Valobashar Kobita (সেরা ভালোবাসার কবিতা) | Bengali Love Poem

Bongconnection Original Published
12 Min Read

Valobashar Kobita (সেরা ভালোবাসার কবিতা) | Bengali Love Poem

Valobashar Kobita (সেরা ভালোবাসার কবিতা) | Bengali Love Poem
Loading...




Valobashar Kobita পড়তে কার না ভালো লাগে বলুন ? আমার আপনার সবার জীবনেই তো কখনো না কখনো ভালোবাসা এসেছে, তাই না ? আর সেই ভালোবাসার জন্য মনে একটা আলাদাই অনুভূতি করে । তাই আপনার জন্য টিম বং কানেকশনের পক্ষ থেকে আপনার জন্য Best Bengali Love Poem এর সুন্দর কালেকশন । আশা করছি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে । ভালো লাগলে প্রিয়জনকেও শেয়ার করুন..
তো, চলুন শুরু করা যাক…



Bangla Romantic Kobita

Loading...





ভালোবাসায় নেই কো ভুল
খুলে দিয়ে মনের দখিণা দ্বার
 শুল্কসন্ধ্যা চৈত্রমাসে,
 মধুমাসের মধু মিলনে বাসন্তীরং এ
 কবির মনে প্রেম আসে।
 একলা দাঁড়ায়ে বকুল তলায়
 বাতাসে উড়িয়ে লাল শাড়ি,
 প্রভাতী মেঘে ফের বায়না ধরে
 মেয়ে তোমার কোথায় বাড়ি।
 জানতে চাইলে সবুজ বন
 বলবে তখন কবির মন
 ভালবাসি রাশি রাশি
 মেয়ের রেশম কালো চুল,
 তখন সবুজের বন দিবে উপমা
 ভালবাসায় নেই কো ভুল।
 সোনায় সোহাগা মেয়ের রূপ
 কাজল বরণ আঁখি,
 সুরের দানে মান অভিমানে
 তুমি যে আমার পাখি।
 হাজার বছরের স্বর্ণালী প্রেম
 কাচের চুড়ি যেচে,
 প্রেমিক পুরুষ তা আনিতো কিনে
 প্রেমিকা নিতো নেচে।
 তেমনি হওয়া চাই মেয়ের প্রেম
 জড়িয়ে কবির কোল,
 তখন আহ্লাদে প্রাণ ধরিবে যে গান
 ভালবাসার নেই কো ভুল।


ভালোবাসার রং 
ভালোবাসা-
 গায় সাম্যের গান
 সুর মাধুর্য ভাঙে শৃঙ্খল।
 ভালোবাসা-
 ভাসে মুক্ত ভেলায়
 পালতোলা নাওয়ে উজান বেলায়।
 ভালোবাসার-
 নাই কূল প্রান্তর-
 নাই তল, নাই সমতল।
 ভালোবাসা-
 তো জীবন্ত সজীব
 ভয় বাঁধা জ্বলন্ত প্রদীপ।
 ভালোবাসা-
 বলে হতে আমর
 বিলিয়ে দিতে যা সুন্দর।
 ভালোবাসা-
 এক অম্লান আশা
 অনন্ত অক্ষর যার ভাষা।
 ভালোবাসা-
 নয় পাবার আশা
 যা সুন্দর অন্তরে মাখা।
 ভালোবাসা-
 মানে অকৃত্রিম শ্রদ্ধা
 মনের মধ্যে স্পষ্ট ব্যক্ত।
 ভালোবাসা-
 মানে পবিত্র আত্মা
 অসীমের মাঝে শৃঙ্খল সত্তা।
 ভালোবাসা-
 হয় তরল পাতলা
 প্রয়োজনে সে কঠিন অখণ্ড।
 ভালোবাসা-
 হয় শান্ত প্রকৃতিৱচারি ধার উজ্জ্বল অতি।
 ভালোবাসা-
 হয় স্বার্থ ত্যাগী
 অন্যের মঙ্গল প্রথম দাবি।
 ভালোবাসা
 মানুষের অন্তরে ধ্বনি
 যার ব্যাপ্তি অনন্ত কাহিনী।
 ভালোবাসা-
 তো উন্নত অতি-
 কঠোর মানে মোমের বাতি।
 ভালোবাসা-
 তো অনন্য উপলব্ধি
 অসীম জ্ঞানের সূক্ষ্ম উক্তি।
 ভালোবাসা-
 জানে জীবনের মানে
 আনন্দ দুঃখের ক্ষণে-ক্ষণে
 ভালোবাসা-
 জানে মুক্ত হতে ভালোবেসে ধরণী ভরিয়ে দিতে।
 ভালোবাসা-
 বলে মরু প্রান্তরে
 তপ্ত রোদে দৃপ্ত পদে।
 ভালোবাসা
 উড়ে মুক্ত মনে
 দ্বিধাহীন কোন অন্ত প্রাণে।
 ভালোবাসা-
 আসে স্বর্গ হতে
 মহৎ সে জানান দিতে..
প্রিয়তমা
আমি আছি ততোদিন
 তুমি রবে যতদিন
 স্বপ্ন যাবে তত দূর
 তুমি নিবে যতদূর।
 প্রিয়তমা ও প্রিয়তমা
 আমায় ছেড়ে যেও না
 বৃথা কষ্ট দিও না
 স্বপ্নটা ভাঙিও না।
 আমি যখন ঘুমিয়ে থাকি
 স্বপ্নে শুধু তোমায় দেখি
 আমি যখন জেগে থাকি
 কল্পনাতে তোমায় খুজি।
 দূরে তাই যেও না
 দূরত্ব বাড়িয়ে
 আমাকে ছাড়িয়ে
 আমারই জীবন থেকে
 স্বপ্নগুলো রেখে।
 স্বপ্নগুলো স্বপ্নই রবে নাকি আমার জীবনে
 তা সত্যি হবে…

