জন্মদিনের শুভেচ্ছা এসএমএস - Birthday SMS Bangla 2023

Birthday Bangla SMS 2023
জন্মদিনের শুভেচ্ছা বার্তা 2023
অতীতের সব দুঃখজনক ঘটনাকে ভুলে যাও.
মন দাও বর্তমানের দিকে.
অনেক
অনেক খুশির জোয়ার আসুক তোমার জীবন জুড়ে.
শুভ জন্মদিন.
আজ বাতাসে সুবাসিত স্নিগ্ধতা,
পাখিরা সারি সারি গাইছে গান,
প্রকৃতি
হেলে দুলে হয়েছে রঙিন,
ফুলেরা সব ফুটেছে বাগানে.আজ আমর প্রিয়ার
জন্মদিন.
শুভ জন্মদিন
সুন্দর এই ভুবনে সুন্দরতম জীবন হোক তোমার,
পুরন হোক প্রতিটি স্বপ্ন,
প্রতিটি
আশা, বেঁচে থাকো হাজার বছর।
** শুভ জন্মদিন **
জন্মদিনের শুভেচ্ছা বার্তা
আজকের এই রাত-তোমার জন্য দেখে আনুক সুখময় নতুন এক প্রভাত,
আজকের এই
দিন-তোমার জন্য হোক কষ্টহীন,
আজকের এই সময়-টা সুধু তোমার জন্য আর তো কারো
নয়.
জানায় শুভ জন্মদিন- তোমার জন্যে আজ পৃথিবীটা হয়ে যাক রঙিন..
শুভ
জন্মদিন!
আজকের এই দিনটির জন্য একটা বছর ধরে ওয়েট করছি…
কারন এই স্পেশিয়াল দিনে
সৃষ্টিকর্তা তোমাকে পৃথিবীতে স্পেশিয়াল করে আমার জন্য পাঠিয়েছে
…… শুভ
জন্মদিন……
দিনের শেষে বলছি বটে শুভ জন্মদিন,
কিন্তু তোমার কথাই শুধু ভাবছি সারাদিন ।
** জন্মদিনের শুভেচ্ছা **
ঈশ্বর আমাদের দিয়েছেন সবচেয়ে বড় উপহার..
আমাদের জীবন!
এখন আমাদের ব্যবহার ও কর্মের উপর নির্ভর করছে
যে আমরা নিজেদেরকে ভালো থাকার উপহারটা দিতে চাই কিনা…
শুভ জন্মদিন…

আজ বাতাসে সুবাসিত স্নিগ্ধতা,
পাখিরা সারি সারি গাইছে গান,
প্রকৃতি
হেলে দুলে হয়েছে রঙিন,
ফুলেরা সব ফুটেছে বাগানে,
আজ আমার কাছের প্রিয়
মানুষের জন্মদিন.
শুভ জন্মদিন
বান্ধবীকে জন্মদিনের শুভেচ্ছা
আজ বাতাসে সুভাষিত স্নিগ্ধতা,
পাখিরা সারি সারি গাইছে গান ।
প্রকৃতি
হেলে-দুলে হয়েছে রঙিন ।
ফুলেরা সব ফুটেছে বাগানে ।
আজ আমার প্রিয়ার
জন্মদিন ।
শুভ জন্মদিন ।
আসুক ফিরে এমন দিন হোক না তোমার সব রঙিন জনম জনমের তরে,
তোমার এই শুভ
জন্মদিনে বারে বারে পড়ছে মনে যতই থাকি না দুরে।
আশা রাখি জীবনের
আনন্দযাত্রায় কখনোই সত্যির পথ থেকে সরে যাবে না ..
জন্মদিনের শুভেচ্ছা নিও
..
অভিমানের মেঘ ভাসিয়ে দাও অনেক দুরে, মন খারাপের দিনটা তোমার না আসুক ফিরে, দুঃখগুলো দাও উড়িয়ে ওই আকাশের নীড়ে, অসীম সুখ বয়ে আসুক তোমার জীবন জুড়ে... শুভ জন্মদিন...
