Bangla Sad Kobita (কষ্টের কবিতা) Bengali Sad Poem

Bongconnection Original Published
8 Min Read



Bangla Sad Kobita (কষ্টের কবিতা) Bengali Sad Poem

Bangla Sad Kobita (কষ্টের কবিতা) Bengali Sad Poem
Loading...

আপনি কি Bangla Sad Kobita বা Bengali Sad Poem খুঁজছেন ? তাহলে বলবো আপনি একদম সঠিক জায়গায় এসেছেন । এখানে রয়েছে বাছাইকৃত হৃদয়স্পর্শী বাংলা কষ্টের কবিতা ….তো, চলুন শুরু করা যাক….

Bangla Sad Kobita 

Loading...




অজানায় পাড়ি

তোমার ঠিকানা আমার জানা নেই-
বাইর দুয়ারে শুধু কড়া নেড়ে যায় অচেনা লোক;
জেনেছি যেটুকু,
তাতে ঘর বাঁধা যায় না,
তাতে কাছে আসা যায় না।
কারণ, আমার ডাক তুমি শুনতে পাবে না,
তোমার আমার মঝে অনেক দুরত্ব-প্রাচীর-
কিভাবে ডাকবো তোমায়?
তুমিতো দাওনি তোমার ঠিকানা,
শুধু আমারি কথা ছিল,
ছুটে যাওয়ার।
আশার প্রহর গুণে দেখা মেলে না,
মেলে না তোমার সৌরভ;
ফিরে এসেছি তাই রিক্ত হাতে,
আপন ঠিকানায়,
আপন কুঠিরে।



Bangla Sad Kobita Lyrics



     কাঁদে দুচোখ

সন্ধ্যার আকাশে চাঁদ ওঠেনি,
অন্ধকারে ঢেকে গেল রাজপথ-
কোথায় তুমি হারিয়ে গেলে?
খুঁজতে খুঁজতে গভীর হয় রাত।
একবিন্দু ঘুমের তাড়নায় লিপ্ত নই-
আঁধারে মোমাবাতি জ্বেলে
চেয়েছি শিখার দিকে,
সেখানেও অন্ধকার বাসা বেঁধেছে,
করেছে অজানা বায়ু আঘাত।
অনর্থক দেরি করিনি তো?
দিনের আলো নিভে যেতেই তো
বসেছি দেখার আশায়!
তোমার অভিমান হয়েছে বুঝি?
সীমাহীন যন্ত্রনা বাসা বঁধে বুকে,
কাঁদে দু’চোখ তোমায় না-দেখার বেদনায়।



  বিষন্নতা

দিনের শেষ হয়ে
এলো বুঝি বিষণ্নতার কামড়-
রোদেলা দিনের অনেক স্মৃতি ভাসে;
কোনটা রঙিন, কোনটা মলিন চাদরে মোড়ান,
কোনটায় ছিটে-ফোঁটা বৃষ্টির জল,
কোনটা আঁধার ভাঙা চাঁদের আলো-
মনে পড়ে পা-দোলানো আম্র-কানন;
সত্যি, বড় বিষণ্নতা আজ চেপে ধরেছে
সীমাহীন অন্ধকারে।
কাঁদবার ইচ্ছেটুকু থাকলেও কাঁদতে পারি না,
সব জল শুকিয়ে গেছে সে-বেলায়।
কবে কার প্রেমের নেশায় উন্মুখ হয়ে
ডুব দিয়েছিলাম,
এই তো! তার সমাপ্তি ঘটেছে।
দিনের শেষে, আমি বড় একা ,শূন্য আকাশে
একটি গাঙচিলের মতো;
ক্লান্ত হয়ে ফিরলেও বলার জায়গা নেই সে-কথা,
সবই ধোঁয়ায় সফেদ, রঙহীন ধূসর কুয়াশা-
আশাহীন দীপশিখা চেয়ে রয়েছে,
ক্লান্তির ঘুমে ঢলে পড়া আমার চোখের পাতায়।