আরো পড়ুন, 30+ Best Romantic Bangla Premer Kobita




প্রতীক্ষা
একদিন শান্ত সকালে
 স্কুলের কোলাহলে
 নিতান্তই খেলাচ্ছলে
 দিয়েছিলো সে প্রস্তাব
 অবাক নয়নে চেয়ে থাকলাম
 ক্রোধে ফেটে পড়লাম
 নিজেকে বললাম
 আমি কি প্রেমে পড়লাম
 অবশেষে বুঝলাম
 মনে মনে হাসলাম
 নিজেকে বোঝালাম
 তারই মাঝে হারালাম
 আজ আমি চেয়ে থাকি
 মনে মনে শুধু ভাবি
 সে আবার আসবে নাকি
 বলতে আমায় ভালোবাসি ।
একান্ত ব্যক্তিগত
তখন নীল ধ্রুবতারা জাগেনি
 ঘুমন্ত ঘড়ির পানে চেয়ে বসে
 অন্ধকারের প্রতীক্ষায়
 দিন পেরোনোর অগোছালোতা
 সন্ধ্যার স্তব্ধতাটাকে গ্রাস করছে |
 একে একে সবাই চলে গেছে-
 ঘুম ভাঙানো সাইরেন,
 নীল পাড়ের শাড়ির তুমি |



 এই সময়টা আমার
 একান্ত ব্যক্তিগত..
 তুমি মুখ বাড়িও না প্লিজ..
 ভয় লাগে |
 এখানে আসা তোমার বারণ ||


Love Poem Bangla

দু টাকার গোলাপ
প্রতি নিয়ত শিখছি..
 বেঁচে থাকার কায়দা..
 কখনো জানলাতে চোখ রেখে..
 কখনো বা মেঘটা কে দেখে..
 তোমার রূপকে আড়াল করার ক্ষমতা আমার নেই…
 কিছুক্ষণের জন্যও তুমি শুধু আমার…
 তোমার কথার চার দেওয়ালে বন্দী..
 ফোনের প্রেমালাপ চলত..
 মাঝরাতে তোমার টানে আমি মিথ্যুক সেজেছি…
 সব কথা বলা হয়নি…
 ওগুলো না বলাই থাক…
 পাপড়ি গুলো শুকিয়ে গেছে..
 মূল্য হারিয়েছে দু টাকার গোলাপ ।
Valobashar Kobita (সেরা ভালোবাসার কবিতা) | Bengali Love Poem
তোমার প্রতীক্ষায়
আজ সমুদ্র সৈকতে বসেছিলাম
 তোমাকে দেখার প্রতীক্ষায়,
 ভেবেছিলাম তুমি আসবে
 সাগরের কুল ঘেষে ঢেউরের সাথে মিশে
 ভিজাবে আমার তোমার ভালবাসার জলে।
 কিন্তু তুমি আসোনি,
 প্রত্যাশা আমার প্রত্যাশা ই রয়ে গেছে
 তোমার দেখা মিলেনে।
 ভেবে ছিলাম পড়ন্ত বিকেলে
 গোধূলির রঙ্গে তোমায় পাবে।
 আজ সব নীল ছিল, তোমায় দেখিনি,
 প্রত্যাশা আমার প্রত্যাশাই রয়ে গেছে
 বাস্তব আর হয়নি।
 ভেবে ছিলাম সন্ধ্যা তারাদের মাঝে তোমায় খুঁজে পাবো
 দেখবো তোমার হাস্য উজ্জ্বল মায়াবী মুখ,
 তুমি এসেছিলে ঠিকই, কিন্তু হাসোনি।
 ভাবনা আমার ভাবনাই রয়ে গেছে।
 বাস্তব আর হয়নি।