Happy Birthday In Bengali Language SMS
অতীতের সব না পাওয়া গুলো ভুলে গিয়ে আগামীর স্বপ্নগুলো সত্যি করার পথে এগিয়ে চলো... শুভ জন্মদিন..
অতীতের সব দুঃখজনক ঘটনাকে ভুলে যাও... মন দাও বর্তমানের দিকে.. অনেক অনেক খুশির জোয়ার আসুক তোমার জীবন জুড়ে... শুভ জন্মদিন....
A ফর আমি B ফর বলতে C ফর চাই D ফর দারুণ E ফর একটা F ফর ফাটাফাটি G ফর গোপন কথা : : : H ফর হ্যাপি বার্থডে !
শুভ শুভ শুভ দিন, আজ তোমার জন্মদিন ।
মুখে তোমার দিপ্ত হাসি, ফুল ফুটেছে
রাশি রাশি ।
হাজার ফুলের মাঝে গোলাপ যেমন হাসে,
তেমন করে বন্ধু তোমার
জীবন যেন শুখের সাগরে ভাসে ।
আজ তোমার জন্মদিন,
জীবন হোক তোমার রঙিন ।
সুখ যেন না হয় বিলীন,
দুঃখ
যেন না আসে কোন দিন ।
দিনের শেষে বলছি বটে শুভ জন্মদিন,
কিন্তু তোমার কথাই শুধু ভাবছি সারাদিন
।
** জন্মদিনের শুভেচ্ছা **
স্ত্রীর জন্মদিনের শুভেচ্ছা
মিষ্টি আলোর ঝিকিমিকি সবুজ ঘাসে ঘাসে,
স্নিগ্ধ হওয়ায় দুলিয়ে মাথা ফুলের
কলি হাসে ।
পাখির গানে পরিবেশে মায়াবি এক ধোঁয়া ,
পেয়েছে ওরা তোমার
শুভ জন্মদিনের ছোঁয়া ।
“” শুভ জন্মদিন “”
আধার ভেঙ্গে সূর্য হাসে
বিশ্বভুবন আলোয় ভাসে ।
পাক-পাখালি ধরলো
গান
নদীর বুকে ওই কলতান ।
তর তরিয়ে চললো তরী
মহাসাগর দেবো পাড়ি
।
তরু শাখায় লাগলো দোল
চল বন্ধু চল জলকে চল ।
খুশিতে মন তা ধিন
ধিন
আজ যে তোমার জন্মদিন **
জন্মদিন, শুভ জন্মদিন ।
ফুলেরা ফুটেছে হাসি মুখে
বাড়ছে ভ্রমরের
গুঞ্জন,
পাখিরাও গাইছে নতুন সুরে
জানাতে তোমায় অভিনন্দন ।
নদীতে
বইছে খুশীর জোয়ার
বাতাসে সুভাশিত কলরব,
তোমাকে নিয়েই মাতামাতি আজ
তোমার
জন্যই সব ।
জীবনে হও অনেক বড়
পৃথিবীকে করো ঋণী,
গাইবে সবাই
তোমার জয়গান
রাখবে মনে চিরদিনি ।
জীবন হোক ছন্দময়
সপ্নগুলো
রঙিন,
ভালোবাসায় ভরে উঠুক
তোমার জন্মদিন ।।
জন্মদিন শুভ জন্মদিন
!!
