Kichchu Chaini Aami Lyrics ( কিচ্ছু চাইনি আমি) Anirban Bhattacharya | Shah Jahan Regency
ভালোবাসা হারিয়ে যায় , শুধু থেকে যায় পুরোনো কিছু স্মৃতি। আর ভাঙা হৃদয় নিয়ে আপনি কি খুঁজছেন Kicchu chaini ami full lyrics ?
হারিয়ে যাওয়া পুরোনো স্মৃতিকে মিস করছেন ? শুনুন Kicchu Chaini Ami গানটি। হৃদয়ের কঠিন ক্ষত একটু হলেও লাঘব হবে। Srijit Mukherji র Shah Jahan Regency সিনেমার গান। গানটি গেয়েছেন Anirban Bhattarcharya, অভিনয় করেছেন Parambrata Chatterjee, Abir Chatterjee, Anjan Dutt, Swastika Mukherjee, Rituparna Sengupta ও আরো অনেকে।
Song name - Kicchu Chaini Ami
(কিচ্ছু চাইনি আমি )
Movie name - Shah Jahan Regency
Singer - Anirban Bhattacharya
Female Version singer - Madhubani Bagchi
Music Composer - Prasen
Lyricist - Dipangshu Acharya
Arrangement - Indraadip Das Gupta
Guitar - Subhomoy Chowdhury
Violin- Rohan Roy
Directed by - Srijit Mukherji
Label - SVF Music
Produced by - Svf
Starring - Parambrata Chatterjee, Abir Chatterjee, Anjan Dutt, Swastika Mukherjee, Rituparna Sengupta, Rittika Sen, Babul Supriyo, Rudranil Ghosh, Mamata Shankar, Kanchan Mullick.
Kichchu Chaini Aami Lyrics In Bengali
কিচ্ছু চাইনি আমি আজীবন ভালবাসা ছাড়া
আমিও তাদেরই দলে বারবার মরে যায় যারা,
না না কিচ্ছু চাইনি আমি,
আজীবন ভালবাসা ছাড়া,
আমিও তাদেরই দলে বারবার মরে যায় যারা।
সময়ের ঘষা লেগে শিলালিপি যায় ক্ষয়ে ক্ষয়ে
আমি একা বসে থাকি প্রেমিকের অপেক্ষা হয়ে,
বাতাসে প্রবাদ আর আকাশে আদিম ধ্রুবতারা,
বাতাসে প্রবাদ আর আকাশে আদিম ধ্রুবতারা,
কিচ্ছু চাইনি আমি আজীবন ভালবাসা ছাড়া।
বাসতে বাসতে ভালো তোমারি দুহাতে গেছি মরে,
বাসতে বাসতে ভালো তোমারি দুহাতে গেছি মরে,
আবার এসেছি ফিরে নেভা নেভা ছায়াপথ ধরে
খুঁজেছি তোমার মুখ সমস্ত উপকথা খুলে,
রাজকুমারীর মায়া পৃথিবী যায়নি আজো ভুলে।
না না কিচ্ছু চাইনি আমি,
আজীবন ভালবাসা ছাড়া
আমিও তাদেরই দলে বারবার মরে যায় যারা
কিচ্ছু চাইনি আমি আজীবন ভালবাসা ছাড়া,
Singer - Madhubanti Bagchi
কিচ্ছু চাইনি আমি আজীবন ভালবাসা ছাড়া
আমিও তাদেরই দলে বারবার মরে যায় যারা।
নীল প্রাসাদের সিঁড়ি ঢেকে রাখে ধূসর কুয়াশা,
বারবার মরে গিয়ে আমাদের ফিরে ফিরে আসা।
দেখেছি তোমার বাড়ি নগরের প্রতি বাঁকে বাঁকে,
দেখেছি তোমার বাড়ি নগরের প্রতি বাঁকে বাঁকে,
চেনা কিশোরীর মত আমাকে নানান নামে ডাকে।
আমাদের পথ চেয়ে মানুষেরা দিন গোনে তাই,
আমাদের পথ চেয়ে মানুষেরা দিন গোনে তাই
তোমাকে ভাবে যেন আজীবন ভালবেসে যাই।
না, না, কিচ্ছু চাইনি আমি
আজীবন ভালবাসা ছাড়া,
আমিও তাদেরই দলে বারবার মরে যায় যারা।
Kicchu Chaini Ami Lyrics In English
Kichu chaini ami ajibon bhalobasha chara
Amio taderi doley barbar more jaay jara
Somoyer ghosa lege shilalipi jaay khoye khoye
Ami eka boshe thaki premiker opekkha hoye
Batashe probad aar akashe adim dhrubotara
Kichhu Chaini Ami ajibon Valobasha chara
Neel prasader siri dheke rakhe dhusor kuasha
Barbar more giye amader phire phire asha
Dekhechi tomar bari nogorer proti bake bake
Chena kishorir moto amake nanan name dake
Kichu chaini ami ajibon bhalobasha chara
Amio taderi doley barbar more jaay jara
সময়ের ঘষা লেগে তো অনেক কিছুই বদলে যায় , মুছে যায়। কিন্তু ভালোবাসার ক্ষতটা অনেক অনেক বছর পরেও অনেকটা একইরকম থেকে যায়। কিছু গান থেকে যায় কালজয়ী হয়ে , কিচ্ছু চাইনি আমি গানটি তার অন্যতম একটি উদাহরণ । Anirban Bhattacharya ও Madhubanti Bagchi র গলায় শুনুন গানটি । আর অনুভব করুন ভালোবাসায় মাখানো অসামান্য Kicchu Chaini Ami lyrics ।
কিচ্ছু চাইনি আমি লিরিক্স
প্রেমিকের অপেক্ষার যেমন একটা আলাদা আনন্দ আছে, ঠিক তেমনি আছে কিছুটা চাপা কষ্ট ও । ভালো থাকুক আপনার ভালোবাসা ।
ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না । কারণ, Sharing is caring ....
আরো পড়ুন ,
Preme Pora Baron Lyrics
গান শুনুন , গানকে ভালোবাসুন
Thank you ....Visit again
Tags - Bengali Lyrics, Abir Chatterjee, Anirban Bhattacharya, Shah Jahan Regency,