Gayatri Mantra Lyrics In Bengali (গায়ত্রী মন্ত্র)

Bongconnection Original Published
0


Gayatri Mantra Lyrics In Bengali (গায়ত্রী মন্ত্র)



Gayatri Mantra Lyrics In Bengali (গায়ত্রী মন্ত্র)


Gayবৈদিক যুগ থেকেই গায়ন্ত্রী মন্ত্র হলো হিন্দুধর্মের একটি গুরুত্বপূর্ণ মন্ত্র । প্রচলিত আছে , গায়ন্ত্রী মন্ত্র ও নাকি বেদের অন্যান্য মন্ত্রর মতো অপৌরষেয় ( অর্থাৎ কোন মানুষ এই মন্ত্র সৃষ্টি করেননি । 
এই মন্ত্রটি প্রথমে বৈদিক সংস্কৃত ভাষায় রচিত হয় এবং এটি ঋকবেদের একটি সুক্ত । গায়ত্রী মন্ত্র গায়ত্রী ছন্দে রচিত হয় এবং হিন্দু ধর্ম অনুসারে এই মন্ত্রে উল্লেখিত দেবতাকে অভিন্ন মানা হয় । তাই এই মন্ত্র র দেবীর নামও গায়ত্রী । এই মন্ত্র দিয়ে শুধু পূজো করাই হয় না , গায়ত্রী মন্ত্র কেও পূজো করা হয় ।
তো, দেখে নেওয়া যাক, গায়ত্রী মন্ত্র...



ওঁং ভূর্ভুবঃ স্বঃ। তৎসবিতুর্বরেন্যং।
ভর্গো দেবস্য ধীমহি।
ধিয়ো যো নঃ প্রচোদয়াৎ ওঁং।



বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গায়ত্রী মন্ত্রের একটি অনুবাদ করেন । সেটি নিচে দেওয়া হলো....




"যাঁ হতে বাহিরে ছড়ায়ে পড়িছে পৃথিবী আকাশ তারা ,
যাঁ হতে আমার অন্তরে আসে বুদ্ধি চেতনা ধারা—
তাঁরি পূজনীয় অসীম শক্তি ধ্যান করি আমি লইয়া ভক্তি"




Gayatri Mantra Lyrics In Bengali (গায়ত্রী মন্ত্র)


গায়ত্রী মন্ত্রের আরো একটি নাম রয়েছে । যেহেতু, গায়ত্রী মন্ত্র দিয়ে হিন্দু দেবতা সবিতৃকে আহ্বান করা হয় । তাই এই মন্ত্রের আরেকটি নাম সাবিত্রী মন্ত্র । 



আশা করছি, আপনি গায়ত্রী মন্ত্রের যে রূপ এবং ব্যাখ্যা খুঁজছিলেন । তার কিছুটা হলেও এখানে পেয়েছেন ।
ভালো লাগলে নিজের প্রিয়জনদের সাথে শেয়ার করুন..
ভালো থাকুন, ধর্মের পথে থাকুন...

Thank you, Visit Again...

Tags - Gayatri Mantra, Bengali Lyrics

Post a Comment

0Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)
To Top