আজ বারোটায় একটু খানি,
কাটিয়ে ঘুমের রেষ,
চোখটি মেলে চেয়ে দেখো,
আরো
একটি বছর শেষ ।
((( শুভ জন্মদিন )))

তোমার জন্য দোয়া করি ১২ মাস আনন্দে ৫২ সপ্তাহ খুশী,
৩৬৫ দিন সাফল্য ৮৭৬০
ঘণ্টা সুস্বাস্থ্য আর ৫২৬০০ মিনিট সৌভাগ্য ।
+++++ শুভ জন্মদিন +++++
সাগরের ঢেউ, ফুলের সুঘন্ধ, রাতের তারারা,
সবাই জড় হয়েছে তোকে একসাথে
বলতে—–
\\\\\\\শুভ\\\\\জন্মদিন\\\\\\\\
জন্মদিনের উষ্ণ অভিনন্দন জানাই আমার জানা
সবচেয়ে সুন্দর মানুষটিকে, তোমার
একটা হাসিতে
আলোকিত হয় চারিদিক, অনেক ভালোবাসা রইলো তোমার জন্য ।
আজকের এই দিনে আশা রাখি জীবনের
আনন্দ যাত্রায় কখনই সত্যের পথ থেকে সরে
যাবে না,
জন্মদিনের শুভেচ্ছা নিও ।
&&&&&&
শুভ জন্মদিন &&&&&&&
প্রেমিকার জন্মদিনের শুভেচ্ছা
আশা করি যে , হাসি ,আনন্দ, সৌভাগ্য এই বছরটায় সর্বদা তোমার সাথে থাকে !
তোমাকে
জানাই জন্মদিনের অনেক প্রীতি
-শুভেচ্ছা- অভিনন্দন
এই SMS টায় ফ্যাট , কোলেস্টেরল,
নেশার দ্রব্য কিছুই নেই ..
আছে শুধু
অনেকটা মিষ্টি ,
এই মেসেজটার পাঠকের মতই মিষ্টি
জন্মদিনের মিষ্টি
শুভেচ্ছা
সকাল থেকে সন্ধ্যা , তোমার জন্মদিন হোক উজ্জল !
জন্মদিনে আন্তরিক অভিনন্দন
…
ঘড়িতে ১২ র কাঁটাটা ছোঁয়ার আগেই আমি তোমাকে জানাই যে ,
বয়সটা তো আরো একবছর
বেড়ে গেল !
শুভ জন্মদিন
প্রতিদিনই জন্মদিনের মত আনন্দে পরিপূর্ণ থাকুক !
আজকের দিনটা প্রানখুলে
উপভোগ কর
শুভ জন্মদিন !
Bangla birthday SMS
আমাদের ভালোবাসা, পুরন হোক তোমার মনের সব আশা,
সুখী থাকবে তুমি নিয়ে
আমাদের ভালোবাসা !!!
******* শুভ জন্মদিন ********
বাড়লো আরেকটা বছর তোমার জীবনের সাথে, এগিয়ে যাও সন্মানের সাথে,
আনন্দের
সাথে আরো দূরে । ইচ্ছে হোক তোমার পুরন । শান্তি থাকুক তোমার প্রানে ।
ভালবাসুক
সবাই তোমার এই জন্মদিন থেকে । “””” শুভ জন্মদিন “”””””
গ্রীষ্মের ফুলগুলি, বর্ষার অঞ্জলি,
শরতের গীতালি, হেমন্তের মিতালী ।
শিতের
পিঠা-ফুলি, বসন্তের ফুল-কলি ।
এমনি করে ভরে থাক,
তোমার জীবনের
দিনগুলি ।
“””””””” শুভ জন্মদিন “””””””””
জন্মদিনের শুভেচ্ছা, প্রিতি আর ভালোবাসা, পৌছবে তোমার কাছে, এই আমার আশা ।
এই
কবিতা পড়ে তুমি হাসবে হয়তো, কে বা জানে উদ্যেশ্য সফল হবে !