Valobasar Kobita

তুমি 
তুমি শব্দের ব্যবহার 
 আমি জানতাম না
 তুমিই আমাকে শিখিয়েছো
 তুমি করে বলতে।
 লজ্জা হতো কাউকে
 তুমি বলে সম্ভোধনে।
 তুমি শুধুই তুমি
 আমায় শিখিয়েছো সব।
 আমার হাসি আমার কথা
 কারো ভাল লাগতো না
 তুমিই বলেছিলে
 আমার হাসি আমার কথা
 তোমার ভাললাগে,
 সেই তুমি আজ কোথায়?
 কোথায় হারিয়ে গেলে
 কোথায় লুকালো তোমার ভাল লাগা?
 আমি জানতাম না এই হাসি
 তোমার কাছে হবে
 রোদ আর মেঘের খেলা।
 অন্য কারে হাসির কাছে
 হার মানবে আমার হাসি
 তাহলে আমি হাসতাম না ।
 তবে তোমার হাসি
 চিরদিন আমার কাছে মিষ্টি ছিল
 আছে থাকবে।

আরো পড়ুন, Joy Goswami Poems

তোমরা যাকে
তোমরা যাকে “ভালবাসা” বলো 
 আমি বলি দুঃখের পাহাড়।
 তোমরা যাকে “বন্ধুত্ব” বলো
 আমি বলি অর্থহীন কোন শব্দ।
 তোমরা যাকে “চাওয়া-পাওয়া” বলো
 আমি বলি অরন্য রোদন।
 তোমরা যাকে “সুখ” বলো
 আমি বলি অপেক্ষার প্রহর।
 তোমরা যাকে “কষ্ট” বলো
 আমি বলি সঙ্গী আমার।
 তোমরা যাকে “মন” বলো
 আমি বলি কষ্ট বাহক।

তোমায় দেখবো বলে
অনেক দিনের ইচ্ছে চাঁদের মুখ দেখবো।
 শুনেছি চাঁদের মায়াবী মুখ নাকি
 আকাশ কে করে উজ্জ্বল।
 তাই অনেক ইচ্ছে নিয়ে
 প্রতীক্ষার প্রহর গুণে সেদিন
 গিয়েছিলাম কোন এক মাঠে
 চাঁদ তোমাকে দেখবো বলে। 
 ইচ্ছে ছিল তোমার কাছে বলবো
 না বলা কিছু কথা,
 তুমি শিখাবে আমার তোমার হাসির রহস্য।
 কিন্তু সেই সৌভাগ্য আমার হলো না
 আমি যেদিন তোমার দেখতে গিয়েছিলাম
 সেদিন যে ছিল অমাবশ্যার রাত
 আর তাইতো সেদিন তুমি ছিলেনা
 ছিল আঁধারে ঘেরা এই আকাশ। 
 তবে আজ দেখতে পারিনা
 কাল দেখবো,
 তবুও চাঁদ আমি তোমায় দেখবো।
 তোমাকে বলবো মনের না বলা কিছু কথা।

