Je Kota Din Tumi Chile pashe Lyrics By Anupam Roy
জীবনের কোন এক সময়ে হয়তো প্রিয় মানুষ চলে যায়, আর সেই সাথে রেখে যায় একরাশ বুক ভরা যন্ত্রনা আর কিছু বেদনাময় স্মৃতি। আপনার সেই বেদনাময় স্মৃতির কিছু ছবি ফুটে উঠেছে Srijit Mukherji র Baishe Shrabon সিনেমায়। বিশেষ করে Je kota din lyrics টা যেন মন ছুঁয়ে যায়। যে কটা দিন তুমি ছিলে পাশে গানটির Lyrics করেছেন Anupam Roy, গানটিতে অভিনয় করেছেন Parambrata Chattopadhyay,Raima Sen, Abir Chatterjee. শুনুন
২২শে শ্রাবন সিনেমার Je kota din tumi chile pashe গানটি আর উপভোগ করুন আপনার ফেলে আসা জীবনের বেশ কিছু স্মৃতিকে।
Je kota din song credits -
Song name - Je kota din tumi chile pashe ( যে কটা দিন তুমি ছিলে পাশে )
Movie name: Baishe Srabon
Singers: Saptarshi Mukherjee and Shreya Ghoshal
Composer/Lyricist: Anupam Roy
Producer : SVF Entertainment Pvt. Ltd
Writer & Director : Srijit Mukherji
Starring - Parambrata Chattopadhyay, Raima Sen, Abir Chatterjee, Prosenjit Chatterjee
Je Kota Din Tumi Chile Pashe Lyrics In Bengali
যে কটা দিন তুমি ছিলে পাশে
কেটেছিল নৌকার পালে চোখ রেখে,
আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে আছো,
আমার আঙুল হাতে কাঁধে তুমি লেগে আছো,
যেটুকু রোদ ছিল লুকনো মেঘ
দিয়ে বুনি তোমার শালে ভালবাসা,
আমার আঙ্গুল হাতে কাঁধে তুমি লেগে আছো,
আমার আঙ্গুল হাতে কাঁধে তুমি লেগে আছো।
তোমার নখের ডগায় তীব্র প্রেমের মানে
আমিও গল্প সাজাই তোমার কানে কানে,
তাকিয়ে থাকি হাজার পর্দা ওড়া বিকেল
শহর দুমড়ে মুচড়ে থাকুক অন্যদিকে,
ট্রাফিকের এই ক্যকোফোনি,
আমাদের স্বপ্ন চুষে খায়।
যেভাবে জলদি হাত মেখেছে ভাত
নতুন আলুর খোসা আর এই ভালবাসা,
আমার দেয়াল-ঘড়ি কাঁটায় তুমি লেগে আছো
আমার দেয়াল-ঘড়ি কাঁটায় তুমি লেগে আছো।
যেমন জড়িয়েছিলে ঘুম ঘুম বরফ মাসে
আমিও খুঁজি তোমায় আমার আশেপাশে,
আবার সন্ধ্যে বেলা ফিরে যাওয়া জাহাজ বাঁশি
বুকে পাথর রাখা আর মুখে রাখা হাসি,
যে যার নিজের দেশে,
আমরা স্রোত কুড়োতে যাই।
যেভাবে জলদি হাত মেখেছে ভাত,
নতুন আলুর খোসা আর এই ভালবাসা।
আমার দেয়াল-ঘড়ি কাঁটায় তুমি লেগে আছো
আমার দেয়ালঘড়ি কাঁটায় তুমি লেগে আছো।
যে কটা দিন তুমি ছিলে পাশে
কেটেছিল নৌকার পালে চোখ রেখে,
আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে আছো,
আমার আঙুল হাতে কাঁধে তুমি লেগে আছো,
তোমার চোখে ঠোঁটে গালে আমি লেগে আছি
তোমার আঙুল হাতে কাঁধে আমি লেগে আছি।
Read more, Abar Phire Ele Lyrics
Je Kota Din Tumi Chile Pashe Song Lyrics In English
Je kota din tumi chile pashe
Ketechilo noukar paale chokh rekhe
Amar chokhe thonte gale tumi lege acho
Jetuku rod chilo lukono megh
diye buni tomar shale valobasha
Amar angul haate kandhe tumi lege acho
Tomar nokher dogay tibro premer mane
amio golpo sajai tomar kane kane,
takiye thaki hajar porda ora bikel
sohor dumre muchre thakuk onno dike
traffic er ei kakofoni
amader swopno chuse khay,
Jevabe joldi hat mekheche vaat
notun alur khosha ar ei valobasha
amar dewal ghorir katay tumi lege acho
Jemon joriye chile ghum ghum borof mase
amio khuji tomay amar ashe pashe
abar sondhey bela fire jawa jahaj bashi
buke pathor rakha ar mukhe hashi,
je jar nijer deshe amra srot kurote jai,
Jevabe joldi hat mekheche vaat
notun alur khosha ar ei valobasha
amar dewal ghorir katay tumi lege acho
Je kota din tumi chile pashe
Ketechilo noukar paale chokh rekhe
Amar chokhe thonte gale tumi lege acho
amar angul, hate, kadhe tumi lege acho
Je Kota Din Tumi Chile Pashe Video Song
Romance, Melody আর আপনার নস্টালজিয়ার সাথে উপভোগ করুন Je kota din গানটি। আর গানটির mp3 version শুনতে Gaana, jiosaavn, Hungama তে ভিজিট করুন। আর Baishe Shrabon সিনেমাটি দেখুন Hoichoi App এ।
গান শুনুন,ভালো থাকুন। .
Thank You, Visit again ...
Tags - Je Kota Din Tumi Chile pashe Lyrics, Anupam Roy, Shreya Ghoshal, Baishe Shrabon, Bengali Lyrics, Raima Sen, Parambrata