Joy Goswami Poems ( Selected Poems ) | Bangla Kobita

Bongconnection Original Published
5 Min Read



Joy Goswami Poems ( Selected Poems ) | Bangla Kobita

Joy Goswami Poems ( Selected Poems ) | Bangla Kobita
Loading...


Joy Goswami Poems –  আধুনিক বাংলা কবিদের মধ্যে তো অনেক কবিই আছেন।  কিন্তু জয় গোস্বামী যেন একটু আলাদা বাকিদের থেকে।  তার লেখনীর মধ্যে কোথায় যেন একটা হারিয়ে যাওয়ার মতো ব্যাপার থাকে, কি তাই তাই তো ? তো চলুন দেখে দেখে নেওয়া  যাক তার লেখা কিছু সিলেক্টেড কবিতা। …



Joy Goswami  Selected Poems

Loading...


এরকমও হয় ??

ছেড়ে যাওয়া এরকমও হয়?
এত দ্রুত? এতই তত্পর?
মাটি থেকে শিকড়সমেত চারাগাছ
একটানে উপড়ে নিয়ে দুমড়ে মুচড়ে ছুড়ে দেওয়া যায়
নিজের বাগান থেকে দূরে?
দোমড়ানো মোচড়ানো ওই চারাগাছ আজ
রাস্তার গরম পিচে শুয়ে
রোদে পুড়ছে।শুধু তার ছিঁড়ে নেওয়া
শিকড়গুলির মুখ থেকে
মানুষের রক্ত পড়ে দু’ফোঁটা চারফোঁটা
পথের কুকুর চেটে খায়
তোমাকে জলের মতো
আমি অযোগ্য তোমার
সম্পূর্ণই অযোগ্য তোমার
পৃথিবীতে কোনও কাজে কারও যোগ্য নই
তোমার সন্দেহ হত নিশ্চয়ই,তা সত্ত্বেও সৌজন্যবশেই
বলোনি আমাকে কোনওদিন
আজকে একজন এসে সপ্তাহে  দু’দিন তিনদিন
তোমাকে জলের মতো বুঝিয়ে দিতে পারলেন সব
তাই তুমি ছেড়ে গেলে,যাও–জানলে না
এখনও তোমার জন্য কেঁপে কেঁপে ওঠে
আমার জীবন্ত এই শব।
==========
বিচ্ছেদের পর
একদম ফুটন্ত জল ঢেলে দিয়ে গায়ে
উদভ্রান্ত কুকুর ছুটল রাস্তায় রাস্তায়
চলন্ত অটোর সঙ্গে একবার ধাক্কা লাগে
গায়ের ওপরে এসে পড়া
রিকশাওয়ালার লাথি খায়
উদভ্রান্ত কুকুর ছুটছে রাস্তায় রাস্তায়
জ্বালাপোড়া থামাতে পারছে না
জ্বালাপোড়া থামাতে পারছে না
==========
অপেক্ষা

যতবার বেল বাজে
ভাবি তুমি এলে
দরজা খুলে দেখি,অন্য কেউ
মনে ঢেউ ওঠে, মনে
মরে যায় ঢেউ
==========
আচমকা
আচমকা দ্বিতীয় থেকে
একজন তৃতীয় হয়ে গেল
এতদিন সে-ই ছিল প্রেমিক।
নতুনের আগমন হল অকস্মাৎ
(আমরা জানি না ঠিক-বেঠিক)
যে লোক দ্বিতীয় থেকে তৃতীয়তে নেমেছে এখন
সে ঘুরে বেড়ায় রাস্তাঘাটে
জ্ঞানশূন্য সে ভুলে বেড়ায়
দিগ্বিদিক
==========
নিজের মুখ
নিজের মুখের দিকে তাকাতে পারিনা আয়নায়…
এ মুখ সে দেখেছিল।একদা দিনের পর দিন
এই মুখ চোখ মেলে তাকিয়ে থেকেছে তার দিকে

