পুরুষ মানেই কি ধর্ষক ? Bangla Golpo Online

Bongconnection Original Published
5 Min Read



পুরুষ মানেই কি ধর্ষক ? Bangla Golpo Online

পুরুষ মানেই কি ধর্ষক ? Bangla Golpo Online
Loading...

সম্পাদকীয় কলমে বিশেষ নিবেদন 





আমি একজন পুরুষ হয়েও কখনও পুরুষদের নিয়ে কিছু লিখি না। আমি কি আদৌ পুরুষ! মাঝে মাঝে নিজেকে পুরুষ ভাবতে লজ্জা করে। যখন শুনি আমার মতোই লিঙ্গধারী একটা মানুষ একটা সাত বছরের বাচ্চাকে ধর্ষণ করে। যৌনাঙ্গ ছোট হলে ব্লেড দিয়ে কেটে বড় করে। আবার তখন গর্ববোধ করি, যখন শুনি একজন মা একটা ছেলে সন্তান জন্ম দিয়েছে।কারণ সবাই ধর্ষক না। সবাই ধর্ষক হলে একটা মা কখনও একটা পুং লিঙ্গধারী সন্তান জন্ম দিতো না। কখনও একটা মেয়ে কাউকে বাবা বলে ডাকতো না। কখনও একটা মেয়ে কাউকে ভাই বলে ডাকতো না। পৃথিবীতে সবথেকে মধুর একটা সম্পর্ক ভাইবোনের সম্পর্ক। মা ছেলের সম্পর্ক, বাবা – মেয়ের সম্পর্ক।  কখনও একটা মেয়ে অচেনা অজানা পুরুষের সাথে সারাজীবন থাকবে বলে মা বাবাকে ছেড়ে যেতো না।
সমাজে কিছু সংখ্যার লিঙ্গধারী পুরুষের জন্য আজ পুরো পুরুষ জাতি কলঙ্কিত। 
আমি পুরুষদের নিয়ে লিখি না, কারণ পুরুষদের নিয়ে লেখার মতো কিছুই নাই। পুরুষের একএকটা কথাই এক একটা গল্প। তাঁদের একএকটা দীর্ঘশ্বাস এক একটা গল্প। তাই তাঁদের নিয়ে লেখার কিছু নেই । পুরুষ এমন একটা জাত, যাঁরা নিজের কষ্টগুলো নিজের ভিতর পুষে রাখতে ভালোবাসে। কখনও কাউকে তাঁদের গল্প শোনায়  না।
তাহলে কি তাঁদের গল্প নেই ?
না! তাঁদেরও হৃদয় ভাঙার গল্প আছে, ব্যাথা, যন্ত্রণার গল্প আছে।  কিন্তু পুরুষরা  এতটা আবেগী না। মেয়েরা যতটা অবেগে ভাসে, আবেগে চলাফেরা করে। পুরুষরা তা করতে পারেনা।
আসুন না একজন বাবার কথায়, যিনি সারা জীবন কষ্ট করে যাবেন, কিন্তু তাঁর সন্তানদের বুঝতেই দেবেন না।নিজে একটা ছেঁড়া শার্ট আবার সেলাই করে পরবেন, কিন্তু নিজে একটা নতুন শার্ট কিনবেন না।
তিনি তাঁর সন্তানের জন্য নতুন কাপড় কিনবেন। নিজের সন্তান একবেলা উপোস থাকলে, তাঁর ভিতর কষ্টে ফেটে যায়। এই গল্প তিনি কাউকে বলেন না।
বুক ফাটা আর্তনাদের গল্প কাউকে বলেন না। কি হবে বলে। শুধু মাত্র একটু সান্ত্বনা!  নেহাত আর কিছু না। বুকফাটা আর্তনাদ আর অব্যক্ত যন্ত্রণার কথা বুকের খুব ভেতরে হৃদয় নামক যন্ত্রটার মধ্যেই চাপা পরে থাকে। 
একজন স্বামী, যিনি নিজের সর্বস্ব দিয়েও নিজের স্ত্রীকে সুখি রাখতে চান। চুন থেকে পান খসলেই শুনতে হয় নানা কথা। [ যদিও, সব পুরুষও এক না, সব নারীও এরকম না ]
কিন্তু তিনি জানেন, তিনি নিজের জন্য কিছু না কিনেও নিজের স্ত্রীর জন্য কেনেন। নিজের সর্বস্ব দিয়ে হলেও স্ত্রীকে খুশি রাখতে চান। তিনি সর্বপ্রথমে চিন্তা করেন। একটা মেয়ে তাঁর এতদিনের একটা সম্পর্ক ছেড়ে আমার কাছে এসেছে। আমাকে বিশ্বাস করে, তাঁর সর্বস্র আমাকে দিয়েছে। তাকে ভালো রাখার দ্বায়িত্ব আমার। তার ভালো লাগা মন্দ লাগা বোঝার দ্বায়িত্ব আমার।
সমাজে কিছু অমানুষ তো থাকবেই। তাদের কারণেই আজ পুরো পুরুষজাতি লজ্জিত। 
একজন বড় ভাই, যে নিজে না খেয়ে ছোট বোনের জন্য কিছু কেনে । সে জানে, সে যখন বাইরে  থেকে বাড়ি ফেরে  তখন তাঁর ছোট্ট বোনটি তাঁর হাতের দিকে চেয়ে থাকে। তাঁর জন্য কিছু আনবে বলে। তাই ভাইটি নিজে না খেয়েও তাঁর বোনের জন্য নিয়ে আসে। যে নিজের জীবন দিয়ে হলেও তাঁর বোনের সম্মান রক্ষা করে ।
কিন্তু কিছু মানুষরূপী অমানুষদের জন্য এই ভাইগুলোও কলঙ্কিত হয়।
শুনতে হয় নানান কথা। শুনতে হয় পুরুষ মানেই ধর্ষক। 
পুরুষ মানেই কী ধর্ষক? তারা এই প্রশ্ন কাউকে করতে পারেনা।

তাঁরাও তো এই গল্পগুলো কাউকে বলেনা।
তাদের এই গল্পগুলো দীর্ঘশ্বাসের আড়ালে লুকিয়ে থাকে। 
সারাদিনের অক্লান্ত পরিশ্রমের পর ঘামে ভেজা শরীর থেকে যখন শার্ট খোলে , সেই খোলা গায়ের সাথে বেড়িয়ে যায় তাঁদের কষ্টগুলো ।কখনো কখনো নীরবে চোখের জলের মাধ্যমে ।
কাউকে বলতে পারেনা তাঁদের গল্পগুলো। 
তাই আমিও লিখি না তাঁদের গল্পগুলো।

কিছুদিন আগে একটা লাইন খুব ট্রেন্ড হয়েছিল,  জিসকো দার্দ হোতা হে  ,আসাল মে বহি মর্দ হোতা হে । ..
কথাটা খুব সত্যি। …

আরো পড়ুন, 2 টাকার ভালোবাসা



লেখাটি ভালো লাগলে নিজের প্রিয়জন আর বন্ধুদের সাথে শেয়ার করুন,…
ভালো থাকুন, ভালোবাসায় থাকুন।
Thank You Visit Again …

গল্প, কাহিনীর জগতে আমাদের বং কানেকশন নেটওয়ার্ক এর নতুন সংযোজন Storieslover.com
মন ছুঁয়ে যাওয়া সব লেখা পড়তে নিয়মিত ভিজিট করুন। ..

Tags – Bangla Golpo, Bengali Story, Bangla Golpo Online Read

Share This Article