যদি এই এসএমএস
একটা হাসি তোমার মুখে আনে ।
****** শুভ জন্মদিন ********
জন্মদিনে কি বা দেবো তোমায় উপহা্
বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও
পেয়ার,
^^^^^^ শুভ জন্মদিন ^^^^^
তোর জন্যে ভালোবাসা, লক্ষ গোলাপ জুই ।
হাজার লোকের ভিড়ে আমার, থাকবি হৃদয়ে
তুই ।
**** শুভ জন্মদিন *****
এই দিনটা আসে যেন বছর বছর ফিরে,
যেন অনেক স্বপ্ন দেখতে পারি তোমায় আমি
ঘিরে ।
“””””” শুভ জন্মদিন “”””””
সুন্দর এই ভুবনে সুন্দরতম জীবন হোক তোমার,
পুরন হোক প্রতিটি স্বপ্ন,
প্রতিটি আশা,
বেঁছে থাকো হাজার বছর ।
******* শুভ জন্মদিন *******
জন্মদিনের শুভেচ্ছা নিও, যদিও বিলম্বিত,
Birthday Treat পেতে বতস হব বার
প্রিত ।
হ্যাপি বার্থডে
মুছে দাও পুরনো বেদনা, খুলে দাও মনেরি জানালা,
ভুলে যাও বেথার দিনগুলি,
মুছে ফেলো চোখের পানি,
ঝরে যাক দুঃখ দুর্দশা, মনে জাগাও সন নতুন নতুন আশা
।
“”””””””””””” শুভ জন্মদিন “”””””””””””
কোন রাজার সিংহাসন থেকে নয়, নয় হিমালয়ের পাদদেশ থেকে । ৭ সমুদ্র ১৩ নদীর ওপাড় থেকে নয়, আমার হৃদয়ের ছোট্ট কুটির থেকে জানাই **** শুভ জন্মদিন ***
আজ বাতাসে সুভাষিত স্নিগ্ধতা, পাখিরা সারি সারি গাইছে গান । প্রকৃতি হেলে-দুলে হয়েছে রঙিন । ফুলেরা সব ফুটেছে বাগানে । আজ আমার প্রিয়ার জন্মদিন । শুভ জন্মদিন ।
আর একটা বছর এসে গেলো, বেড়ে যাবে আর একটা মোমবাতি ।
কাল ও ছিলাম আজ ও আছি,
তোমার জন্মদিনের সাথী । শুভ জন্মদিন ।
আজকের এই বিশেষ দিনে হয়ে উঠো আরো নবীন ,
ভালোবেসে জানাই তোমায় শুভ জন্মদিন
।
জন্মদিনে কি বা দিবো তোমায় উপহার ?
বাংলায় নাও ভালোবাসা হিন্দিতে নাও
পেয়ার ।
শুভ জন্মদিন ।

তোর জন্য ভালোবাসা , লক্ষ গোলাপ জুঁই,
হাজার লকের ভীরে আমার, থাকবি হৃদয়ে
তুই ।
শুভ জন্মদিন
সুন্দর এই ভুবনে সুন্দরতম জীবন হোক তোমার, পুরন হোক প্রতিটি স্বপ্ন, প্রতিটি আশা, বেঁচে থাকো হাজার বছর । ** শুভ জন্মদিন **
নতুন সকাল, নতুন দিন, নতুন করে শুরু । যা হয় না যেন শেষ ।
জন্মদিনের অনেক
শুভেচ্ছার সাথে পাঠালাম তোমায় এই এসএমএস ।
** শুভ জন্মদিন **
A 4 আমি… B 4 বলতে… C 4 চাই… D 4 দারুন..
E 4 একটা… F 4 ফাটাফাটি… G 4
গোপন কথা…
H 4 হ্যেপি বার্থডে ।
আজকের এই রাত – তোমার জন্য ডেকে আনুক সুখময় নতুন এক প্রভাত ।
আজকের এই দিন
– তোমার জন্য হোক রঙিন ।
আজকের এই সময় – তা শুধু তোমার জন্য আর কারো নয়
।
জানাই শুভ জন্মদিন – তোমার জন্য এই পৃথিবীটা হয়ে যাক রঙিন ।
Another year has passed in your life, making you even wiser and stronger. Let your age not age your spirits. I wish you a very Happy birthday.
