Chotoder Kobita Abritti (বলতে পারো কেমন হতো?)

Bongconnection Original Published
0


Chotoder Kobita Abritti (বলতে পারো কেমন হতো? )


Chotoder Kobita Abritti (বলতে পারো কেমন হতো?)


Chotoder Kobita Abritti Lyrics (বলতে পারো কেমন হতো? )




বলতে পারো কেমন হতো ?
যদি ভীষণ শব্দ হতো মন ভাঙলে,
বলতে পারো কেমন হতো ?
যদি সবাই শুনতে পেত,মনে মনে ভাবলে।

বলতে পারো কেমন হতো ?
যদি প্রেমের আবেগ শোনা যেত গানের সুরে,
বলতে পারো কেমন হতো ?
যদি প্রেমে পড়ার শব্দ হতো ঝপাৎ করে।

বলতে পারো কেমন হতো ?
যদি নোংরা মনের দুর্গন্ধটা সবাই শুঁকতে পেতো,
বলতে পারো কেমন হতো ?
যদি নোংরা দৃষ্টি খালি চোখে দেখা যেত।


বলতে পারো কেমন হতো ?
যদি বয়সটাকে কারোর সাথে বদল করা যেত.
ছোট্ট ছেলে বাজারে যেত ব্যাগটা নিয়ে,
বাবা তখন খেলতো বসে আপন মনে পড়ার ঘরে ।

বলতে পারো কেমন হতো?
সব দেশেরই সিপাহীরা যদি কবিতা লিখতো কলম দিয়ে,
বলতে পারো কেমন হতো ?
কবিরা যদি দেশের সীমায় দাঁড়িয়ে থাকতো অস্ত্র নিয়ে।



ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। ..
Thank You, Visit Again...

Tags - Bangla Kobita

Post a Comment

0Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)
To Top