Gayatri Mantra Lyrics In Bengali (গায়ত্রী মন্ত্র)

sudiproy877
2 Min Read

Gayatri Mantra Lyrics In Bengali (গায়ত্রী মন্ত্র)
Loading...
Gayবৈদিক যুগ থেকেই গায়ন্ত্রী মন্ত্র হলো হিন্দুধর্মের একটি গুরুত্বপূর্ণ মন্ত্র । প্রচলিত আছে , গায়ন্ত্রী মন্ত্র ও নাকি বেদের অন্যান্য মন্ত্রর মতো অপৌরষেয় ( অর্থাৎ কোন মানুষ এই মন্ত্র সৃষ্টি করেননি ।
এই মন্ত্রটি প্রথমে বৈদিক সংস্কৃত ভাষায় রচিত হয় এবং এটি ঋকবেদের একটি সুক্ত । গায়ত্রী মন্ত্র গায়ত্রী ছন্দে রচিত হয় এবং হিন্দু ধর্ম অনুসারে এই মন্ত্রে উল্লেখিত দেবতাকে অভিন্ন মানা হয় । তাই এই মন্ত্র র দেবীর নামও গায়ত্রী । এই মন্ত্র দিয়ে শুধু পূজো করাই হয় না , গায়ত্রী মন্ত্র কেও পূজো করা হয় ।
তো, দেখে নেওয়া যাক, গায়ত্রী মন্ত্র…

Gayatri Mantra Lyrics In Bengali

 
ওঁং ভূর্ভুবঃ স্বঃ। তৎসবিতুর্বরেন্যং।
ভর্গো দেবস্য ধীমহি।
ধিয়ো যো নঃ প্রচোদয়াৎ ওঁং।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গায়ত্রী মন্ত্রের একটি অনুবাদ করেন । সেটি নিচে দেওয়া হলো….
“যাঁ হতে বাহিরে ছড়ায়ে পড়িছে পৃথিবী আকাশ তারা ,
যাঁ হতে আমার অন্তরে আসে বুদ্ধি চেতনা ধারা—
তাঁরি পূজনীয় অসীম শক্তি ধ্যান করি আমি লইয়া ভক্তি”

গায়ত্রী মন্ত্র

Loading...
Gayatri Mantra Lyrics In Bengali (গায়ত্রী মন্ত্র)
গায়ত্রী মন্ত্রের আরো একটি নাম রয়েছে । যেহেতু, গায়ত্রী মন্ত্র দিয়ে হিন্দু দেবতা সবিতৃকে আহ্বান করা হয় । তাই এই মন্ত্রের আরেকটি নাম সাবিত্রী মন্ত্র ।
আশা করছি, আপনি গায়ত্রী মন্ত্রের যে রূপ এবং ব্যাখ্যা খুঁজছিলেন । তার কিছুটা হলেও এখানে পেয়েছেন ।
ভালো লাগলে নিজের প্রিয়জনদের সাথে শেয়ার করুন..
ভালো থাকুন, ধর্মের পথে থাকুন…
Thank you, Visit Again…
Tags – Gayatri Mantra, Bengali Lyrics

Share This Article