Kaila Didi Kobita (কাজলা দিদি) Jatindramohan Bagchi

Bongconnection Original Published
2 Min Read



Kaila Didi Kobita (কাজলা দিদি) Jatindramohan Bagchi

Kaila Didi Kobita (কাজলা দিদি) Jatindramohan Bagchi
Loading...
/
মনে আছে ছোটবেলা ? আর ছোটবেলায় পড়া যতীন্দ্র মোহন বাগচীর (Jatindramohan Bagchi) লেখা ‘কাজলা দিদি’ কবিতাটি । আজও যখন গানটি অনেকেই শোনেন বা কবিতাটি পড়েন কোথাও যেন একটু হলেও নস্টালজিক হয়ে পড়েন । তাই আপনার নিস্টালজিয়ার মাত্রাকে আরেকটু বাড়িয়ে দিতে চলুন শুরু করা যাক….





Kaila Didi Kobita (কাজলা দিদি) Jatindramohan Bagchi


Kajla Didi Kobita Lyrics

Loading...

বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই,
মাগো আমার শোলক-বলা কাজলা দিদি কই?


পুকুর ধারে লেবুর তলে থোকায় থোকায় জোনাক জ্বলে
ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই-
মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই?


সেদিন হতে কেন মা আর দিদিরে না ডাকো;-
দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো?
খাবার খেতে আসি যখন, দিদি বলে ডাকি তখন,
ওঘর থেকে কেন মা আর দিদি আসে নাকো?
আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো?


বল মা দিদি কোথায় গেছে, আসবে আবার কবে?
কাল যে আমার নতুন ঘরে পুতুল-বিয়ে হবে!
দিদির মত ফাঁকি দিয়ে, আমিও যদি লুকাই গিয়ে
তুমি তখন একলা ঘরে কেমন করে রবে,
আমিও নাই-দিদিও নাই- কেমন মজা হবে।


ভুঁই চাপাতে ভরে গেছে শিউলি গাছের তল,
মাড়াস্ নে মা পুকুর থেকে আনবি যখন জল।
ডালিম গাছের ফাঁকে ফাঁকে বুলবুলিটি লুকিয়ে থাকে,
উড়িয়ে তুমি দিও না মা, ছিঁড়তে গিয়ে ফল,-
দিদি এসে শুনবে যখন, বলবি কি মা বল!


বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই-
এমন সময় মাগো আমার কাজলা দিদি কই?
লেবুর ধারে পুকুর পাড়ে ঝিঁঝিঁ ডাকে ঝোপে ঝাড়ে’
ফুলের গন্ধে ঘুম আসে না, তাইতে জেগে রই
রাত্রি হলো মাগো আমার কাজলা দিদি কই?






 আরো পড়ুন,  Lichu Chor Kobita (লিচু চোর) 


কবিতাটি ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ..
ভালো থাকুন, কবিতায় থাকুন। ..
Thank You, Visit Again ….



Tags – Jatindramohan Bagchi, Bangla Kobita, Bengali Poem, Bengali Lyrics

Share This Article