On your special day, I wish you all that you desire. May God bless you with love and care. Enjoy every moment, every day of your life. Happy Birthday.
I don't know what is it about you that makes people never forget you once they meet you. Maybe it is your fuzzy hair, your weird smile, your bushy eye brows or your corny sense of humor. But I beg to differ, I think it is just the wrinkles on your forehead! Happy Birthday, oldie!
You're my best friend. I love you a lot. Just one question, you're paying the bill right? Just kidding. Happy Birthday to the craziest person I've ever known.
This is the best month of the year. Do you know why? Because it is someone's magical day today. Do you know whose? It's a person who I love from the bottom of my heart ? My dear, it's YOU! Wish you a very Happy Birthday.
Some of my life's best moments, days, jokes, laughs and dreams have come from you! Do you know why I am telling all this to you today? Because today, you're ushering in one more year of sharing your life with me. Happy Birthday!
You suddenly look more mature, wise, smart, clever and beautiful. Is it a miracle of the heavens or is it your birthday today? Happy Birthday! Have a great day and a great year ahead.
What do you want today? A new outfit? Dinner at a fancy restaurant? Movie tickets? Don't get too swayed. I'm only asking you today because it your Birthday today. Have a great one!
Look at yourself in the mirror today and see a silver gleaming crown on your head. You are the Emperor of the Universe today. Wish you lots of love, warm wishes and prayers for your Birthday. Have a great one!
It Is Your Big Day
Spread a smile, spread the cheer
Look around, it is your day,
make a list to spread it all
and then everyday is your day.
Fill the rooms, with balloons,
and stuff some mouths with sweets.
Make a list to do it all,
and then enjoy the pleasant treats.
Gather some faith, earn some hope,
make the most of this beautiful day.
gather it all, just to give it all
spread the joy, it is your day.
I wish you a very
Happy Birthday!
May You Be Blessed
The day is beautiful, occasion truly special,
Sweetness is around, with smiling faces.
Light the candles, gobble the candies,
Pray to God with faith and make some thoughtful wishes.
The merry tunes that cheer us all,
The world sings along to wish you.
With lovely gifts and jolly hearts,
I wish they all come together to bless you.
May you have a rocking Birthday. Enjoy!
Special Gifts For You
Special gifts for you on your special day,
May it indeed be very special for you in every way.
Birthday wishes sent to you with lots & lots of love,
To a person who is no less than an angel sent from heaven above.
A very Happy Birthday to you!
The Aroma Of Freshly Baked Cake
The aroma of freshly baked birthday cake fills the air,
Balloons, confetti and presents adding to the vibrance & flare.
Happy birthday songs sung by all those who are near & dear,
Everybody is joining in your birthday cheer.
May you have a delightful birthday celebration!
Today Is The Day
Today is the day when on earth you came,
Since that day, for my happiness you are to blame.
You filled my life with excitement and fun,
You are refreshing like the rain & bright like the sun.
May God bless you with many more birthdays to come,
And may every birthday be more special than the previous one!
Happy Birthday to you dearest one!
A Real Happy Birthday
Day by day a year went by,
Today is my birthday and I am wondering what to buy.
Clothes, chocolates, shoes and bags,
There seem to be a whole lot I want to drag.
Not for me but for the little ones who can't afford,
And my humble help puts me in their hearts well stored.
Happy Birthday!
A warm and pleasant birthday to the brightest and the funniest person I have ever known. You can lighten up a room with just your smile. I'm glad to have known you. Happy Birthday. May God Bless.
On your special day I just want you to know that you are always remembered by me in a very special way. You are always in my prayers and I wish the best for you this birthday. Happy Birthday to you dear one.
Just wanted to say Happy Birthday to someone who with every passing year looks just as good as new. Have an amazing birthday celebration.