তোমাকে নিয়েই ভাবছি
তোমাকে নিয়েই ভাবছি
 তোমাকে নিয়ে যে ভাবতে হবে
 তা কিন্তু, প্রথম দেখায় ভাবিনি
 আর এখন…
 আমার ভাবনার আকাশটি দখলে তোমার
 আজ আবার অনেক দিন পরে
 তোমায় নিয়ে লিখতে বসলাম
 হাজারটা প্রশ্ন ছুড়ে দিওনা আবার
 কি লিখছো, কি ভাবছো?
 তুমি তো বেশ ভাল করেই জান
 এর উত্তর আমি তোমায় দিতে পারবো না
 ভাবতে ভাল লাগে তোমায় নিয়ে
 লিখতে ভাল লাগে তোমায় ভেবে।
 তোমার এটা বেশ ভাল করেই জানা
 আমার মনের কথাগুলি আমি কখনোই
 তোমাকে গুছিয়ে বলতে পারিনি
 আর তুমি ই বলো
 ভাবনার কথা গুলি যদি নাই বলি
 তবে এতে এমন কিইবা ক্ষতি?
 না বলা এই কথাগুলি
 এ হৃদয়ে বেশ ভাল আছে
 আমি তা বলছি না,
 তবে এখনি সুন্দর একথাগুলিকে
 আমি বিবস্ত্র করতে চাইনা।
 আর ক’টাদিন সময় দাও
 আমি ঠিকই এইদিন
 না বলা এ কথাগুলি
 তোমার হাতে রেখে হাত
 কোন এক পূর্নিমা রাতে
 তোমার পাশে বসে
 গান বা কবিতার সুরে
 নয়তো বা খোকাদের মতো
 এক দমেই সব শুনিয়ে দিবো।