আজ কেউ এই মুখ অ্যাসিডে গলিয়ে দিয়ে যাক
যেন আর চেনাই না যায়।
==========
মা এসে দাঁড়ায়
মা এসে দাঁড়ায়
জানালায়
নিম্নে স্রোত, নদী
জল থেকে লাফিয়ে উঠছে এক একটা আগুনজ্বলা সাপ
আমি সে-নদীর থেকে তুলে নিতে আসি
আমি শিকলবাঁধা বাঁশি
আকাশের উঁচু জানলায়
মা এসে দাঁড়ায়
সরে যায়।
==========
রাস্তায় পড়েছে ব্রিজ–জল নেই–বালি
রাস্তায় পড়েছে ব্রিজ–জল নেই–বালি
রাস্তায় পড়েছে শুকনো ধুলো ও আগাছা ভরা বিরাট ইঁদারা
শ্মশান? পড়েছে তাও–
চিতায় চাদর ঢেকে শুনেছিল যারা
তারা কাজে বেরিয়েছে প্রান্তরে, কামান গাড়ি ঠেলে
হঠাৎ কোথায় হাওয়া? চাপাচুপি খড়ের নিঃশ্বাস?
কবরে, বোমার গর্তে ঝুঁকে ঝুঁকে দেখি
মা, আর মায়ের হাতে মুখ চাপা অনাথ।
==========
শান্তি শান্তি শান্তি শান্তি যখন সোনালী পাগলিনী
শান্তি শান্তি শান্তি শান্তি যখন সোনালী পাগলিনী
তীরে বসে বসে খায় সূর্যাস্ত একের পর এক
হা সমুদ্র জলরাশি শুকিয়ে রক্তাভ বালিখাত
পিছনে শহর মরা ইটকাঠ ইটকাঠ স্তূপ
ভোর দ্বিপ্রহর ধ্বংস, সন্ধ্যা বা নিশীথকাল শেষ
বাতাসে গর্জনশীল সোনাগুঁড়ো বালিগুঁড়ো শুষে
শান্তি শান্তি শান্তি ডাকে তীরে যে-সহিংস পাগলিনী
সূর্যেরা কেবলই অস্তে চলে তার গণ্ডূষে গণ্ডূষে…
==========
স্নান করে উঠে কতক্ষণ
স্নান করে উঠে কতক্ষণ
ঘাটে বসে আছে এক উন্মাদ মহিলা
মন্দিরের পিছনে পুরনো
বটগাছ। ঝুরি।
ফাটধরা রোয়াকে কুকুর।
অনেক বছর আগে রথের বিকেলে
নৌকো থেকে ঝাঁপ দিয়ে আর ওঠেনি যে-দস্যি ছেলেটা
এতক্ষণে, জল থেকে
সে ওঠে, দৌড় মারে, ঝুরি ধরে খুব দোল খায়
সারা গা শ্যাওলায় ভরা, একটা চোখ মাছে খেয়ে গেছে
কেউ তাকে দেখতে পায় না, মন্দিরের মহাদেবও ঢুলছে গাঁজা খেয়ে
সেই ফাঁকে, এরকম দুপুরবেলায়–
সে এসে মায়ের সঙ্গে মাঝে মাঝে দেখা ক’রে যায়।
==========
কাব্যগ্রন্থ- সূর্য পোড়া ছাই
==========
হৃদপিণ্ড–এক ঢিবি মাটি
হৃদপিণ্ড–এক ঢিবি মাটি
তার উপরে আছে খেলবার
হাড়। পাশা। হাড়।
হৃদপিণ্ড, মাটি এক ঢিবি
তার উপরে শাবল কোদাল চালাবার
অধিকার, নিবি?
চাবড়ায় চাবড়ায় উঠে আসা
মাটি মাংস মাটি মাংস মাটি–
পাশা। হাড়। পাশা।
দূরে ক্ষতবিক্ষত পৃথিবী
জলে ভেসে রয়েছে এখনো–
তাকে একমুঠো, একমাটি
হৃদপিণ্ড, দিবি?
==========
কাব্যগ্রন্থ-সূর্য পোড়া ছাই
==========
রেণু মা, আমার ঘরে তক্ষক ঢুকেছে
রেণু মা, আমার ঘরে তক্ষক ঢুকেছে
তক্‌-খো, তক্‌-খো–তার ডাক
রেনু মা, সংকেতগাছ দূরে দাঁড়িয়েছে
জ্যোৎস্না লেগে পুড়ে গেছে কাক

আমি সে-গাছের ডালে, দড়ি ভেবে, সর্প ধরে উঠি
সর্প থেকে বিষ খসে যায়
রেণু মা, তোমার হাতে তালি বাজে–রাতের আকাশে
ডানা মেলে জ্যোতির্ময় তক্ষক পালায়
==========
প্রিয় কবি জয় গোস্বামীর কবিতা গুলো ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। .
ভালো থাকুন, কবিতায় থাকুন।..
Thank You, Visit Again…
Tags Bangla Kobita, Premer Kobita, Joy Goswami, Bengali Poem

Share This Article