Bengali Sad Poem




কেমন ভালোবাসা

আমি ভালবাসি,
কথাটি বলেও বোঝাতে পারিনি,
মনের গহীনে জায়গা কিনতে চেয়েও কিনতে পারিনি-
আমি কাঁটার মালায় ক্ষতবিক্ষত হয়েছি শুধু,
শুকনো মরুর নিরাশ বালুতে জলের সন্ধান করেছি,
কোন অধিকার নেই ভালবাসার।
আমি হেয়ালির বিষয়বস্তু,
আমি উপহাসের বিলাস সামগ্রী,হৃদয়কে ছুঁতে পারিনা কখনো-তবে—-,
কোন একদিন বলেছিলে,
‘পথিক, তোমার ঠিকানা কোথায়?’
ভুলিনি-শীতের কুয়াশায় মেঠ পথ পাড়ি দেওয়া,
বর্ষার কাদা-জলে কদম,
চৈত্রের দুপুরে আমের মুকুল,
সবই এনেছি তোমার জন্য;
কিন্তু মনের ভাষা বুঝে না-বোঝার ভান করেছো।
তুমি কখনো আমার অভাবে কাঁদনি,
কখনো একান্তে ডাকনি,
তাই কখনো তোমার ভাবনায় আসিনি,
এক অজানা পৃথিবীর এই অজানা প্রাণি।



       ফিরিয়ে দাও

শুধু অন্ধকারে মুখ লুকিয়ে কাঁদতে হয়েছিল আমাকে।
যেদিন তোমায় ছেড়ে গিয়েছিলাম অজানার উদ্দেশ্যে,-
তোমার কোমল হাত আমায় ফেরাতে ডাকেনি,
মুখ ফুটে বলেনি, আমার ভুল হয়েছে-
শুধু নীরব স্তব্ধতা মিশে ছিল তোমার দু’ঠোঁটে।
বির্দীন অন্তরে রাত জেগে জেগে কাঁদি আমি
শুধু তোমার প্রতি ভালবাসার অনুভূতি নিয়ে।
আমি ফিরবো কি না জানি না তোমার ওই
কুসুমকোমল আদরের মায়াটানে,
তবে তুমি আজো কেন খোঁজনি এই আমাকে?
আমার ভালবাসা বুঝি অন্ধকারে বিলীন হয়ে যায়,
জোনাকী রাতে আলো দেয় না, চাঁদে অমাবশ্যা-
সন্ধ্যা আমাকে তোমার স্মৃতিতে বিচরণ করায়,
মনের গভীরে উত্কণ্ঠার জন্ম দেয়,
যা হারিয়েছি তা কি আর কোনদিন ফেরত পাব না!



     তোমাকে ভুলতে চেয়ে

তোমাকে ভুলতে চেয়ে আরো বেশি
ভালোবেসে ফেলি
তোমাকে ছাড়াতে গিয়ে আরো
বেশি গভীরে জড়াই,
যতোই তোমাকে ছেড়ে যেতে চাই দূরে
ততোই তোমার হাতে বন্দি হয়ে পড়ি,
তোমাকে এড়াতে গেলে এভাবেই
আষ্টেপৃষ্ঠে বাঁধা পড়ে যাই
এভাবেই সম্পূর্ণ আড়ষ্ট হয়ে পড়ি;
তোমাকে ছাড়াতে গেলে আরো ক্রমশ
জড়িয়ে যাই আমি
আমার কিছুই আর করার থাকে না।
তুমি এভাবেই বেঁধে ফেলো যদি দূরে যেতে চাই
যদি ডুবে যেতে চাই
তুমি দুহাতে জাগাও।
এমন সাধ্য কী আছে তোমার চোখের
সামান্য আড়াল হই,
দুই হাত দূরে যাই
যেখানেই যেতে চাই সেখানেই
বিছিয়ে রেখেছো ডালপালা,
তোমাকে কি অতিক্রম করা কখনও সম্ভব
তুমি সমুদ্রের চেয়েও সমুদ্র
আকাশের চেয়েও আকাশ তুমি আমার
ভেতরে জেগে আছো।
তোমাকে ভুলতে চেয়ে তাই আরো
বেশি ভালোবেসে ফেলি,
তোমাকে ঠেলতে গিয়ে দূরে
আরো কাছে টেনে নেই
যতোই তোমার কাছ
থেকে আমি দূরে যেতে চাই
ততো মিশে যাই নিঃশ্বাসে প্রশ্বাসে,
ততোই তোমার আমি হয়ে পড়ি ছায়ার মতন;
কোনোদিকে যাওয়ার আর একটুও
জায়গা থাকে না
তুমিই জড়িয়ে রাখো তোমার কাঁটায়।
তোমাকে ছাড়তে গিয়ে আষ্টেপৃষ্ঠে
আরো জড়িয়েছি
তোমাকে ভুলতে গিয়ে আরো
ভালোবেসেছি তোমাকে।


