BENIMADHAB POEM LYRICS (বেণীমাধব) Joy Goswami

Bongconnection Original Published
4 Min Read



BENIMADHAB POEM LYRICS (বেণীমাধব) Joy Goswami

BENIMADHAB POEM LYRICS (বেণীমাধব) Joy Goswami
Loading...


Banimadhab Kobita Lyrics

Loading...

অনেকেই Joy Goswami র এই কবিতাটি ছোটবেলায় রেডিওতে শুনতেন । মনে আছে ? তখন তো নাহয় বুঝতেন না । আজ নাহয় শুনে এবং পড়ে নিচের কমেন্ট সেকশনে জানান আপনার মতামত


Benimadhab Poem By Joy Goswami

বেণীমাধববেণীমাধব,
তোমার বাড়ি যাবো

বেণীমাধবতুমি কি আর,
আমার কথা ভাবো ?
বেণীমাধবমোহনবাঁশি তমাল তরুমূলে
বাজিয়েছিলে আমি তখন মালতী ইস্কুলে
ডেস্কে বসে অঙ্ক করিছোট্ট ক্লাস ঘর
বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর
আমি তখন নবম শ্রেণীআমি তখন শাড়ি
আলাপ হলো বেণীমাধবসুলেখাদের বাড়ি

বেণীমাধববেণীমাধব,
লেখাপড়ায় ভালো
শহর থেকে বেড়াতে এলে,
আমার রঙ কালো
তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে
বেণীমাধবআমার বাবা দোকানে কাজ করে
কুঞ্জে অলি গুঞ্জে তবুফুটেছে মঞ্জরী
সন্ধ্যেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি
আমি তখন নবম শ্রেণীআমি তখন ষোলো
ব্রীজের ধারে বেণীমাধব,
লুকিয়ে দেখা হলো

বেণীমাধববেণীমাধবএতদিনের পরে
সত্যি বলোসে সব কথা এখনো মনে পড়ে?
সে সব কথা বলেছো তুমি তোমার প্রেমিকাকে
আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে
দেখেছিলাম আলোর নীচে অপূর্ব সে আলো
স্বীকার করিদুজনকেই মানিয়েছিলো ভালো
জুড়িয়ে দিলো চোখ আমারপুড়িয়ে দিলো চেখ
বাড়িতে এসে বলেছিলামওদের ভালো হোক

রাতে এখন ঘুমাতে যাই একতলার ঘরে
মেঝের উপর বিছানা পাতাজ্যো‍‍‌ৎস্না এসে পড়ে
আমার পরে যে বোন ছিলো চোরা পথের বাঁকে
মিলিয়ে গেছেজানি না আজ কার সঙ্গে থাকে
আজ জুটেছেকাল কী হবে?
কালের ঘরে শনি
আমি এখন এই পাড়ায় সেলাই দিদিমণি
তবু আগুনবেণীমাধবআগুন জ্বলে কই?
কেমন হবেআমিও যদি নষ্ট মেয়ে হই?

বেণীমাধববেণীমাধব,
তোমার বাড়ি যাবো…

ভিডিও দেখুন 






মন ছুঁয়ে যাওয়া এই কবিতাটি ভালো লাগলে অবশই শেয়ার করুন প্রিয়জন আর বন্ধুদের সাথে।
ভালো থাকুন, কবিতায় থাকুন।..
Thank You, Visit Again…


Tags – Bangla KobitaJoy GoswamiBengali Poem

Share This Article