Chotoder Chora (ছোটদের ছড়া, কবিতা) Chotoder Kobita

Bongconnection Original Published
7 Min Read



Chotoder Chora (ছোটদের ছড়া, কবিতা) Chotoder Kobita

Chotoder Chora (ছোটদের ছড়া, কবিতা) Chotoder Kobita
Loading...
আজকাল বাচ্চাদের অনেক বই বাজারে কিনতে গেলে বেশ অসুবিধায় পড়তে হয়।  কি তাই তো ? আপনি, আমি  যে বই পড়ে বড় হয়েছি, সেসব বই তো আজকাল প্রায় বিলুপ্ত প্রায়।  কিন্তু আপনার সেইসব কবিতা যদি আপনার মোবাইল ফোনের মধ্যেই পাওয়া যায়, তবে কেমন হয় ???
আপনার এবং আপনার বাচ্চার পড়ার সুবিধার্থে  সেইসব কবিতা আমরা নিয়ে এসেছি আপনার জন্য একদম অনলাইন। …

                                            Chotoder Kobita Rabindranath Tagore  

Loading...

     আয়রে আয় টিয়ে 

আয়রে আয় টিয়ে
নায়ে ভরা দিয়ে ।
নাও নিয়ে গেল বোয়াল মাছে,
তাই না দেখে ভোঁদড় নাচে ।
ওরে ভোঁদড় ফিরে চা
খুকুর নাচন দেকে যা ।

       আমি পাতা জোড়া জোড়া 

আম পাতা জোড়া জোড়া
মারব চাবুক চলবে ঘোড়া ।
ওরে বুবু সরে দাঁড়া
আসছে আমার পাগলা ঘোড়া
পাগলা ঘোড়া ক্ষেপেছে
চাবুক ছুড়ে মেরেছে ।




আতা গাছে তোতা পাখি 

আতা গাছে তোতা পাখি
ডালিম গাছে মউ ।
এত ডাকি তবু 
কথা কও না কেন বউ ।

        চাঁদ মামা 

আয় আয় চাঁদ মামা
টিপ দিয়ে যা ।
চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা ।
ধান ভাঁনলে কুঁড়ো দেবো,
মাছ কাটলে মুঁড়ো দেবো,
ধুদ খাবার বাটি দেবো,
চাঁদের কপালে চাঁদ
টিপ দিয়ে যা ।

Chotoder Kobita Bengali

       বাক বাকুম পায়রা

বাক বাকুম পায়রা
মাথায় দিয়ে টায়রা
বউ সাজবে কাল কি
চড়বে সোনার পালকি ।

       হাট টিমা টিম টিম 



হাট টিমা টিম টিম 
তারা মাঠে পাড়ে ডিম ।
তাদের খাড়া দুটো শিং,
তারা হাট টিমা টিম টিম ।

        মামার বাড়ি

আয় ছেলেরা, আয় মেয়েরা
ফুল তুলিতে যাই,
ফুলের মালা গলায় দিয়ে
মামার বাড়ি যাই ।
ঝড়ের দিনে মামার দেশে
আম কুড়াতে সুখ,
পাকা জামের মধুর রসে
রঙিন করি মুখ ।

        নোটন নোটন পায়রাগুলি

নোটন নোটন পায়রাগুলি
ঝোটন বেঁধেছে,
ওপারেতে ছেলে মেয়ে
নাইতে নেমেছে ।
দুই ধারে দুই রুই কাতলা
ভেসে উঠেছে,
কে দেখেছে কে দেখেছে
দাদা দেখেছে ।
দাদার হাতে কলম ছিল
ছুড়ে মেরেছে,
উঃ বড্ড লেগেছে ।


Chotoder Kobita Bangla

         ওখানে কে রে ?
   

ওখানে কে রে ?
আমি খোকা ।
মাথায় কী রে ?
আমের ঝাঁকা ।
খাসনে কেন রে ?
দাঁতে পোকা ।
বিলুস নে কেন রে ?
ওরে বাবা!