Bangla Sad Kobita Collection





     বিরহ – বসন্ত

কৃষ্ণচূড়া ফোটেনি ডালে ডালে
তবু আজ নাকি বসন্ত ,
মাঝে মাঝে থেমে দেয় জীবন
বেদনার নীল লাল হসন্ত্য ।
বিরহ-গান গেয়ে যায় কোকিল
ডালে ডালে কষ্ট বিমল ,
আশার বসন্ত আসেনি ঐ মনে
চলছে মনে শ্রাবণের ঢল ।
মিলনের সুর ভেসে যায় অচিনে
মেঘে মেঘে ওঠে প্রতিধ্বনি ,
নয়নে ভেসে ওঠে তড়িৎ সিঁদুর
ব্যঞ্জনা তার দু’কানে শুনি ।
এলো না বসন্ত কৃষ্ণচূড়া নিয়ে
বাজলো না মনে সুর ,
কারো কারো জীবনে এ বসন্ত
থেকে যায় অনেক দূর ।

      ফিরে দেখা

দশ বছর পর আজ দেখলাম তোমায়,
বদলাও নি একটুও আছো আগের মতই।
কাজল কালো চোখ আর গোলাপী অধর,
সব কিছুই যেন আগের মত সুন্দর।
বড় ভুল করে ঢুকে ছিলাম তোমার বাসায়,
জানিনা কেন তুমি চমকালে দেখে আমায়।
জানি আমার জন্য বন্ধ ছিল তোমার দুয়ার,
ভাগ্য ভাল তাই অভাগা পেল চরন তোমার।
চেনা আমায় অচেনা সাজিয়ে করলে অভিনয়,
আবার নতুন নামে তোমার হল পরিচয়।
জানলাম পৃথিবীটা বড় স্বার্থপর,
অর্থ-বৃত্তের মোহে আপন হয় যে পর!!

       ছেড়ে গেলি তুই আমাকে

ছেড়ে গেলি তুই আমাকে
দেখলি না তুই পিছন ফিরে
দাঁড়িয়ে ছিলাম আমি একা
বরবাদ এর কোন কিনারে!
তোকে পেয়ে হারানো পর্যন্ত
জীবন পথ ছিল খুব ছোট
সেটাই ছিল আমার দুনিয়া
সে দুনিয়া আছে আজও।
সব জেনেও বুঝলি না তুই
চলেই গেলি অনেক দূরে।
আমায় ছেড়ে সুখী  হলে
আর আসিস না তুই ফিরে।
উড়ে যা ওই দূর আকাশে
আজ তুই আমার থেকে মুক্ত।
আর বলব না কোনো দিনও
আমি তোকে ভালোবাসি কত!


         অতৃপ্ত প্রেম

যারে আমি বাসলাম ভালো দিয়া আমার মন ,
তার জন্য প্রাণ আমার থাকে সদাই উচাটন ;
আমার এ জীবন-উদ্যানে শুধু তারই বিচরন ,
সে আছে কাছাকাছি জানি থাকবে আমরণ ।
প্রেম পেতে চাই তার কাছে নিখাদ আবেগে ,
দু হাতে সে আমায় জড়িয়ে ধরলো সবেগে ;
আমি কুকরে উঠি কষ্ট হয় তবু ভাল লাগে ,
তার স্পর্শে সারা গায়ে থরথর কাপন জাগে ।
আমার অঙ্গে তখন ঝড় তুফান চলে নিরন্তর ,
তারপর হঠাৎ সব থেমে যায় যেন ফুস মন্তর ;
আমি শক্ত করে আকরে ধরে প্রশ্ন করি তারে ,
এমন করে অতৃপ্ত রাখলে কেন আমারে ?

   
তোমার পথ চেয়ে থাকবো

কিযে ব্যথা সয়ে
আমি নীরবে কাঁদি কেউ তা বুঝেনা,
তোমা হতে দূরে
তবু মন মোর অন্য কাউকে খুঁজেনা ।
মন মোর কাঁদে
তোমারও লাগি দিবানিশী অলখে,
তুমি মোর প্রাণে
ভুলতে পারিনা চোখের এক পলকে ।
ভাল লাগে তাই
ভালবেসে যাই একি মোর অপরাধ,
যত ভাবি তত
ভালবাসি মিটে নাতো মোর সাধ ।
যদি পার তুমি
ভালবেসো মোরে করে দিওনা পর,
তব পথ চেয়ে
থাকব আমিযে সারাটা জীবন ভর ।

কবিতাগুলো ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। ..
ভালো থাকুন, কবিতায় থাকুন।…
Thank You, Visit Again…

Tags – Bangla Kobita, Bengali Sad Poem, Koster kobita

Share This Article