প্রেমিকা হতে গেলে – Bangla Premer Kobita – Bengali Love Poem

Bongconnection Original Published
3 Min Read


 প্রেমিকা হতে গেলে – Bangla Premer Kobita – Bengali Love Poem

প্রেমিকা হতে গেলে - Bangla Premer Kobita - Bengali Love Poem
Loading...

জীবনে প্রেম তো সবারই আসে, কি তাই তো ? 

কিন্তু তার আগে অনেকেই ভাবেন, আমার প্রেমিকা এমন হবে, ওমন হবে । কিন্ত, আদতে কি
তা কখনো হয় ?

আসলে ভালো প্রেমিকা পেতে গেলে নিজেকেও ভালো প্রেমিক হতে হয় । বং কানেকশনের
এক্সক্লুসিভ নিবেদন …

                 
  প্রেমিকা হতে গেলে

Loading...



প্রেমিকা হতে গেলে তোমাকে স্ট্রেইট চুলে রং মেখে 

আমার চোখ ধাদিয়ে দিতে হবে না ।

তুমি নাহয় হালকা বাঁকানো চুলে জবা গুঁজে আমায় দেখে দৌঁড়ে পালিও ।

তুমি প্রেম না, আমায় একটু ভালোবাসা দিও।

প্রেমিকা তোমাকে নববর্ষে কিংবা ভালোবাসা দিবসে হাতা কাঁটা ব্লাউজের সাথে
সিল্কের শাড়ি পড়ে অপেক্ষায় থাকতে থাকতে হবে না।

আমি হলুদ পাঞ্জাবিতে তোমার অপেক্ষায় থাকবো।

তুমি দামী চকলেট কিংবা ফুল না এনে উপন্যাসের বই নিয়ে এসো।

প্রেম না দিয়ে আমায় তুমি ভালোবাসা দিও।

প্রেমিকা হতে গেলে চোখে আইলাইনার আর কাজলের নামে রঙীন কোন লিপলাইনার লাগাতে
হবে না।

তুমি চোখ ভর্তি কাজল পড়ে আমার সামনে দাড়িও ।

তুমি প্রেম না দিয়ে আমায় একটু ভালোবাসা দিও। 

প্রেমিকা হতে হলে হয়তো কথায় ফাঁকে ফাঁকে বলতে হয় “i love you “।

এসব ইংরেজি না বলে তুমি নাহয় সময় করে আমার জন্য কবিতা লিখো ।

তুমি প্রেম না দিয়ে ভালোবাসা দিও।

প্রেমিক হতে হলে হয়তো চাইনিজ রেস্টুরেন্টে বসে তোমার সাথে দামী খাবার খেতে
হয়।

আমি নাহয় রাস্তার মোড়ে দাঁড়িয়ে তোমার সাথে ফুচকা বা ঝালমুড়ি খেয়েই স্মৃতি
গড়বো।

পেট খারাপ হলে গালি না দিয়ে তুমি বরং শাসনের নামে আমায় আরেকটু ভালোবাসা
দিও। 


প্রেমিক হতে হলে নাকি প্রেমিকার চোখে চোখ রেখে ঘণ্টার পর ঘণ্টা পার করতে
হয়?

ওসব আমি কখনোই পারবোনা! 

তোমার চোখে তাকাতে গেলেই আমার হার্টবিট বেড়ে যায়।

আমি বরং  দৃষ্টি নত রেখে লুকিয়ে লুকিয়ে  তোমায় দেখবো।

তুমি তখন আচমকা আমার মাথায় আলতো চুমো খেয়ো।

প্রেম না তুমি আমায় ভালোবাসা দিও।


প্রেমিক হওয়ার সাধ আমার কোন জন্মেই ছিল না।

তুমি আমায় আকাশ সমান ভালোবাসা দিও।

আমি প্রেমিক না হয়ে তোমার ভালোবাসা হবো।

আরো পড়ুন, পাগলী তোমার সঙ্গে


Tags –
Premer Kobita, Bangla Kobita

Share This Article