Valobashar Kobita (সেরা ভালোবাসার কবিতা) | Bengali Love Poem







মেঘ তোমাকে নিয়ে লিখতে চাই
‘মেঘ’ নামে কবিতা লিখেছি
 এইত কিছুদিন আগে,
 মাঝে মাঝে কবিতা লিখতে
 বেশ ভালই তো লাগে।
 ক্লাসের মাঝে কবিতাটা আমি
 দিলাম বন্ধুর হাতে,
 কেউ আবার জানতে চাইল,
 ‘কি লিখেছিস ওতে?’
 লেখাটুকু পড়া হলে পরে
 বন্ধু আমাকে শুধায়,
 ‘লেখার মধ্যে কেমন যেন
 দুখী লাগলো তোমায়?’
 আমি বলি, ‘হঠাৎ কেন
 এরূপ মনে হল তোমার?
 সত্যি বলছি এখন আর
 কোন দুঃখ নেই আমার’।
 অতীতে আমি করেছিলাম
 ভীষণ একটা ভুল,
 চড়া মুল্যে আজো দিচ্ছি
 সেই ভুলের মাশুল।
 কি হয়েছিল যদিও তোমারা
 সকলেই তা জানো,
 এরপরও দু’একটা কথা
 বলছি তবে শোনো।
 বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে
 করে ফেলেছিলাম পাপ,
 বিবেককে আজ দংশন করে
 সেই মহা অভিশাপ।
 শুধুই বন্ধু হতে চেয়েছিলাম
 স্বার্থ ছিলনা কোন,
 সে তো ভেবেছিল, আমি এক
 প্রতিদ্বন্দ্বী ছিলাম যেন!
 মিথ্যার আড়ালে বাস করে সে
 নিদারুণ স্বার্থপর,
 স্বার্থের মোহে আজ সে
 আপনকেই করেছে পর।
 একদিন যাকে না দেখলে
 কিছুই লাগতোনা ভাল,
 আজ আমার তাকে দেখলেই
 মুখ হয়ে যায় কালো।
 বন্ধুত্বের মধুর সম্পর্ক সে
 করেছে কলঙ্কিত,
 বিষাক্ত ছোবলে সে করেছে
 বন্ধুত্ব প্রশমিত।
 ছদ্মবেশের আড়ালে সে
 খুঁজে নিয়েছে স্বজন,
 আমাদের মাঝে তৈরি করেছে
 দূরত্ব হাজার যোজন।
 কত দক্ষতায় করেছে সে
 হিসাব লাভ আর ক্ষতি,
 সে কি ভেবেছে তাকে ছাড়া
 নাই আমাদের গতি?
 সে ভেবেছে করে ফেলেছে
 দারুণ বাজিমাত,
 নিজের কাজে একদিন সে
 হবেই কুপোকাত।
 বহুদিন থেকে সে আমাকে
 দিয়ে এসেছে ধোঁকা,
 তখন বুঝিনি, আজ বুঝেছি
 আমিএ ছিলাম বোকা।
 তোরা ভেবেছিস হয়ত আমি
 কিছুটা বদলে গিয়েছি,
 আগেও যেমন ছিলাম আমি
 এখনও তেমনি আছি!
 জীবনে যখন ঘনিয়ে এল
 দুঃখের কালো রাত,
 তোরাই তখন বাড়িয়ে দিলি
 বন্ধুত্বের সেই হাত।
 বর্তমানকে সাথে করে
 অতীত গিয়েছি ভুলে,
 মনে করতে চাই না কিছু,
 এত ভাবলে কি আর চলে?
 উলটা-পালটা প্যাঁচাল পেড়ে
 নষ্ট করলাম সময়,
 লেখাটা পড়া হলে পরে
 মারবি না তো আমায়?
 আমাকে তোরা বন্ধু করে
 তোদের কাছেই রাখিস,
 তোরাই আমার বন্ধু ছিলি
 তোরাই বন্ধু থাকিস।
এখন ভালোবাসি তোমায়
কালো মেঘ ছেয়ে গেছে
 নীল আকাশটা জুড়ে,
 আঁধার যেন গ্রাস করেছে
 শূন্যের বুকটা ছিঁড়ে।
 নিস্তব্ধ হয়েছে কেন
 বিষন্ন এই পৃথিবী?
 কেন আজ হারিয়েছে
 তার মাধুর্য সবই?
 বাতাস যেন ভুলেছে তার
 অবিরাম পথ চলা,
 কঠোর হাতে কে করছে
 এই নিষ্ঠুর লীলাখেলা?
 ক্লান্ত পথিক হেঁটে যেতে
 বিমর্ষ চোখে চায়-
 একটু আশার আলো যদি
 কোথাও খুঁজে পায়!
 থেমে গেছে কেন আজ
 পাখিদের কলরব?
 আকাশ কেন হয়েছে আজ
 কেবলি নিশ্চুপ নীরব?
 পথিক ভাবে হঠাৎ আজ
 কে করলো দ্রোহ?
 উত্তর না পেয়ে তার
 ভেঙ্গে গিয়েছে মোহ।
 নিরব রাস্তা একাকী রয়
 এতটুকু নাই প্রাণ-
 দেখে তাই পথিকের মন
 করে ওঠে আনচান।
 সূর্য্য অভিমান করে কেন
 লুকিয়ে ফেলেছে মুখ?
 কিসের এত ব্যথা বেদনা,
 কিসের এত দুখ?
 চলতে চায় না যে আর
 থমকে গিয়েছে সময়,
 বারবার কেন যেন
 মনে পড়ছে সময়!
 মনের আকাশেও আজ তাই
 কালো মেঘ গেছে ছেয়ে,
 শূন্য হৃদয় হাহাকার করে
 শুধু তোমায় না পেয়ে…
তোমার তরে হাসিমুখ
একদিন দেখেছিলাম সুন্দর এক স্বপ্ন, 
 নদীর তীরে আমরা বসেছিলাম মগ্ন!
 যখন তুমি ধরেছিলে আমার হাত-
 পুষ্পসম প্রস্ফুটিত হয়েছিল প্রভাত!
 কানে কানে বলেছিলে চুপি চুপি-
 মৃদু বাতাস করেনি কোন কারচুপি!
 আমার হৃদয়ে লেগেছিল এক সাড়া-
 তুমিই আমার অন্তরে দিয়েছিলে নাড়া!
 তোমার জন্য ফুল তুলতে চাইলাম একটি,
 তখন শুরু হয়ে গেল মুশল ধারে বৃষ্টি!
 আমি তোমাকে বলেছিলাম, ‘এস প্রিয়তম!’
 লজ্জা পেয়ে তুমি হয়েছিলে অবনত!
 আমার জীবনে তুমি দিয়ে দিয়েছো দোলা
 আমার জীবনে যদিও ছিল কত ঝামেলা!
 তোমাকে কত ভালবাসি, এটা রেখ স্মরণ,
 তোমার তরে হাসিমুখে মৃত্যু করবো বরণ।

আশা করছি ভালোবাসায় মাখানো এই কবিতাগুলি আপনাদের এল লেগেছে। ..
ভালো লাগলে ভালোবাসার মানুষ অথবা প্রিয়জনদের সাথে শেয়ার করুন। .
আর আপনার পছন্দের কবিতা সম্পর্কে নিচের কমেন্ট সেকশনে লিখুন আমরা। ..
ভালো থাকুন, কবিতায় থাকুন।..

Thank You, Visit Again…

Tags – Bangla Kobita, Bengali Poem, 

Share This Article