিদ্ধিপ্রদং কামদম্।।
মন্ত্রঃ – ওঁ গাং গণেশায় নমঃ।
অর্থাৎ, “যিনি খর্বাকৃতি, স্থূলশরীর, লম্বোদর, গজেন্দ্রবদন অথচ সুন্দর; বদন হইতে
নিঃসৃত মদগন্ধে প্রলুব্ধ ভ্রমরসমূহের দ্বারা যাঁহার গণ্ডস্থল ব্যাকুলিত; যিনি
দন্তাঘাতে শত্রুর দেহ বিদারিত করিয়া তাহার দন্ত দ্বারা নিজ দেহে সিন্দূরের
শোভা ধারণ করিয়াছেন; সেই পার্বতীপুত্র সিদ্ধিদাতা গণপতিকে বন্দনা করা।
আরো পড়ুন, Surya Mantra In Bengali
ভালো লাগলে নিজের প্রিয়জনদের সাথে শেয়ার করুন। ..
ভালো থাকুন, ধর্মের পথে থাকুন। ..
Thank You, Visit Again...
Tags -
Bengali Lyrics, Ganesh Mantra