       তাই তাই তাই

তাই তাই তাই
মামা বাড়ি যাই
মামা দিলো দুধ ভাত
পেট ভরে খাই
মামী এলো লাঠি নিয়ে
পালাই পালাই ।

            কানাবগীর ছা
         

ঐ দেখা যায় তাল গাছ
ঐ আমাদের গাঁ
ঐ খানেতে বাস করে
কানাবগীর ছা ।
ও বগী তুই খাস কি ?
পানতা ভাত চাস কি ?
পানতা আমি খাই না ?
পুঁটি মাছ পাই না,
একটা যদি পাই
অমনি ধরে গাপুস গুপুস খাই ।

Chotoder Chora (ছোটদের ছড়া, কবিতা) Chotoder Kobita



           আমাদের ছোট নদী

আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে,
বৈশাখ মাসে তার হাঁটুজল থাকে ।
পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি,
দুই ধার উঁচু তার, ধালু তার পাড়ি ।
চিকচিক করে বালি, কোথা নাই কাদা,
এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা ।
কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক,
রাতে ওঠে থেকে থেকে শেঁয়ালের হাঁক ।

Chotoder Kobita Chora



      খোকন খোকন ডাক পাড়ি,

খোকন খোকন ডাক পাড়ি,
খোকন মোদের কার বাড়ি ?
আয়রে খোকন ঘরে আয়,
দুধ মাখা ভাত কাকে খায় ।

    খোকন খোকন করে মায়

খোকন খোকন করে মায়
খোকন গেছে কাদের নায় ?
সাতটা কাকে দাঁড় বায়
খোকন রে তুই ঘরে আয়

               আমি হব

আমি হব সকাল বেলার পাখি
সবার আগে কুসুমবাগে
উঠব আমি ডাকি !
সুষ্যি মামা জাগার আগে
উঠব আমি জেগে,
হয় নি সকাল, ঘুমো এখন,
মা বলবেন রেগে।
বলব আমি – আসলে মেয়ে
ঘুমিয়ে তুমি থাক,
হয় নি সকাল, তাই বালে কি
সকাল হবে না  আমরা যদি না জাগি মা
কেমনে সকাল হবে ?
তোমার ছেলে উঠলে গো মা
রাত পোহাবে তবে ।

             
                       আমার পণ 

সকালে উঠিয়া আমি মনে মনে বলি,
সারা দিন আমি যেন ভালো হয়ে চলি ।
আদেশ করেন যাহা মোর গুরুজনে,
আমি যেন সেই কাজ করি ভালো মনে ।
ভাইবোন সকলেরে যেন ভালোবাসি,
একসাথে থাকি যেন সবে মিলেমিশি ।
ভালো ছেলেদের সাথে মিশে করি খেলা,
পাঠের সময় যেন নাহি করি হেলা ।
সুখী যেন নাহি হই আর কার দুখে,
মিছে কথা কভু যেন নাহি আসে মুখে ।
সাবধানে যেন লোভ সামলিয়ে থাকি,
কিছুতে কাহারে যেন নাহি দিই ফাঁকি ।
ঝগড়া না করি যেন কভু কার সনে,
সকালে উঠিয়া এই বলি মনে মনে ।

            ভোর হলো

ভোর হলো দোর খোল
খুকুমণি ওঠ রে,
ঐ ডাকে জুঁই-শাখে
ফুল-খুকি ছোট রে ।
খুলি হাল তুলি পাল
ঐ তরি চলল,
এইবার এইবার
খুকু চোখ খুলল ।
আসলে নয় সে
ওঠে রোজ সকালে,
রোজ তাই চাঁদা ভাই
টিপ দেয় কপালে ।



       ব্যাঙের বাসা

তাঁতির বাড়ি
ব্যাঙের বাসা 
কোলা ব্যাঙের ছা ।
খায় দায়
গান গায়
তাইরে নাইরে না ।

ছোটদের এই কবিতা ছড়াগুলো ভালো লাগলে আপনার বন্ধু ও প্রিয়জনদের সাথে শেয়ার করুন। ..
ভালো থাকুন।…
Thank You, Visit Again….

Tags – Bangla Kobita, Bengali Poem

Share This Article