SONAR TORI KOBITA (সোনার তরী) Rabindranath Tagore

Bongconnection Original Published
2 Min Read



SONAR TORI KOBITA (সোনার তরী) Rabindranath Tagore

Sonar%2Btori
Loading...

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) অনেকেই ইন্টারনেট এ খুঁজে থাকেন । কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই হতে হয় হতাশ । কারণ যথাযথ উত্তর মেলে না । কি তাই তো ? তাই আমরা নিয়ে এসেছি রবীন্দ্র নাথ ঠাকুরের সকল কবিতার একটি সিরিজ, যা আপনি অনায়াসেই পেয়ে যাবেন আমাদের এই ওয়েবসাইটে । আজকে সোনার তরী কবিতাটি রইলো কবিতা প্রেমী সকল মানুষের জন্য ….

Sonar Tori Lyrics

Loading...





গগনে গরজে মেঘ, ঘন বরষা।
কূলে একা বসে আছি, নাহি ভরসা।
রাশি রাশি ভারা ভারা
ধান কাটা হল সারা,
ভরা নদী ক্ষুরধারা
খরপরশা।
কাটিতে কাটিতে ধান এল বরষা।


একখানি ছোটো খেত, আমি একেলা,
চারি দিকে বাঁকা জল করিছে খেলা।
পরপারে দেখি আঁকা
তরুছায়ামসীমাখা
গ্রামখানি মেঘে ঢাকা
প্রভাতবেলা–
এ পারেতে ছোটো খেত, আমি একেলা।


গান গেয়ে তরী বেয়ে কে আসে পারে,
দেখে যেন মনে হয় চিনি উহারে।
ভরা-পালে চলে যায়,
কোনো দিকে নাহি চায়,
ঢেউগুলি নিরুপায়
ভাঙে দু-ধারে–
দেখে যেন মনে হয় চিনি উহারে।


ওগো, তুমি কোথা যাও কোন্‌ বিদেশে,
বারেক ভিড়াও তরী কূলেতে এসে।
যেয়ো যেথা যেতে চাও,
যারে খুশি তারে দাও,
শুধু তুমি নিয়ে যাও
ক্ষণিক হেসে
আমার সোনার ধান কূলেতে এসে।


Sonar%2BTori%2BKobita





যত চাও তত লও তরণী-‘পরে।
আর আছে?– আর নাই, দিয়েছি ভরে।
এতকাল নদীকূলে
যাহা লয়ে ছিনু ভুলে
সকলি দিলাম তুলে
থরে বিথরে–
এখন আমারে লহ করুণা করে।


 ঠাঁই নাই, ঠাঁই নাই– ছোটো সে তরী
আমারি সোনার ধানে গিয়েছে ভরি।
শ্রাবণগগন ঘিরে
ঘন মেঘ ঘুরে ফিরে,
শূন্য নদীর তীরে
রহিনু পড়ি–
যাহা ছিল নিয়ে গেল সোনার তরী।






                      

আরো পড়ুন, দুই বিঘা জমি 

কবিতাটি ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ..
ভালো থাকুন, কবিতায় থাকুন। ..
Thank You, Visit Again ….




Tags – Rabindranath Tagore, Bangla Kobita, Bengali Poem

Share This Article